ETV Bharat / bharat

মদ্যপের রাগের আগুনে পুড়ে মরল একই পরিবারের 6 জন

মদ্যপ এক ব্যক্তি এরাভারা বোজা রাগের বসে এরাভারা মঞ্জুর বাড়িতে আগুন লাগিয়ে দেয় ৷ ঘটনায় বিশ্বাস (3), প্রকাশ(7), বিশ্বাস(6) এর মৃত্যু হয়েছে হাসপাতালে এবং প্রার্থনা (6), সীতা(40), বেবী(45)-র মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে ৷

কোডাগুতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের 6 জনের
কোডাগুতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের 6 জনের
author img

By

Published : Apr 3, 2021, 12:28 PM IST

Updated : Apr 3, 2021, 1:14 PM IST

মাইশোর, 3মার্চ : এক মদ্যপের রাগের জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের 6 জনের ৷ কোডাগু জেলার কানুরু এলাকার ঘটনা ৷ একজন মদ্যপ ব্যক্তি বাইরে থেকে দরজা বন্ধ করে বাড়িটিতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ ৷ পরিবারের আট সদস্যের মধ্যে 3 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷ বাকি 5 জনকে মাইশোরের কেআর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কোডাগু এসপির তরফে জানানো হয়েছে, হাসপাতালে আরও 3 জনের মৃত্যু হয়েছে ৷ বাকি 2 জন চিকিৎসাধীন ৷

জানা গিয়েছে ,মদ্যপ ওই ব্যক্তির নাম এরাভারা বোজা ৷ রাগের বসে তিনি এরাভারা মঞ্জুর বাড়িতে আগুন লাগিয়ে দেয় ৷ ঘটনায় বিশ্বাস (3), প্রকাশ(7), বিশ্বাস(6)-এর মৃত্যু হয়েছে হাসপাতালে এবং প্রার্থনা(6), সীতা(40), বেবী(45)-র মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে ৷

আরও পড়ুন: বাড়ছে সংক্রমণ; জিম, সুইমিং পুল বন্ধ হল কর্নাটকে

সূত্রের খবর, অভিযুক্ত এরাভারা বোজা গতকাল রাত 2টো নাগাদ মদ্যপ অবস্থায় ঘটনাস্থলে পৌছায় ৷ এরপর এরাভারা মঞ্জুর বাড়ির সব জানলা বাইরে থেকে বন্ধ করে দেয় সে ৷ এবং ছাদে উঠে টালি সরিয়ে উপর থেকে ঘরের ভিতর পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দেয় এরাভারা বোজা ৷ সেই সময় এই পরিবারের সকলেই ঘুমিয়ে ছিলেন ৷ এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বোজা ৷ পুলিশ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে ৷

মাইশোর, 3মার্চ : এক মদ্যপের রাগের জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের 6 জনের ৷ কোডাগু জেলার কানুরু এলাকার ঘটনা ৷ একজন মদ্যপ ব্যক্তি বাইরে থেকে দরজা বন্ধ করে বাড়িটিতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ ৷ পরিবারের আট সদস্যের মধ্যে 3 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷ বাকি 5 জনকে মাইশোরের কেআর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কোডাগু এসপির তরফে জানানো হয়েছে, হাসপাতালে আরও 3 জনের মৃত্যু হয়েছে ৷ বাকি 2 জন চিকিৎসাধীন ৷

জানা গিয়েছে ,মদ্যপ ওই ব্যক্তির নাম এরাভারা বোজা ৷ রাগের বসে তিনি এরাভারা মঞ্জুর বাড়িতে আগুন লাগিয়ে দেয় ৷ ঘটনায় বিশ্বাস (3), প্রকাশ(7), বিশ্বাস(6)-এর মৃত্যু হয়েছে হাসপাতালে এবং প্রার্থনা(6), সীতা(40), বেবী(45)-র মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে ৷

আরও পড়ুন: বাড়ছে সংক্রমণ; জিম, সুইমিং পুল বন্ধ হল কর্নাটকে

সূত্রের খবর, অভিযুক্ত এরাভারা বোজা গতকাল রাত 2টো নাগাদ মদ্যপ অবস্থায় ঘটনাস্থলে পৌছায় ৷ এরপর এরাভারা মঞ্জুর বাড়ির সব জানলা বাইরে থেকে বন্ধ করে দেয় সে ৷ এবং ছাদে উঠে টালি সরিয়ে উপর থেকে ঘরের ভিতর পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দেয় এরাভারা বোজা ৷ সেই সময় এই পরিবারের সকলেই ঘুমিয়ে ছিলেন ৷ এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বোজা ৷ পুলিশ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে ৷

Last Updated : Apr 3, 2021, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.