ETV Bharat / bharat

WFI President Brij Bhushan: অঢেল সম্পত্তির মালিক কুস্তি ফেডারেশনের বিতর্কিত সভাপতি ব্রিজভূষণ শরণ সিং - বাবরি মসজিদ ধ্বংসে নাম ব্রিজভূষণের

রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি (About WFI President) হিসেবে বিতর্কে জড়িয়েছেন ব্রিজভূষণ সিং ৷ বর্তমানে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে ৷ কিন্তু, ব্রিজভূষণ এই প্রথম বিতর্কে জড়ালেন না ৷ রাজনীতির শুরু থেকেই বিতর্ক তাঁর সঙ্গী ৷

Know About Wrestling Federation of India President ETV BHARAT
Know About Wrestling Federation of India President ETV BHARAT
author img

By

Published : Jan 22, 2023, 8:01 PM IST

নয়াদিল্লি, 22 জানুয়ারি: রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি পদ থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিজভূষণ শরণ সিংকে ৷ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তা এবং তাঁদের উপর মানসিক চাপ তৈরি করার অভিযোগ আনা হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে ৷ যে ঘটনায় 7 সদস্যের কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷ উল্লেখ্য, ব্রিজভূষণ সিং উত্তরপ্রদেশের গোন্ডা জেলার কেশরগঞ্জ লোকসভার বিজেপি সাংসদ ৷ জেনে নেওয়া যাক যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং সম্পর্কে আরও কিছু তথ্য (Know About Wrestling Federation of India President) ৷

পরিবারের সকলেই জনপ্রতিনিধি

ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ এই প্রথমবার নয় ৷ একাধিকবার তিনি বিতর্কে জড়িয়েছেন ৷ 1989 সালে প্রথম রাজনীতিতে আসা ব্রিজভূষণ 6 বারের সাংসদ ৷ তাঁর স্ত্রী কেতকি সিং একবার সাংসদ এবং জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন ৷ এমনকী তাঁর ছেলে প্রতীক সিং গোন্ডা সদর বিধানসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হয়েছেন বিজেপির হয়ে ৷

Know About Wrestling Federation of India President ETV BHARAT
ব্রিজভূষণ শরণ সিংয়ের নির্বাচনী প্রচার

বেহিসেবি সম্পত্তির মালিক ব্রিজভূষণ শরণ সিং

উত্তরপ্রদেশের রাজনীতিতে বলা হয়, ব্রিজভূষণ শরণ সিং অঢেল সম্পত্তির মালিক ৷ তাঁর নামে 54টি কলেজ এবং স্কুল রয়েছে ৷ এমনকি নার্সিং কলেজও চালান তিনি ৷ আর সেই সংস্থাগুলির সবক’টিতে তিনি অথবা তাঁর পরিবারের কোনও সদস্য সভাপতি এবং সঞ্চালক পদে রয়েছেন ৷ ব্রিজভূষণ শরণ সিং একাধিক হোটেল ব্যবসার সঙ্গেও যুক্ত বলে জানা গিয়েছে ৷ গোন্ডা জেলা ও লখনউয়ে ব্রিজভূষণের বহু স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে ৷ এমনকী তাঁর ব্যক্তিগত একটি হেলিকপ্টার রয়েছে বলে শোনা যায় ৷

Know About Wrestling Federation of India President ETV BHARAT
ব্যক্তিগত হেলিকপ্টারে সফর ব্রিজভূষণ শরণ সিংয়ের

আরও পড়ুন: ডব্লিউএফআই-এর বার্ষিক সভা বাতিল, ব্রিজভূষণের অপসারণ নিয়ে তৈরি সংশয়

অস্ত্র সংগ্রহের সখ রাখেন ব্রিজভূষণ শরণ সিং

ব্রিজভূষণ শরণ সিংয়ে অস্ত্র সংগ্রহ করে রাখার শখ রয়েছে ৷ নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর কাছে একটি পিস্তল, একটি রাইফেল ও একটি রিপিটার রয়েছে ৷ এমনকী তাঁর স্ত্রীর নামেও একটি রাইফেল এবং রিপিটার রয়েছে ৷ 2011 সাল থেকে একটানা রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি পদে বহাল রয়েছেন ব্রিজভূষণ শরণ সিং ৷ মূলত ছাত্র রাজনীতি থেকেই তাঁর উত্থানের শুরু ৷ সত্তরের দশকে অযোধ্যার এস সাকেত কলেজের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ব্রিজভূষণ শরণ সিং ৷ তাঁর বাবা চন্দ্রভান শরণ সিং কংগ্রেস করতেন ৷

Know About Wrestling Federation of India President ETV BHARAT
ব্রিজভূষণ শরণ সিংয়ের ব্যক্তিগত হেলিকপ্টার

বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্তদের তালিকায় ছিল নাম

Know About Wrestling Federation of India President ETV BHARAT
ব্রিজভূষণ সিংয়ের ঘোড়া

বাবরি মসজিদ ভাঙার ঘটনায় লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর জোশী এবং কল্যাণ সিংদের-সহ যে 40 জনের নামে মামলা দায়ের হয়েছিল, তাঁদের মধ্যে একজন ছিলেন ব্রিজভূষণ শরণ সিং ৷ যদিও, 2020 সালের 30 সেপ্টেম্বর সিবিআই-এর বিশেষ আদালত সকলকে বেকসুর খালাস করে দেয় ৷ ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ব্রিজভূষণ শরণ সিং পরিচিতি লাভ করেন বাবরি মসজিদের ঘটনার পরে ৷ এবার তাঁর নাম জড়াল জাতীয় স্তরের মহিলা কুস্তিগীরদের যৌন এবং মানসিকভাবে হেনস্থা অভিযোগে ৷

নয়াদিল্লি, 22 জানুয়ারি: রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি পদ থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিজভূষণ শরণ সিংকে ৷ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তা এবং তাঁদের উপর মানসিক চাপ তৈরি করার অভিযোগ আনা হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে ৷ যে ঘটনায় 7 সদস্যের কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷ উল্লেখ্য, ব্রিজভূষণ সিং উত্তরপ্রদেশের গোন্ডা জেলার কেশরগঞ্জ লোকসভার বিজেপি সাংসদ ৷ জেনে নেওয়া যাক যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং সম্পর্কে আরও কিছু তথ্য (Know About Wrestling Federation of India President) ৷

পরিবারের সকলেই জনপ্রতিনিধি

ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ এই প্রথমবার নয় ৷ একাধিকবার তিনি বিতর্কে জড়িয়েছেন ৷ 1989 সালে প্রথম রাজনীতিতে আসা ব্রিজভূষণ 6 বারের সাংসদ ৷ তাঁর স্ত্রী কেতকি সিং একবার সাংসদ এবং জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন ৷ এমনকী তাঁর ছেলে প্রতীক সিং গোন্ডা সদর বিধানসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হয়েছেন বিজেপির হয়ে ৷

Know About Wrestling Federation of India President ETV BHARAT
ব্রিজভূষণ শরণ সিংয়ের নির্বাচনী প্রচার

বেহিসেবি সম্পত্তির মালিক ব্রিজভূষণ শরণ সিং

উত্তরপ্রদেশের রাজনীতিতে বলা হয়, ব্রিজভূষণ শরণ সিং অঢেল সম্পত্তির মালিক ৷ তাঁর নামে 54টি কলেজ এবং স্কুল রয়েছে ৷ এমনকি নার্সিং কলেজও চালান তিনি ৷ আর সেই সংস্থাগুলির সবক’টিতে তিনি অথবা তাঁর পরিবারের কোনও সদস্য সভাপতি এবং সঞ্চালক পদে রয়েছেন ৷ ব্রিজভূষণ শরণ সিং একাধিক হোটেল ব্যবসার সঙ্গেও যুক্ত বলে জানা গিয়েছে ৷ গোন্ডা জেলা ও লখনউয়ে ব্রিজভূষণের বহু স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে ৷ এমনকী তাঁর ব্যক্তিগত একটি হেলিকপ্টার রয়েছে বলে শোনা যায় ৷

Know About Wrestling Federation of India President ETV BHARAT
ব্যক্তিগত হেলিকপ্টারে সফর ব্রিজভূষণ শরণ সিংয়ের

আরও পড়ুন: ডব্লিউএফআই-এর বার্ষিক সভা বাতিল, ব্রিজভূষণের অপসারণ নিয়ে তৈরি সংশয়

অস্ত্র সংগ্রহের সখ রাখেন ব্রিজভূষণ শরণ সিং

ব্রিজভূষণ শরণ সিংয়ে অস্ত্র সংগ্রহ করে রাখার শখ রয়েছে ৷ নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর কাছে একটি পিস্তল, একটি রাইফেল ও একটি রিপিটার রয়েছে ৷ এমনকী তাঁর স্ত্রীর নামেও একটি রাইফেল এবং রিপিটার রয়েছে ৷ 2011 সাল থেকে একটানা রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি পদে বহাল রয়েছেন ব্রিজভূষণ শরণ সিং ৷ মূলত ছাত্র রাজনীতি থেকেই তাঁর উত্থানের শুরু ৷ সত্তরের দশকে অযোধ্যার এস সাকেত কলেজের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ব্রিজভূষণ শরণ সিং ৷ তাঁর বাবা চন্দ্রভান শরণ সিং কংগ্রেস করতেন ৷

Know About Wrestling Federation of India President ETV BHARAT
ব্রিজভূষণ শরণ সিংয়ের ব্যক্তিগত হেলিকপ্টার

বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্তদের তালিকায় ছিল নাম

Know About Wrestling Federation of India President ETV BHARAT
ব্রিজভূষণ সিংয়ের ঘোড়া

বাবরি মসজিদ ভাঙার ঘটনায় লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর জোশী এবং কল্যাণ সিংদের-সহ যে 40 জনের নামে মামলা দায়ের হয়েছিল, তাঁদের মধ্যে একজন ছিলেন ব্রিজভূষণ শরণ সিং ৷ যদিও, 2020 সালের 30 সেপ্টেম্বর সিবিআই-এর বিশেষ আদালত সকলকে বেকসুর খালাস করে দেয় ৷ ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ব্রিজভূষণ শরণ সিং পরিচিতি লাভ করেন বাবরি মসজিদের ঘটনার পরে ৷ এবার তাঁর নাম জড়াল জাতীয় স্তরের মহিলা কুস্তিগীরদের যৌন এবং মানসিকভাবে হেনস্থা অভিযোগে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.