ETV Bharat / bharat

opposition protests in parliament over Lakhimpur Kheri: লখিমপুর খেরি নিয়ে উত্তাল সংসদ, সারাদিনের জন্য মুলতুবি উভয় কক্ষ

author img

By

Published : Dec 16, 2021, 3:46 PM IST

লখিমপুর খেরি নিয়ে উত্তাল হল সংসদ (opposition protests in parliament over Lakhimpur Kheri)৷ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ইস্তফার দাবিতে সরব হলেন রাহুল গান্ধি ৷ রাজ্যসভাতেও এই নিয়ে আলোচনা চায় বিরোধীরা (Massive protests in Parliament)৷ বিক্ষোভের কারণে সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায় অধিবেশন (both houses adjourned)৷

lakhimpur-kheri-violence massive-protests-in-parliament-both-houses-adjourned
লখিমপুর খেরি নিয়ে উত্তাল সংসদ, সারাদিনের জন্য মুলতুবি উভয় কক্ষ

নয়াদিল্লি, 16 ডিসেম্বর : লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র (Lakhimpur Kheri violence planned conspiracy) ৷ বিশেষ তদন্তকারী দল এই রিপোর্ট (SIT report on Lakhimpur Kheri) দেওয়ার একদিন পরই এই নিয়ে উত্তাল হল সংসদ (opposition protests in parliament over Lakhimpur Kheri) ৷ কেন্দ্রকে নিশানা করে দিনভর আক্রমণ শানালো বিরোধীরা ৷ লখিমপুর খেরির হিংসায় মূল অভিযুক্ত আশিস মিশ্র টেনির বাবা তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে সরব হয় কংগ্রেস ও অন্যান্য দলগুলি ৷ তুমুল বিক্ষোভের জেরে সারাদিনের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন (Lok Sabha adjourned)৷

লখিমপুর খেরির ঘটনা নিয়ে আলোচনা চেয়ে আজ রাজ্যসভায় (Rajya Sabha Lakhimpur Kheri) মুলতুবি প্রস্তাব পেশ করেন কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুদা (Congress MP Deepender Singh Hooda)৷ এই নিয়ে আলোচনা চেয়ে লোকসভায় (Lakhimpur Kheri and Lok Sabha) সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ইস্তফা দাবি করে রাহুল (Rahul Gandhi on Lakhimpur Kheri) বলেন, লখিমপুর খেরিতে যে হত্যাকাণ্ড হয়েছে তা নিয়ে তাঁকে বলতে অনুমতি দেওয়া উচিত ৷ রাগার কথায়, "মন্ত্রী ওই ঘটনায় জড়িত এবং বলা হচ্ছে যে এটা একটা ষড়যন্ত্র ৷ যে মন্ত্রী কৃষকদের হত্যা করেছে, তাঁর হয় ইস্তফা দেওয়া উচিত, নয়তো তাঁকে শাস্তি দেওয়া উচিত ৷"

আরও পড়ুন: SIT on Lakhimpur Kheri: লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র, আদালতে জানাল সিট

সংসদের উভয় কক্ষে অধিবেশন শুরু হতেই হই-হট্টগোল শুরু করে বিরোধীরা ৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিরোধী দলগুলি ৷ প্ল্যাকার্ডে লেখা ছিল, "মোদি, টেনি কো বরখাস্ত করো ৷" তুমুল বিক্ষোভের জেরে প্রথমে দুটো পর্যন্ত এরপর সারাদিনের জন্য মুলতুবি করে দিতে হয় অধিবেশন ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : লখিমপুরের ঘটনায় পাঁচজনের ছবি প্রকাশ সিটের, সাধারণ মানুষের কাছে পরিচয় জানাতে আর্জি

রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বলেন, এই বিষয়ে আলোচনার জন্য কক্ষের কাজকর্ম বন্ধ রাখার তিনি অনুমতি দেবেন না ৷ রাজ্যসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে এই নিয়ে বলতে উঠলে তাঁকে থামিয়ে দেন বেঙ্কাইয়া নাইডু ৷ দুই কক্ষেই আলোচনার দাবিকে খারিজ করার যুক্তি হিসেবে সরকারের তরফে বলা হয়, বিচারাধীন কোনও বিষয় নিয়ে আলোচনা করা যাবে না ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে বিচারপতি নিয়োগে যোগী সরকারকে 15 নভেম্বর পর্যন্ত সময় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, 16 ডিসেম্বর : লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র (Lakhimpur Kheri violence planned conspiracy) ৷ বিশেষ তদন্তকারী দল এই রিপোর্ট (SIT report on Lakhimpur Kheri) দেওয়ার একদিন পরই এই নিয়ে উত্তাল হল সংসদ (opposition protests in parliament over Lakhimpur Kheri) ৷ কেন্দ্রকে নিশানা করে দিনভর আক্রমণ শানালো বিরোধীরা ৷ লখিমপুর খেরির হিংসায় মূল অভিযুক্ত আশিস মিশ্র টেনির বাবা তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে সরব হয় কংগ্রেস ও অন্যান্য দলগুলি ৷ তুমুল বিক্ষোভের জেরে সারাদিনের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন (Lok Sabha adjourned)৷

লখিমপুর খেরির ঘটনা নিয়ে আলোচনা চেয়ে আজ রাজ্যসভায় (Rajya Sabha Lakhimpur Kheri) মুলতুবি প্রস্তাব পেশ করেন কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুদা (Congress MP Deepender Singh Hooda)৷ এই নিয়ে আলোচনা চেয়ে লোকসভায় (Lakhimpur Kheri and Lok Sabha) সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ইস্তফা দাবি করে রাহুল (Rahul Gandhi on Lakhimpur Kheri) বলেন, লখিমপুর খেরিতে যে হত্যাকাণ্ড হয়েছে তা নিয়ে তাঁকে বলতে অনুমতি দেওয়া উচিত ৷ রাগার কথায়, "মন্ত্রী ওই ঘটনায় জড়িত এবং বলা হচ্ছে যে এটা একটা ষড়যন্ত্র ৷ যে মন্ত্রী কৃষকদের হত্যা করেছে, তাঁর হয় ইস্তফা দেওয়া উচিত, নয়তো তাঁকে শাস্তি দেওয়া উচিত ৷"

আরও পড়ুন: SIT on Lakhimpur Kheri: লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র, আদালতে জানাল সিট

সংসদের উভয় কক্ষে অধিবেশন শুরু হতেই হই-হট্টগোল শুরু করে বিরোধীরা ৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিরোধী দলগুলি ৷ প্ল্যাকার্ডে লেখা ছিল, "মোদি, টেনি কো বরখাস্ত করো ৷" তুমুল বিক্ষোভের জেরে প্রথমে দুটো পর্যন্ত এরপর সারাদিনের জন্য মুলতুবি করে দিতে হয় অধিবেশন ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : লখিমপুরের ঘটনায় পাঁচজনের ছবি প্রকাশ সিটের, সাধারণ মানুষের কাছে পরিচয় জানাতে আর্জি

রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বলেন, এই বিষয়ে আলোচনার জন্য কক্ষের কাজকর্ম বন্ধ রাখার তিনি অনুমতি দেবেন না ৷ রাজ্যসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে এই নিয়ে বলতে উঠলে তাঁকে থামিয়ে দেন বেঙ্কাইয়া নাইডু ৷ দুই কক্ষেই আলোচনার দাবিকে খারিজ করার যুক্তি হিসেবে সরকারের তরফে বলা হয়, বিচারাধীন কোনও বিষয় নিয়ে আলোচনা করা যাবে না ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে বিচারপতি নিয়োগে যোগী সরকারকে 15 নভেম্বর পর্যন্ত সময় সুপ্রিম কোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.