পটনা, 24 জানুয়ারি: পূর্বসূরি লালুপ্রসাদ যাদবের দ্রুত আরোগ্য় কামনা করলেন বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার৷ প্রসঙ্গত, রবিবারই আরজেডি সুপ্রিমোকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়৷ তাঁর স্বাস্থ্য়ের অবনতি হওয়াতেই এই পদক্ষেপ চিকিৎসকদের৷ এদিন নীতীশ বলেন, তিনি চান, দ্রুত সুস্থ হয়ে উঠুন প্রবীণ রাজনীতিক৷
রবিবার রাজ্য়ের প্রাক্তন মুখ্য়মন্ত্রী কর্পুরি ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে সামিল হয়েছিলেন নীতীশ৷ সেই সময়েই তাঁকে লালুপ্রসাদের স্বাস্থ্য় নিয়ে প্রশ্ন করা হয়৷ উত্তরে নীতীশ বলেন, ‘‘আমার আশা, লালুজি দ্রুত সুস্থ হয়ে উঠবেন৷ আমাদের রাজনৈতিক পথ আলাদা হলেও আমি তাঁর অসুস্থতার খোঁজ রেখেছি৷ কিন্তু এখন শুধুমাত্র সংবাদপত্রেই তাঁর খবর পাই৷‘‘
এ নিয়ে কথা বলার সময় লালুপুত্র তেজস্বীর প্রসঙ্গও তোলেন নীতীশ৷ তিনি বলেন, আগে ফোন করে লালুজির খবর নিতেন তিনি৷ কিন্তু পরে লালুর ছেলে তেজস্বীই বাবার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন৷ সেই সময় তেজস্বী নীতীশকে অপমানিত করেন৷ আর তারপর থেকেই নাকি পূর্বসূরির খবর জানতে নীতীশের ভরসা সংবাদপত্র! লালুপ্রসাদের দ্রুত আরোগ্য কামলা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
-
Very concerned about the health condition of @laluprasadrjd Ji. Wishing him a speedy and full recovery.
— Mamata Banerjee (@MamataOfficial) January 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Very concerned about the health condition of @laluprasadrjd Ji. Wishing him a speedy and full recovery.
— Mamata Banerjee (@MamataOfficial) January 24, 2021Very concerned about the health condition of @laluprasadrjd Ji. Wishing him a speedy and full recovery.
— Mamata Banerjee (@MamataOfficial) January 24, 2021
প্রসঙ্গত, বিহার পশুখাদ্য় মামলায় আপাতত সাজা কাটছেন লালু৷ সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন তিনি৷ অবস্থার অবনতি হওয়ায় রাঁচি থেকে তাঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷