ETV Bharat / bharat

Kolkata Police: সিওয়ান থেকে ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার কলকাতা পুলিশের - ধর্ষণের অভিযুক্তকে গ্রেফতার কলকাতা পুলিশের

কয়েক মাস ধরে পলাতক ছিল ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় শর্মা ৷ তাকে সিওয়ান থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Rape accused arrested from Siwan) । একটি জাগরণে অংশ নিতে কলকাতা থেকে সিওয়ানে আসে অভিযুক্ত ৷ তারপরেই ফাঁদ পেতে তাকে ধরে ফেলে কলকাতা পুলিশ ।

Rape accused
Rape accused
author img

By

Published : Dec 19, 2022, 1:16 PM IST

সিওয়ান, 19 ডিসেম্বর: ভিনরাজ্যে গিয়ে ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷ বিহারের সিওয়ান থেকে অভিযুক্ত সঞ্জয় শর্মাকে গ্রেফতার করে পুলিশ আধিকারিকরা (Kolkata Police arrested rape accused) । অভিযুক্ত একটি জাগরণে অংশ নিতে কলকাতা থেকে সিওয়ানে যায় ৷ এরপরেই খবর পেয়ে সেখানে পৌঁছে কলকাতা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ।

জানা গিয়েছে, রবিবার রাতে সেখানকার সবজি বাজারে জাগরণ চলছিল । যেটিতে যোগ দিতে কলকাতা থেকে সিওয়ানে পৌঁছন সঞ্জয় শর্মা । কলকাতা পুলিশ (Kolkata Police) আগে থেকে সেখানে লুকিয়ে ছিল ৷ কর্মসূচি শেষে অভিযুক্ত বের হতেই পুলিশ তাকে ধরে ফেলে । সঞ্জয় শর্মাকে গ্রেফতার করতে কলকাতা থেকে সিওয়ানে যায় 8 সদস্যের একটি পুলিশের দল । অভিযুক্ত সঞ্জয় শর্মাকে সোমবার সেখানকার আদালতে পেশ করা হবে ৷ তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতা আনার জন্য আবেদন করবে কলকাতা পুলিশ ।

আরও পড়ুন: কুকুরকে ধর্ষণ ! শিলিগুড়িতে গ্রেফতার অভিযুক্ত

সূত্রের খবর, কলকাতায় একটি ধর্ষণের ঘটনা ঘটেছে । সেই ঘটনার প্রধান অভিযুক্ত হলেন সঞ্জয় শর্মা । কলকাতায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে । এই ঘটনায় পুলিশ কয়েক মাস ধরেই তাকে খুঁজছিল । এরপরেই বিহার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ৷

সিওয়ান, 19 ডিসেম্বর: ভিনরাজ্যে গিয়ে ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷ বিহারের সিওয়ান থেকে অভিযুক্ত সঞ্জয় শর্মাকে গ্রেফতার করে পুলিশ আধিকারিকরা (Kolkata Police arrested rape accused) । অভিযুক্ত একটি জাগরণে অংশ নিতে কলকাতা থেকে সিওয়ানে যায় ৷ এরপরেই খবর পেয়ে সেখানে পৌঁছে কলকাতা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ।

জানা গিয়েছে, রবিবার রাতে সেখানকার সবজি বাজারে জাগরণ চলছিল । যেটিতে যোগ দিতে কলকাতা থেকে সিওয়ানে পৌঁছন সঞ্জয় শর্মা । কলকাতা পুলিশ (Kolkata Police) আগে থেকে সেখানে লুকিয়ে ছিল ৷ কর্মসূচি শেষে অভিযুক্ত বের হতেই পুলিশ তাকে ধরে ফেলে । সঞ্জয় শর্মাকে গ্রেফতার করতে কলকাতা থেকে সিওয়ানে যায় 8 সদস্যের একটি পুলিশের দল । অভিযুক্ত সঞ্জয় শর্মাকে সোমবার সেখানকার আদালতে পেশ করা হবে ৷ তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতা আনার জন্য আবেদন করবে কলকাতা পুলিশ ।

আরও পড়ুন: কুকুরকে ধর্ষণ ! শিলিগুড়িতে গ্রেফতার অভিযুক্ত

সূত্রের খবর, কলকাতায় একটি ধর্ষণের ঘটনা ঘটেছে । সেই ঘটনার প্রধান অভিযুক্ত হলেন সঞ্জয় শর্মা । কলকাতায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে । এই ঘটনায় পুলিশ কয়েক মাস ধরেই তাকে খুঁজছিল । এরপরেই বিহার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.