ETV Bharat / bharat

বিরলতম ঘটনা ! অ্যাম্বুলেন্সের মধ্যেই 4 সন্তানের জন্ম দিলেন মহিলা - একসঙ্গে চার সন্তানের জন্ম

Quadruplets Birth: বিরলতম ঘটনার সাক্ষী থাকল অসমের তিনসুকিয়া ৷ একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক মহিলা ৷ চার সদ্যোজাতই মেয়ে বলে জানা গিয়েছে ৷ ঘরে চার লক্ষ্মী আসায় খুশি ওই দম্পতি ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 10:35 PM IST

Updated : Dec 23, 2023, 9:46 AM IST

তিনসুকিয়া, 22 ডিসেম্বর: সন্তানের জন্ম যে কোনও দম্পতির কাছে অত্যন্ত আনন্দের বিষয় ৷ এটি একটি পরিবারকে সম্পূর্ণ করে । কিছু কিছু ক্ষেত্রে যমজ শিশুর জন্ম হলে আনন্দ দ্বিগুণ হয়ে যায় । একসঙ্গে তিনজন বাচ্চার জন্ম দেওয়া বিরল হিসেবে ধরা হয় ৷ তবে বর্তমানে এমনটা প্রায়ই দেখা যায় ৷ কিন্তু একই সঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ার কথা সাধারণত শোনা যায় না ? চিকিৎসা ইতিহাসে বিরল ঘটনাগুলির মধ্যে বিরলতম ঘটনা । পরিসংখ্যান বলছে 7 লক্ষের মধ্যে মাত্র এক জন মহিলা একই সঙ্গে চার জন সন্তানের জন্ম দিয়ে থাকেন ৷

শুক্রবার এমনই বিরল ঘটনা ঘটেছে অসমের তিনসুকিয়া জেলায় ৷ এক মহিলা এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। তাও আবার হাসপাতালে নয় ৷ তিনসুকিয়া জেলার সাইখোয়া ধলা থেকে ওই গর্ভবতী মহিলা হাসপাতাল যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যে চারটি সন্তানের জন্ম দিয়েছেন । চার সদ্যোজাতই মেয়ে বলে জানা গিয়েছে ৷ তবে প্রত্যেকেই সুস্থ রয়েছে ৷

সাইখোয়ার নৌকাটা গ্রামের রনজিত বেইজের স্ত্রী জিনিফার প্রসব বেদনা দেখা দিলে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডাকা হয় ৷ একটি 108 অ্যাম্বুলেন্সে ডুম ডুমায় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় । তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের মধ্যেই চার সন্তানের জন্ম দেন জিনিফা । অ্যাম্বুলেন্সের চালক জানান, মা-সহ চার মেয়ে বর্তমানে ভালো আছে । তাদের ডুম ডুমা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চার সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের কর্মচারীদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে কৌতূহল জাগে ৷ মা ও মেয়েদের দেখতে ডুম ডুমা হাসপাতাল প্রাঙ্গণে ভিড় জমাতে দেখা যায় তাদের।

আরও পড়ুন :

1 জন্ম একসঙ্গে, জাতীয় তাইকোন্ডো প্রতিযোগিতায় একসঙ্গেই রুপো জিতল আসানসোলের তিন বোন

2 একইসঙ্গে তিন সন্তানের বাবা হলেন 62 বছরের বৃদ্ধ

3 একসঙ্গে তিন শিশুর জন্ম, খুশির হাওয়া পরিবারে

তিনসুকিয়া, 22 ডিসেম্বর: সন্তানের জন্ম যে কোনও দম্পতির কাছে অত্যন্ত আনন্দের বিষয় ৷ এটি একটি পরিবারকে সম্পূর্ণ করে । কিছু কিছু ক্ষেত্রে যমজ শিশুর জন্ম হলে আনন্দ দ্বিগুণ হয়ে যায় । একসঙ্গে তিনজন বাচ্চার জন্ম দেওয়া বিরল হিসেবে ধরা হয় ৷ তবে বর্তমানে এমনটা প্রায়ই দেখা যায় ৷ কিন্তু একই সঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ার কথা সাধারণত শোনা যায় না ? চিকিৎসা ইতিহাসে বিরল ঘটনাগুলির মধ্যে বিরলতম ঘটনা । পরিসংখ্যান বলছে 7 লক্ষের মধ্যে মাত্র এক জন মহিলা একই সঙ্গে চার জন সন্তানের জন্ম দিয়ে থাকেন ৷

শুক্রবার এমনই বিরল ঘটনা ঘটেছে অসমের তিনসুকিয়া জেলায় ৷ এক মহিলা এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। তাও আবার হাসপাতালে নয় ৷ তিনসুকিয়া জেলার সাইখোয়া ধলা থেকে ওই গর্ভবতী মহিলা হাসপাতাল যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যে চারটি সন্তানের জন্ম দিয়েছেন । চার সদ্যোজাতই মেয়ে বলে জানা গিয়েছে ৷ তবে প্রত্যেকেই সুস্থ রয়েছে ৷

সাইখোয়ার নৌকাটা গ্রামের রনজিত বেইজের স্ত্রী জিনিফার প্রসব বেদনা দেখা দিলে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডাকা হয় ৷ একটি 108 অ্যাম্বুলেন্সে ডুম ডুমায় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় । তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের মধ্যেই চার সন্তানের জন্ম দেন জিনিফা । অ্যাম্বুলেন্সের চালক জানান, মা-সহ চার মেয়ে বর্তমানে ভালো আছে । তাদের ডুম ডুমা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চার সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের কর্মচারীদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে কৌতূহল জাগে ৷ মা ও মেয়েদের দেখতে ডুম ডুমা হাসপাতাল প্রাঙ্গণে ভিড় জমাতে দেখা যায় তাদের।

আরও পড়ুন :

1 জন্ম একসঙ্গে, জাতীয় তাইকোন্ডো প্রতিযোগিতায় একসঙ্গেই রুপো জিতল আসানসোলের তিন বোন

2 একইসঙ্গে তিন সন্তানের বাবা হলেন 62 বছরের বৃদ্ধ

3 একসঙ্গে তিন শিশুর জন্ম, খুশির হাওয়া পরিবারে

Last Updated : Dec 23, 2023, 9:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.