ETV Bharat / bharat

Kunal Ghosh :অভিষেক-কুণালের বিরুদ্ধে মামলার নোটিস পাঠাল ত্রিপুরার খোয়াই থানা - OC Manoranjan Debbarma

মামলার নোটিস এল কুণাল ঘোষের কাছে ৷ সেই চিঠি পোস্ট করে একটি টুইট করেছেন তৃণমূল মুখপাত্র ৷ মামলা দায়ের করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ৷ মোট 5 জনের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে ৷

অভিষেক ও  কুণালের বিরুদ্ধে মামলা
অভিষেক ও কুণালের বিরুদ্ধে মামলা
author img

By

Published : Sep 18, 2021, 11:53 AM IST

Updated : Sep 18, 2021, 1:00 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : মামলার নোটিস এল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কাছে ৷ ত্রিপুরার খোয়াই পুলিশ স্টেশন থেকে কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ 5 জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে চিঠি পাঠিয়েছে ত্রিপুরার খোয়াই থানা ৷

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মামলার চিঠিটি টুইটে পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, "ত্রিপুরার খোয়াই পুলিশ স্টেশনের নোটিস পেয়েছি ৷ সমস্ত অভিযোগ ভিত্তিহীন ৷ ওরা আমাদের হেনস্তা করতে চাইছে ৷ থানার ওসি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ 5 জনের বিরুদ্ধে ৷ আমি এই নোটিস অনুযায়ী ব্যবস্থা নেব ৷ আইনি লড়াই চলবে ৷ তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসাবাদের ভিডিয়ো রেকর্ডিংয়ের কথা জানাব ৷"

আরও পড়ুন : Abhishek Banerjee : ইয়ে ডর হমে আচ্ছা লাগা, বিপ্লবকে কটাক্ষ অভিষেকের

চিঠিতে জানানো হয়েছে, খোয়াই থানার ওসি মনোরঞ্জন দেববর্মা (Manoranjan Debbarma) স্বতঃপ্রণোদিত ভাবে (suo-moto) কুণাল ঘোষ-সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ এই নোটিসের চিঠি হাতে পাওয়ার 10 দিনের মধ্যে এই 5 জনকে খোয়াই থানায় হাজিরা দিতে হবে ৷ সেখানে অভিযোগের ভিত্তিতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে ৷

প্রসঙ্গত উল্লেখ্য 15 ও 16 সেপ্টেম্বর ত্রিপুরায় প্রতিবাদ মিছিল কর্মসূচির পরিকল্পনা ছিল তৃণমূল কংগ্রেসের ৷ সেই অনুমতি মেলেনি ত্রিপুরার বিপ্লব দেবের প্রশাসনের তরফে ৷ বলা হয়েছে, 15 তারিখ অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে ৷ আর পরের দিন 16 তারিখ-ও অনুমতি দেওয়া যাবে না কারণ তার পরের দিন অর্থাৎ 17 তারিখ বিশ্বকর্মা পুজো রয়েছে ৷ রাজ্যে বড় আকারে এই পুজো পালন করা হয় ৷ তার আগের দিনই তৃণমূলকে মিছিলের অনুমতি দেওয়া যাবে না ৷ তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যেতে পারেন ৷

কলকাতা, 18 সেপ্টেম্বর : মামলার নোটিস এল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কাছে ৷ ত্রিপুরার খোয়াই পুলিশ স্টেশন থেকে কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ 5 জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে চিঠি পাঠিয়েছে ত্রিপুরার খোয়াই থানা ৷

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মামলার চিঠিটি টুইটে পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, "ত্রিপুরার খোয়াই পুলিশ স্টেশনের নোটিস পেয়েছি ৷ সমস্ত অভিযোগ ভিত্তিহীন ৷ ওরা আমাদের হেনস্তা করতে চাইছে ৷ থানার ওসি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ 5 জনের বিরুদ্ধে ৷ আমি এই নোটিস অনুযায়ী ব্যবস্থা নেব ৷ আইনি লড়াই চলবে ৷ তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসাবাদের ভিডিয়ো রেকর্ডিংয়ের কথা জানাব ৷"

আরও পড়ুন : Abhishek Banerjee : ইয়ে ডর হমে আচ্ছা লাগা, বিপ্লবকে কটাক্ষ অভিষেকের

চিঠিতে জানানো হয়েছে, খোয়াই থানার ওসি মনোরঞ্জন দেববর্মা (Manoranjan Debbarma) স্বতঃপ্রণোদিত ভাবে (suo-moto) কুণাল ঘোষ-সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ এই নোটিসের চিঠি হাতে পাওয়ার 10 দিনের মধ্যে এই 5 জনকে খোয়াই থানায় হাজিরা দিতে হবে ৷ সেখানে অভিযোগের ভিত্তিতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে ৷

প্রসঙ্গত উল্লেখ্য 15 ও 16 সেপ্টেম্বর ত্রিপুরায় প্রতিবাদ মিছিল কর্মসূচির পরিকল্পনা ছিল তৃণমূল কংগ্রেসের ৷ সেই অনুমতি মেলেনি ত্রিপুরার বিপ্লব দেবের প্রশাসনের তরফে ৷ বলা হয়েছে, 15 তারিখ অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে ৷ আর পরের দিন 16 তারিখ-ও অনুমতি দেওয়া যাবে না কারণ তার পরের দিন অর্থাৎ 17 তারিখ বিশ্বকর্মা পুজো রয়েছে ৷ রাজ্যে বড় আকারে এই পুজো পালন করা হয় ৷ তার আগের দিনই তৃণমূলকে মিছিলের অনুমতি দেওয়া যাবে না ৷ তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যেতে পারেন ৷

Last Updated : Sep 18, 2021, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.