জয়পুর, 24 এপ্রিল: পেশীতে অ্যাট্রোফি এক বিরল রোগ ৷ এই রোগে সংক্রমিত হয়েছিল একরত্তি ৷ নাম তানিষ্ক ৷ জন্ম থেকেই মেরুদণ্ডের পেশিতে অ্যাট্রোফি ধরা পড়েছিল তার ৷ রাজস্থানের নাগৌর জেলার পারবতসার শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে ৷ দামি একটা ইনজেকশনের দরকার ছিল তার প্রাণ বাঁচাতে ৷ যার মূল্য 16 কোটি টাকা ৷ আর তা না-পাওয়ায় মৃত্যু হয়েছে ছোট্ট তানিষ্কের ৷
আজ, সোমবার ওই দুই বছরের শিশু তানিষ্কের মৃত্যু হয়। হাসপাতালের তরফে জানা গিয়েছে, ওই একরত্তি রাজস্থানের নাগৌর জেলার এক গ্রামের বাসিন্দা। অ্যাট্রোফি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশির শক্তিকে 20 থেকে 40 শতাংশ হ্রাস করতে পারে ৷ তানিষ্ক জন্ম থেকেই মেরুদণ্ডের পেশির অ্যাট্রোফিতে ভুগছিল সে। বাবা-মায়ের আর্থিক অবস্থা এতটাও উন্নত নয় যে এই বিরল রোগের চিকিৎসার খরচ বহন করতে পারে তাঁরা ৷ এই রোগের চিকিৎসার জন্য একটি ইনজেকশনের দরকার ছিল ৷ যার থেকে কিছুটা সুস্থ হয়ে উঠতে পারত তানিষ্ক ৷
তানিষ্কের মৃত্যুতে নাগৌর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে রাজস্থানের চুরু জেলায় এক শিশু তথা জামিলও বিরল রোগে সংক্রমিত হয়েছিল ৷ জামিলের পরিবারের লোকজন হাইকোর্টে আবেদন করেছিলেন তার চিকিৎসার জন্য। হাইকোর্টের সেই আবেদনে সাড়া দিয়ে নির্দেশ দিয়েছিল, রাজস্থান সরকার যাদের চিকিৎসার সামর্থ নেই তাদের সাহাযার্থে সম্বল নামের একটি ওয়েবাসইট তৈরি করে ৷ সেখানে আবেদবনের মাধ্যমে জেকে লোন হাসপাতালে অসুস্থ শিশুটির চিকিৎসা শুরু হয়।
আরও পড়ুন: পেশির বিরল রোগ থেকে ছেলেকে বাঁচাতে মায়ের করুণ আর্তি
অ্যাট্রোফি নামের এই বিরল রোগটি নিয়ে এরআগে রাজস্থানের নাগৌরের সাংসদ হনুমান বেনিওয়াল লোকসভায় বিষয়টি উত্থাপন করেছিলেন। বেনিওয়াল হাউসে বলেছিলেন যে, অসুস্থ শিশু তথা জামিল তার সংসদীয় এলাকার ৷ সে এখন বিরল রোগে ভুগছে। সাংসদ হনুমান বেনিওয়াল অসুস্থ শিশুটিকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য রাজস্থান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।