ETV Bharat / bharat

Mohammad Faizal MP Restored: রাহুলের সাংসদ পদ খারিজ-বিতর্কের মাঝে লোকসভায় ফিরলেন মহম্মদ ফৈজল

author img

By

Published : Mar 29, 2023, 11:40 AM IST

Updated : Mar 29, 2023, 12:10 PM IST

রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল হওয়া নিয়ে উত্তাল রাজনৈতিক মহল ৷ এর আগে এবছরের 13 জানুয়ারি লাক্ষাদ্বীপের এনসিপি সাংসদের পদটি খারিজ হয় ৷ কিন্তু তাঁর বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলায় হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে (NCP Leader Mohammad Faizal) ৷

Mohammad Faizal
মহম্মদ ফৈজল

নয়াদিল্লি, 29 মার্চ: লোকসভার সাংসপদ ফিরে পেলেন মহম্মদ ফৈজল ৷ তিনি লাক্ষাদ্বীপে ন্যাশনাল কংগ্রেস পার্টির সাংসদ ৷ বুধবার সকালে লোকসভার সচিবলায় থেকে একটি নোটিশ জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ নোটিশে জানানো হয়েছে, এরনাকুলামে তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলায় স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে কেরল হাইকোর্ট ৷ তার ভিত্তিতেই সাংসদ পদ ফিরে পেলেন এনসিপি নেতা ৷ তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল ৷ এবছরের 13 জানুয়ারি 1951 সালের জনপ্রতিনিধি আইনে তাঁর লোকসভার সাংসদ পদ বাতিল করা হয়েছিল ৷ লোকসভার সচিবালয়ের মহাসচিব উৎপল কুমার সিং এই নোটিশটি জারি করেছেন (Mohammad Faizal disqualification from Lok Sabha revoked) ৷ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের কাছে এই ঘটনা তাৎপর্যপূর্ণ ৷

  • The Lok Sabha membership of Lakshadweep MP Mohammad Faizal restored by Lok Sabha Secretariat after the High court stayed his conviction in a criminal case. pic.twitter.com/gqQa4qj6xR

    — ANI (@ANI) March 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

The Lok Sabha membership of Lakshadweep MP Mohammad Faizal restored by Lok Sabha Secretariat after the High court stayed his conviction in a criminal case. pic.twitter.com/gqQa4qj6xR

— ANI (@ANI) March 29, 2023

আরও পড়ুন: সাংসদ পদ খারিজ করে বা জেলে পাঠিয়ে আমাকে চুপ করানো যাবে না, মোদি-আদানিকে নিশানা রাহুলের

জানুয়ারি মাসে দায়রা আদালত ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন মহম্মদ ফৈজল ৷ একটি খুনের মামলায় আদালত তাঁকে 10 বছরের জন্য কারাবাসের সাজা ঘোষণা করে ৷ তিনি এবং অন্য তিন জনের বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড-সহ 1 লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছিল কাভারাত্তির দায়রা আদালত ৷ 2019 সালে লোকসভা নির্বাচনের সময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি এম সৈয়দের জামাতা মহম্মদ সালিহকে খুনের অভিযোগ উঠেছিল ফৈজলের বিরুদ্ধে ৷ এরপরই 13 জানুয়ারি তাঁর সাংসদ পদ বাতিল করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ এরপর 18 জানুয়ারি লাক্ষাদ্বীপ লোকসভা কেন্দ্রের জন্য উপ-নির্বাচনের কথা ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন ৷

কাভারাত্তির দায়রা আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মহম্মদ ফৈজল কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন ৷ 25 জানুয়ারি আদালত এই মামলায় স্থগিতাদেশ জারি করে ৷ 30 জানুয়ারি এনসিপি প্রধান শরদ পাওয়ার (NCP chief Sharad Pawar) ওম বিড়লার সঙ্গে দেখা করে ফৈজলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার আবেদন জানান ৷ তিনি দু'বারের সাংসদ ৷ এবার শেষমেশ সাংসদ পদ ফিরে পেলেন এই এনসিপি নেতা ।

নয়াদিল্লি, 29 মার্চ: লোকসভার সাংসপদ ফিরে পেলেন মহম্মদ ফৈজল ৷ তিনি লাক্ষাদ্বীপে ন্যাশনাল কংগ্রেস পার্টির সাংসদ ৷ বুধবার সকালে লোকসভার সচিবলায় থেকে একটি নোটিশ জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ নোটিশে জানানো হয়েছে, এরনাকুলামে তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলায় স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে কেরল হাইকোর্ট ৷ তার ভিত্তিতেই সাংসদ পদ ফিরে পেলেন এনসিপি নেতা ৷ তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল ৷ এবছরের 13 জানুয়ারি 1951 সালের জনপ্রতিনিধি আইনে তাঁর লোকসভার সাংসদ পদ বাতিল করা হয়েছিল ৷ লোকসভার সচিবালয়ের মহাসচিব উৎপল কুমার সিং এই নোটিশটি জারি করেছেন (Mohammad Faizal disqualification from Lok Sabha revoked) ৷ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের কাছে এই ঘটনা তাৎপর্যপূর্ণ ৷

  • The Lok Sabha membership of Lakshadweep MP Mohammad Faizal restored by Lok Sabha Secretariat after the High court stayed his conviction in a criminal case. pic.twitter.com/gqQa4qj6xR

    — ANI (@ANI) March 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সাংসদ পদ খারিজ করে বা জেলে পাঠিয়ে আমাকে চুপ করানো যাবে না, মোদি-আদানিকে নিশানা রাহুলের

জানুয়ারি মাসে দায়রা আদালত ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন মহম্মদ ফৈজল ৷ একটি খুনের মামলায় আদালত তাঁকে 10 বছরের জন্য কারাবাসের সাজা ঘোষণা করে ৷ তিনি এবং অন্য তিন জনের বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড-সহ 1 লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছিল কাভারাত্তির দায়রা আদালত ৷ 2019 সালে লোকসভা নির্বাচনের সময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি এম সৈয়দের জামাতা মহম্মদ সালিহকে খুনের অভিযোগ উঠেছিল ফৈজলের বিরুদ্ধে ৷ এরপরই 13 জানুয়ারি তাঁর সাংসদ পদ বাতিল করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ এরপর 18 জানুয়ারি লাক্ষাদ্বীপ লোকসভা কেন্দ্রের জন্য উপ-নির্বাচনের কথা ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন ৷

কাভারাত্তির দায়রা আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মহম্মদ ফৈজল কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন ৷ 25 জানুয়ারি আদালত এই মামলায় স্থগিতাদেশ জারি করে ৷ 30 জানুয়ারি এনসিপি প্রধান শরদ পাওয়ার (NCP chief Sharad Pawar) ওম বিড়লার সঙ্গে দেখা করে ফৈজলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার আবেদন জানান ৷ তিনি দু'বারের সাংসদ ৷ এবার শেষমেশ সাংসদ পদ ফিরে পেলেন এই এনসিপি নেতা ।

Last Updated : Mar 29, 2023, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.