ETV Bharat / bharat

কৃষ্ণ জন্মভূমি মামলা: অ্যাডভোকেট কমিশনার নিয়োগে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ

মথুরার কৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন শাহী ইদগাহে আদালতের তত্ত্বাবধানে সমীক্ষা চালানোর জন্য এলাহাবাদ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তা বাস্তবায়নে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 1:43 PM IST

Updated : Jan 16, 2024, 3:00 PM IST

নয়াদিল্লি, 16 জানুয়ারি: কৃষ্ণ জন্মভূমি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ৷ শাহী ইদগাহ মসজিদ পরিদর্শনের জন্য একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ আজ সেই নির্দেশের বাস্তবায়ন স্থগিত করেছে শীর্ষ আদালত ।

বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিষয়টি বিবেচনার জন্য গ্রহণ করেছে । বিচারপতি খান্না শুনানির সময় পর্যবেক্ষণ করেন যে, তাঁর এই নিয়ে ধন্ধ রয়েছে । হিন্দু পক্ষের আইনজীবী শ্যাম ডিভানকে বিচারপতি খান্না বলেন, "আবেদন খুবই অস্পষ্ট, এটি সুনির্দিষ্ট হতে হবে ৷ আপনি আবেদন নির্ধারণের জন্য আদালতের উপর সবটা ছেড়ে দিতে পারবেন না । আপনি যা চান সেই আবেদনে আপনি সবার প্রার্থনা করতে পারবেন না ৷"

এ বিষয়ে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত ৷ সেই নোটিশের জবাব আগামী 23 জানুয়ারির মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ আদালত আরও বলেছে যে, আসমা লতিফের রায়ের ভিত্তিতে বিবেচনা করার জন্য কিছু আইনি জটিলতা দেখা দিয়েছে । সর্বোচ্চ আদালত বলেছে যে, হাইকোর্টে শুনানি চলতে পারে, তবে কমিশন এখনই কার্যকর করা হবে না ।

মুসলিম পক্ষের প্রতিনিধিত্বকারী এক আইনজীবী সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে, একটি দেওয়ানি মামলার রক্ষণাবেক্ষণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল এবং সেই ভিত্তিতে অন্তর্বর্তীকালীন স্বস্তি প্রদানের বিরোধিতা করা হয় । ওই আইনজীবী আরও বলেন যে, তারপরে ট্রায়াল কোর্ট অন্তর্বর্তীকালীন স্বস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে, অন্তত প্রাথমিক ভাবে তাঁকে মামলার রক্ষণাবেক্ষণের বিষয়ে সন্তুষ্ট থাকতে হবে ।

বিচারপতি খান্না বলেন, আইনি সমস্যা রয়েছে এবং স্থানীয় কমিশনারের আবেদন খুবই অস্পষ্ট । বেঞ্চ উল্লেখে করেছে, "একটি আবেদন এইভাবে করা যেতে পারে । তৃতীয় দিকটি হ'ল স্থানান্তর... ৷ আমরা অপ্রীতিকর নির্দেশটি স্থগিত করছি ৷"

আরও পড়ুন:

  1. কৃষ্ণ জন্মভূমি জমি বিতর্ক: মথুরার শাহি ইদগাহের সার্ভের অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট
  2. কৃষ্ণ জন্মভূমি ও শাহি ইদগাহ মসজিদ বিবাদ মামলা, ফের এলাহাবাদ হাইকোর্টের থেকে নথি চাইল সুপ্রিম কোর্ট
  3. মথুরায় কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন ইদগাহে জমি জরিপের নির্দেশ আদালতের

নয়াদিল্লি, 16 জানুয়ারি: কৃষ্ণ জন্মভূমি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ৷ শাহী ইদগাহ মসজিদ পরিদর্শনের জন্য একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ আজ সেই নির্দেশের বাস্তবায়ন স্থগিত করেছে শীর্ষ আদালত ।

বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিষয়টি বিবেচনার জন্য গ্রহণ করেছে । বিচারপতি খান্না শুনানির সময় পর্যবেক্ষণ করেন যে, তাঁর এই নিয়ে ধন্ধ রয়েছে । হিন্দু পক্ষের আইনজীবী শ্যাম ডিভানকে বিচারপতি খান্না বলেন, "আবেদন খুবই অস্পষ্ট, এটি সুনির্দিষ্ট হতে হবে ৷ আপনি আবেদন নির্ধারণের জন্য আদালতের উপর সবটা ছেড়ে দিতে পারবেন না । আপনি যা চান সেই আবেদনে আপনি সবার প্রার্থনা করতে পারবেন না ৷"

এ বিষয়ে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত ৷ সেই নোটিশের জবাব আগামী 23 জানুয়ারির মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ আদালত আরও বলেছে যে, আসমা লতিফের রায়ের ভিত্তিতে বিবেচনা করার জন্য কিছু আইনি জটিলতা দেখা দিয়েছে । সর্বোচ্চ আদালত বলেছে যে, হাইকোর্টে শুনানি চলতে পারে, তবে কমিশন এখনই কার্যকর করা হবে না ।

মুসলিম পক্ষের প্রতিনিধিত্বকারী এক আইনজীবী সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে, একটি দেওয়ানি মামলার রক্ষণাবেক্ষণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল এবং সেই ভিত্তিতে অন্তর্বর্তীকালীন স্বস্তি প্রদানের বিরোধিতা করা হয় । ওই আইনজীবী আরও বলেন যে, তারপরে ট্রায়াল কোর্ট অন্তর্বর্তীকালীন স্বস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে, অন্তত প্রাথমিক ভাবে তাঁকে মামলার রক্ষণাবেক্ষণের বিষয়ে সন্তুষ্ট থাকতে হবে ।

বিচারপতি খান্না বলেন, আইনি সমস্যা রয়েছে এবং স্থানীয় কমিশনারের আবেদন খুবই অস্পষ্ট । বেঞ্চ উল্লেখে করেছে, "একটি আবেদন এইভাবে করা যেতে পারে । তৃতীয় দিকটি হ'ল স্থানান্তর... ৷ আমরা অপ্রীতিকর নির্দেশটি স্থগিত করছি ৷"

আরও পড়ুন:

  1. কৃষ্ণ জন্মভূমি জমি বিতর্ক: মথুরার শাহি ইদগাহের সার্ভের অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট
  2. কৃষ্ণ জন্মভূমি ও শাহি ইদগাহ মসজিদ বিবাদ মামলা, ফের এলাহাবাদ হাইকোর্টের থেকে নথি চাইল সুপ্রিম কোর্ট
  3. মথুরায় কৃষ্ণ জন্মভূমি সংলগ্ন ইদগাহে জমি জরিপের নির্দেশ আদালতের
Last Updated : Jan 16, 2024, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.