নয়াদিল্লি, 28 মার্চ: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শুধু ক্রিকেটেই নয়, দেশের সেনাবাহিনীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷ 370 ধারা বিলোপ করার সময়ও ধোনি উপত্যকায় বড় ভূমিকা পালন করেছিলেন (Mahendra Singh Dhoni's Role in Article 370 were Removed) ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কানওয়াল জিৎ সিং ধিলোঁ ৷ তিনি জানিয়েছেন, সবাই মাঠে ধোনিকে চার-ছয় মারতে দেখেছেন ৷ কিন্তু, সেনাবাহিনীতে থেকে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেশের প্রতিও দায়িত্ব পালন করেছেন ৷ আর সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন 2019-এর অগস্টে জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সময় ৷
জম্মু-কাশ্মীরের ইতিহাস পালটাতে ধোনির ভূমিকা প্রসঙ্গে কেজেএস ধিলোঁ জানান, এমনভাবে তাঁর বসার ঘরে 370 ধারা নিয়ে আলোচনা চলত, যাতে সে কথা কোনওভাবে বাইরে আসতে না-পারে ৷ 5 অগস্ট 2019 সালে, কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে ৷ এমনকী সংশোধনী এনে সেই ধারা বিলোপ করা হয় ৷ তিনি জানিয়েছেন, সেই সময় মহেন্দ্র সিং ধোনিও তাঁর সঙ্গে ভারতীয় সেনার ক্যাম্পে ছিলেন ৷ সংসদে এই ধারা প্রত্যাহারের কথা ঘোষণার দিন সকালে, কেজেএস ধিলোঁ এবং অন্যান্যদের সঙ্গে ধোনির বৈঠক হয় ৷ এমনকী তিনি ধোনির সঙ্গেই সারাদিন ছিলেন ৷ রাতের খাবারও তাঁরা একসঙ্গেই খেয়েছিলেন ৷
কিন্তু, প্রশ্ন হল এতে ধোনির কী ভূমিকা ছিল? এ নিয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জানান, পুরো বিষয়টি হয়েছিল পরিকল্পনামাফিক ৷ কারণ, যদি বিষয়টি নিয়ে গোপনীয়তার সঙ্গে তৎপরতা না-দেখানো হত তাহলে, বিষয়টি কাশ্মীরে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের কাছে পৌঁছে যেত এবং সেখান থেকে পাকিস্তানে ৷ তাতে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারত ৷ ওইদিন ধোনির সঙ্গে তিনি সারাদিন কাটিয়েছিলেন ৷ এর কারণ, কানওয়াল জিৎ সিং ধিলোঁ বোঝাতে চেয়েছিলেন সবকিছু স্বাভাবিক আছে ৷ তবে, 370 ধারা প্রত্যাহারের বিষয়ে এমএস ধোনি কি জানতেন ? সে বিষয়ে কেজেএস ধিলোঁ কিছু জানাননি ৷
আরও পড়ুন: 370 ধারা অবলুপ্তির পর 2 জন জমি কিনেছে ভূস্বর্গে, জানাল কেন্দ্র
উল্লেখ্য, অবসরপ্রাপ্ত এই সেনা আধিকারিক জানিয়েছেন, 370 ধারা প্রত্যাহারের আগে ও পরে কী পদক্ষেপ নেওয়া হবে ? কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে ? সেই সব নিয়ে তিনি আধিকারিকদের সঙ্গে নিজের কোয়ার্টারের ড্রয়িংরুমে বসে আলোচনা করতেন ৷ যেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল ৷ এমনকী এই তথ্য কেবলমাত্র সেনার উচ্চপদস্থ আধিকারিকদের কাছেই ছিল ৷ তাও হাতে গোনা কয়েকজন আধিকারিকের কাছে ৷ যাঁরা পুরো বিষয়টিতে উপত্যকার সুরক্ষা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা তৈরি করেছিলেন ৷