ETV Bharat / bharat

Singhu-Kundli border : যুবকের হাত কেটে মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হল ব্যারিকেডে

শিখ ধর্মগ্রন্থ 'গুরু গ্রন্থসাহিব'কে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিল যুবক ৷ তাই শিখ সম্প্রদায়ের নিহাঙ্গের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি যুবকের হাত কেটে মৃতদেহ টাঙিয়ে দিয়েছেন ব্যারিকেডে ৷

সিঙ্ঘু-কুণ্ডলী সীমান্তে বিক্ষুব্ধ জনতা
সিঙ্ঘু-কুণ্ডলী সীমান্তে বিক্ষুব্ধ জনতা
author img

By

Published : Oct 15, 2021, 12:23 PM IST

Updated : Oct 15, 2021, 3:40 PM IST

সোনিপত (হরিয়ানা), 15 অক্টোবর : পুলিশের দেওয়া ব্যারিকেডে ঝুলছে হাত-কাটা মানুষের মৃতদেহ ৷ শুক্রবার সকালে হরিয়ানা-দিল্লি সীমান্তে অবস্থিত সিঙ্ঘু সীমানায় (Haryana-Delhi Singhu border) খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই বীভৎস ছবি ৷ প্রায় অর্ধনগ্ন মৃতদেহটি ব্যারিকেড থেকে ঝুলছে ৷

সূত্রে জানা গিয়েছে, কৃষকেরা গত এক বছর ধরে কেন্দ্রের 3টি কৃষি আইনের বিরোধিতায় দিল্লির সিঙ্ঘু সীমান্তে যে জায়গায় আন্দোলন করছেন, এই যুবকের মৃতদেহটি ঠিক সেই জায়গাতে টাঙিয়ে রাখা হয়েছিল ৷ অভিযোগ, ওই যুবক শিখ ধর্মগ্রন্থ ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল, সেই সময় সে হাতেনাতে ধরা পড়ে ৷ এখনও অবধি এই তথ্য নিশ্চিত করে জানায়নি পুলিশ আধিকারিকেরা ৷

আরও পড়ুন : Delhi Police : জঙ্গি হামলার আশঙ্কা, দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থায় জোর কড়াকড়ি

যুবকটির মৃতদেহে ছবিতে এটা স্পষ্ট যে, মেরে ফেলার আগে তার উপর অত্যাচার করা হয়েছিল ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে ৷ একটি সূত্র জানিয়েছে, মৃতদেহটি কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে ৷

তবে এদিন সকালে এই ঘটনায় পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে ৷ ঘটনাস্থলে জড়ো হয় আন্দোলনকারীরা ৷ পুলিশকেও তারা প্রথমে ঘটনাস্থলের কাছে পৌঁছতে দেয়নি ৷ তাঁদের অভিযোগ, শিখ সম্প্রদায়ের নিহাঙ্গ এই খুনের সঙ্গে জড়িত ৷

সোনিপত (হরিয়ানা), 15 অক্টোবর : পুলিশের দেওয়া ব্যারিকেডে ঝুলছে হাত-কাটা মানুষের মৃতদেহ ৷ শুক্রবার সকালে হরিয়ানা-দিল্লি সীমান্তে অবস্থিত সিঙ্ঘু সীমানায় (Haryana-Delhi Singhu border) খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই বীভৎস ছবি ৷ প্রায় অর্ধনগ্ন মৃতদেহটি ব্যারিকেড থেকে ঝুলছে ৷

সূত্রে জানা গিয়েছে, কৃষকেরা গত এক বছর ধরে কেন্দ্রের 3টি কৃষি আইনের বিরোধিতায় দিল্লির সিঙ্ঘু সীমান্তে যে জায়গায় আন্দোলন করছেন, এই যুবকের মৃতদেহটি ঠিক সেই জায়গাতে টাঙিয়ে রাখা হয়েছিল ৷ অভিযোগ, ওই যুবক শিখ ধর্মগ্রন্থ ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল, সেই সময় সে হাতেনাতে ধরা পড়ে ৷ এখনও অবধি এই তথ্য নিশ্চিত করে জানায়নি পুলিশ আধিকারিকেরা ৷

আরও পড়ুন : Delhi Police : জঙ্গি হামলার আশঙ্কা, দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থায় জোর কড়াকড়ি

যুবকটির মৃতদেহে ছবিতে এটা স্পষ্ট যে, মেরে ফেলার আগে তার উপর অত্যাচার করা হয়েছিল ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে ৷ একটি সূত্র জানিয়েছে, মৃতদেহটি কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে ৷

তবে এদিন সকালে এই ঘটনায় পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে ৷ ঘটনাস্থলে জড়ো হয় আন্দোলনকারীরা ৷ পুলিশকেও তারা প্রথমে ঘটনাস্থলের কাছে পৌঁছতে দেয়নি ৷ তাঁদের অভিযোগ, শিখ সম্প্রদায়ের নিহাঙ্গ এই খুনের সঙ্গে জড়িত ৷

Last Updated : Oct 15, 2021, 3:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.