ETV Bharat / bharat

Lata Mangeshkar and Kishore Kumar : কিশোরের বাংলা গানে সুর দিয়েছিলেন লতা, কালজয়ী এই জুটির রোম্যান্টিক গান

লতা-কিশোর (Kishore Kumar and Lata Mangeshkar duet songs) প্রথম একসঙ্গে কাজ করেছিলেন 1948 সালে জিদ্দি ছবির জন্য ৷

author img

By

Published : Feb 6, 2022, 5:11 PM IST

kishore lata creats magic
রোম্যান্টিক গান অন্য মাত্রা পেয়েছিল লতা-কিশোরের কণ্ঠে

মুম্বই, 6 ফেব্রুয়ারি : কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর (Kishore Kumar and Lata Mangeshkar) ৷ ভারতীয় সঙ্গীত জগতের দুই মহীরূহ ৷ 1987 সালের 13 অক্টোবর প্রয়াত হয়েছিলেন কিশোর কুমার, আর রবিবার চলে গেলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ সঙ্গীতপ্রেমীরা জানেন যতদিন সুর মুর্ছনা থাকবে, সা রে গা মা থাকবে, ততদিন থেকে যাবে লতা-কিশোরের নাম ৷ গানই এই দুই কিংবদন্তিকে বাঁচিয়ে রাখবে শ্রোতাদের মাঝে ৷ ভারতীয় সঙ্গীতে লতা-কিশোরের জুটির গান এক অন্যতম চর্চার বিষয় বলা যায় ৷

এই দুই শিল্পীর জুটিতে, কণ্ঠের জাদুতে তৈরি হয়েছে বহু কালজয়ী গান ৷ লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের একসঙ্গে প্রথম গান ছিল জিদ্দি ছবির "ইয়ে কৌন আয়া রে" গানটি ৷ 1948 সালে মুক্তি পায় ছবিটি ৷ এরপর একের পর এক সিনেমায় গান গেয়েছেন এই জুটি ৷ আরাধনা সিনেমার 'কোরা কাগজ থা ইয়ে মন মেরা', শচীন দেববর্মনের সুরে এই গানটি আজও সবার গলায় ফেরে ৷

রোম্যান্টিকতা ও প্রেমের গানকে আলাদা মাত্রায় নিয়ে গিয়েছিলেন কিশোর কুমার-লতা মঙ্গেশকর ৷ রাহুলদেব বর্মনের সুরে ঘর ছবির 'আপ কী আঁখো মে কুছ...' তারই একটি উদাহরণ ৷ তালিকা আরও লম্বা ৷ খৈয়ামের সুরে কভিকভি ছবির 'তেরে চেহরে সে নজর নেহি হাঠতি' এগুলির মধ্যে অন্যতম ৷ এছাড়াও 'গাতা রাহে মেরা দিল', 'ভিগি ভিগি রাতো মে', 'তেরে মেরে মিলন কী ইয়ে ব়্যায়না','হাম দোনো দো প্রেমী', 'পান্না কী তামান্না হে কী..' এর মতো এই জুটির একাধিক গান তাঁদের জুটিকে অমর করে রেখেছে ৷

আরও পড়ুন : ‘কত বৃষ্টি হয়েছে মন জুড়ে’, হৃদয় ছোঁয়া লতা-হেমন্তর গান

1975 সালে মুক্তি পেয়েছিল গুলজারের আঁধি সিনেমাটি ৷ রাহুল দেববর্মনের সুরে লতা-কিশোরের কণ্ঠে এই ছবির 'তেরে বিনা জিন্দেগি সে কোয়ি', 'তুম আ গায়ে হো নূর আ গায়া হে' এই গান দুটি আজও কেউ ভুলতে পারেননি ৷ সিলসিলা ছবিতে অমিতাভ আর রেখা জুটির সেই বিখ্যাত 'দেখা এক খওয়াব তো ইয়ে সিলসিলে হুয়ে' গানও কিন্তু কিশোর কুমার আর লতা মঙ্গেশকরেরই গাওয়া ৷

একটা তথ্য হয়তো অনেকেরই অজানা ৷ লতা মঙ্গেশকরের সুরে দুটি জনপ্রিয় বাংলা গান গেয়েছিলেন কিশোর কুমার ৷ তার একটি হল, 'তারে আমি চোখে দেখিনি', অপরটি হল 'আমি নেই, আমি নেই...'

মুম্বই, 6 ফেব্রুয়ারি : কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর (Kishore Kumar and Lata Mangeshkar) ৷ ভারতীয় সঙ্গীত জগতের দুই মহীরূহ ৷ 1987 সালের 13 অক্টোবর প্রয়াত হয়েছিলেন কিশোর কুমার, আর রবিবার চলে গেলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ সঙ্গীতপ্রেমীরা জানেন যতদিন সুর মুর্ছনা থাকবে, সা রে গা মা থাকবে, ততদিন থেকে যাবে লতা-কিশোরের নাম ৷ গানই এই দুই কিংবদন্তিকে বাঁচিয়ে রাখবে শ্রোতাদের মাঝে ৷ ভারতীয় সঙ্গীতে লতা-কিশোরের জুটির গান এক অন্যতম চর্চার বিষয় বলা যায় ৷

এই দুই শিল্পীর জুটিতে, কণ্ঠের জাদুতে তৈরি হয়েছে বহু কালজয়ী গান ৷ লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের একসঙ্গে প্রথম গান ছিল জিদ্দি ছবির "ইয়ে কৌন আয়া রে" গানটি ৷ 1948 সালে মুক্তি পায় ছবিটি ৷ এরপর একের পর এক সিনেমায় গান গেয়েছেন এই জুটি ৷ আরাধনা সিনেমার 'কোরা কাগজ থা ইয়ে মন মেরা', শচীন দেববর্মনের সুরে এই গানটি আজও সবার গলায় ফেরে ৷

রোম্যান্টিকতা ও প্রেমের গানকে আলাদা মাত্রায় নিয়ে গিয়েছিলেন কিশোর কুমার-লতা মঙ্গেশকর ৷ রাহুলদেব বর্মনের সুরে ঘর ছবির 'আপ কী আঁখো মে কুছ...' তারই একটি উদাহরণ ৷ তালিকা আরও লম্বা ৷ খৈয়ামের সুরে কভিকভি ছবির 'তেরে চেহরে সে নজর নেহি হাঠতি' এগুলির মধ্যে অন্যতম ৷ এছাড়াও 'গাতা রাহে মেরা দিল', 'ভিগি ভিগি রাতো মে', 'তেরে মেরে মিলন কী ইয়ে ব়্যায়না','হাম দোনো দো প্রেমী', 'পান্না কী তামান্না হে কী..' এর মতো এই জুটির একাধিক গান তাঁদের জুটিকে অমর করে রেখেছে ৷

আরও পড়ুন : ‘কত বৃষ্টি হয়েছে মন জুড়ে’, হৃদয় ছোঁয়া লতা-হেমন্তর গান

1975 সালে মুক্তি পেয়েছিল গুলজারের আঁধি সিনেমাটি ৷ রাহুল দেববর্মনের সুরে লতা-কিশোরের কণ্ঠে এই ছবির 'তেরে বিনা জিন্দেগি সে কোয়ি', 'তুম আ গায়ে হো নূর আ গায়া হে' এই গান দুটি আজও কেউ ভুলতে পারেননি ৷ সিলসিলা ছবিতে অমিতাভ আর রেখা জুটির সেই বিখ্যাত 'দেখা এক খওয়াব তো ইয়ে সিলসিলে হুয়ে' গানও কিন্তু কিশোর কুমার আর লতা মঙ্গেশকরেরই গাওয়া ৷

একটা তথ্য হয়তো অনেকেরই অজানা ৷ লতা মঙ্গেশকরের সুরে দুটি জনপ্রিয় বাংলা গান গেয়েছিলেন কিশোর কুমার ৷ তার একটি হল, 'তারে আমি চোখে দেখিনি', অপরটি হল 'আমি নেই, আমি নেই...'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.