উন্নাও (উত্তরপ্রদেশ), 16 জানুয়ারি : উন্নাওয়ের ধর্ষিতার মা আশা সিংকে (Unnao rape victims mother Asha Singh) উন্নাও সদর আসন থেকে ভোটে লড়ার টিকিট দিয়েছে কংগ্রেস ৷ এই সিদ্ধান্তের জন্য উত্তরপ্রদেশ নির্বাচনে (Uttar Pradesh Assembly Election 2022) কংগ্রেসের দায়িত্বে থাকা দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিকে (Kuldeep Sengars daughter slams Priyanka Gandhi) একহাত নিলেন উন্নাও ধর্ষণে সাজা পাওয়া প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের কন্যা ঐশ্বর্য (Kuldeep Singh Sengar daughter) ৷ সোনিয়া-কন্যার উদ্দেশে তাঁর বার্তা, "সমাজ আপনাকে ক্ষমা করবে না ৷"
মাখি গ্রামের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে 2019 সালের ডিসেম্বর মাসে যাবজ্জীবনের সাজা দেওয়া হয় কুলদীপ সেঙ্গারকে ৷ 2017 সালে এই ধর্ষণ মামলা তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশে ৷ বৃহস্পতিবার উত্তরপ্রদেশ নির্বাচনের যে প্রার্থী তালিকা কংগ্রেস প্রকাশ করেছে, সেখানে উন্নাও বিধানসভা আসনের প্রার্থী হিসেবে দেখা গিয়েছে ধর্ষিতার মা আশা সিংয়ের নাম ৷ এরপরই শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিয়ো (Viral Video of Aishwarya Sengar) ৷ সেখানেই কংগ্রেসের এই সিদ্ধান্তের সমালোচনা করতে দেখা গিয়েছে কুলদীর সেঙ্গারের কন্যা ঐশ্বর্যকে ৷
ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, "প্রিয়াঙ্কা গান্ধিজি, আপনি এই যে রাজনৈতিক পদক্ষেপটি নিয়েছেন, সেটা খুব জোরালো হতে পারে ৷ আমি রাজনীতি বুঝি না ৷ তবে সমাজের ধর্ম ও নৈতিকতা আপনাকে ক্ষমা করবে না ৷"
কংগ্রেসের প্রার্থী আশা সিংয়ের বিরুদ্ধে একটি মামলাও চলছে বলে দাবি করেছেন ঐশ্বর্য ৷ তিনি বলেন, ট্রান্সফার সার্টিফিকেট ও মার্কশিট প্রতারণা করার অভিযোগ রয়েছে ধর্ষিতার মায়ের বিরুদ্ধে ৷ তাঁর দাবি, "আপনার উন্নাওয়ের প্রার্থীর বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা দায়ের রয়েছে ৷ যে রাজনীতি একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে, তা মেনে নেবে না উন্নাও ৷ আপনি 10 মার্চ তার ফল দেখতে পাবেন ৷ উন্নাওয়ের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে ও সবসময় থাকবে ৷"
আরও পড়ুন : Uttar Pradesh Assembly Election 2022 : উত্তরপ্রদেশ নিয়ে কোর কমিটির বৈঠক অমিত শাহের, চলল 10 ঘণ্টা
2018 সালে উন্নাওয়ের ধর্ষিতার বাবার মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দায়ের করা দুই মামলায় 2020 সালের মার্চে সেঙ্গার, তাঁর ভাই অতুল সিং ও আরও পাঁচজনকে 10 বছরের কারাদণ্ড দিয়েছিল একটি বিশেষ আদালত ৷