ETV Bharat / bharat

Lalu Kidney Transplant: সিঙ্গাপুরে আজ লালুর কিডনি প্রতিস্থাপন, 'রক অ্যান্ড রোলের জন্য প্রস্তুত' দাতা কন্যা - রোহিণী আচার্য

সিঙ্গাপুরে আজ লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) কিডনি প্রতিস্থাপন হতে চলেছে (Lalu Kidney Transplant)৷ তাঁকে কিডনি দান করছেন তাঁর মেয়ে রোহিণী আচার্য (Rohini Acharya)৷

Lalu Prasad Yadav kidney transplant in Singapore today daughter Rohini donor
সিঙ্গাপুরে আজ লালুর কিডনি প্রতিস্থাপন, 'রক অ্যান্ড রোলের জন্য প্রস্তুত' দাতা কন্যা
author img

By

Published : Dec 5, 2022, 12:25 PM IST

পটনা, 5 ডিসেম্বর: আজ রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) কিডনি প্রতিস্থাপন করা হবে সিঙ্গাপুরে (Lalu Kidney Transplant)৷ তার যাবতীয় প্রস্তুতি প্রায় সারা ৷ সিঙ্গাপুরে বসবাসকারী তাঁর মেয়ে রোহিণী আচার্য বাবাকে কিডনি দান করছেন ৷ তাই আগে তাঁর অস্ত্রোপচার করা হচ্ছে । অপারেশনের আগে টুইটারে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন রোহিণী (Rohini Acharya)৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "রক অ্যান্ড রোল করতে প্রস্তুত"৷ অনুগামীদের থেকে শুভেচ্ছাও প্রার্থনা করেছেন তিনি ৷

লালু প্রসাদের ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদব, লালু স্ত্রী রাবড়ি দেবী ও তাঁদের বড় মেয়ে মিসা ভারতী ইতিমধ্যেই সিঙ্গাপুরে পৌঁছেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় লালুর ছোট মেয়ে রোহিণী ৷ তিনি অস্ত্রোপচারের আগে হাসপাতাল থেকেই তাঁর বাবার সঙ্গে একটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "যিনি বিহারের বহু বঞ্চিত মানুষের জন্য গলা তুলেছিলেন, তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন ৷" তিনি আরও লেখেন, "রেডি টু রক অ্যান্ড রোল, আমাকেও শুভেচ্ছা জানান ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে রোহিণী আচার্যকে ৷ এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বাবা-মায়ের কথা তুলে ধরেন তিনি ৷ সম্প্রতি একটি টুইটে তিনি লিখেছিলেন, "আমার মা এবং বাবা আমার কাছে ঈশ্বর । আমি তাঁদের জন্য সবকিছু করতে পারি ।"

আরও পড়ুন: বাবাকে সুস্থ করতে কিডনি দান করছেন লালু-কন্যা রোহিণী

কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ৷ তাঁকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন ডাক্তাররা ৷ তারপরই জানা যায়, লালু-কন্যা রোহিণী তাঁর বাবাকে কিডনি দান করবেন ৷

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালু প্রসাদ যাদব বর্তমানে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে জামিনে মুক্তি রয়েছেন । তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন কিন্তু তাঁর বিদেশ সফরের জন্য দিল্লির আদালত যে সময় বেঁধে দিয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ার কারণে তাঁকে দেশে ফিরে আসতে হয়েছিল ।

পটনা, 5 ডিসেম্বর: আজ রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) কিডনি প্রতিস্থাপন করা হবে সিঙ্গাপুরে (Lalu Kidney Transplant)৷ তার যাবতীয় প্রস্তুতি প্রায় সারা ৷ সিঙ্গাপুরে বসবাসকারী তাঁর মেয়ে রোহিণী আচার্য বাবাকে কিডনি দান করছেন ৷ তাই আগে তাঁর অস্ত্রোপচার করা হচ্ছে । অপারেশনের আগে টুইটারে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন রোহিণী (Rohini Acharya)৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "রক অ্যান্ড রোল করতে প্রস্তুত"৷ অনুগামীদের থেকে শুভেচ্ছাও প্রার্থনা করেছেন তিনি ৷

লালু প্রসাদের ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদব, লালু স্ত্রী রাবড়ি দেবী ও তাঁদের বড় মেয়ে মিসা ভারতী ইতিমধ্যেই সিঙ্গাপুরে পৌঁছেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় লালুর ছোট মেয়ে রোহিণী ৷ তিনি অস্ত্রোপচারের আগে হাসপাতাল থেকেই তাঁর বাবার সঙ্গে একটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "যিনি বিহারের বহু বঞ্চিত মানুষের জন্য গলা তুলেছিলেন, তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন ৷" তিনি আরও লেখেন, "রেডি টু রক অ্যান্ড রোল, আমাকেও শুভেচ্ছা জানান ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে রোহিণী আচার্যকে ৷ এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বাবা-মায়ের কথা তুলে ধরেন তিনি ৷ সম্প্রতি একটি টুইটে তিনি লিখেছিলেন, "আমার মা এবং বাবা আমার কাছে ঈশ্বর । আমি তাঁদের জন্য সবকিছু করতে পারি ।"

আরও পড়ুন: বাবাকে সুস্থ করতে কিডনি দান করছেন লালু-কন্যা রোহিণী

কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ৷ তাঁকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন ডাক্তাররা ৷ তারপরই জানা যায়, লালু-কন্যা রোহিণী তাঁর বাবাকে কিডনি দান করবেন ৷

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালু প্রসাদ যাদব বর্তমানে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে জামিনে মুক্তি রয়েছেন । তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন কিন্তু তাঁর বিদেশ সফরের জন্য দিল্লির আদালত যে সময় বেঁধে দিয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ার কারণে তাঁকে দেশে ফিরে আসতে হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.