ETV Bharat / bharat

Associates of Lawrence Bishnoi: 8টি রাজ্যে তল্লাশি অভিযান! গ্রেফতার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-ঘনিষ্ঠ - গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছের লোক

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে ধরা পড়ল বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত অভিযুক্তরা ৷ আটটি রাজ্যের 76টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ধরা পড়ে সিধু মুসেওয়ালা খুনে অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছের লোকও (Associates of Lawrence Bishnoi arrested by NIA) ৷

NIA
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি
author img

By

Published : Feb 23, 2023, 1:19 PM IST

নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি: জঙ্গি থেকে শুরু করে গ্যাংস্টার-সহ মাদকপাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 6 জনকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ৷ বৃহস্পতিবার সংস্থার তরফে এ কথা ঘোষণা করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে কানাডার জঙ্গি অর্শদীপ সিং ওরফে অর্শ দাল্লার ঘনিষ্ঠ রয়েছে ৷ আছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছের লোকও ৷ এনআইএ-র মুখপাত্র জানিয়েছেন, আটটি রাজ্যের 76টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে জঙ্গি, গ্যাংস্টার, মাদকপাচারে জড়িতদের গ্রেফতার করা হয়েছে ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া 6 জনের মধ্যে আছে- লাকি খোকর ওরফে ডেনিস ৷ সে কানাডার ঘোষিত সন্ত্রাসবাদী অর্শ দাল্লার কাছের লোক ৷ লাকি খোকর পঞ্জাবের ভাতিন্ডর বাসিন্দা ৷ মঙ্গলবার তাকে রাজস্থানের গঙ্গানগর থেকে ধরা হয়েছে ৷ অন্য পাঁচজন- লখবীর সিং, মুক্তসার, দলীপ বিষ্ণোই, সুরিন্দর ওরফে চিকু চৌধরী, হরি ওম ওরফে টিটু ৷ এর মধ্যে সিধু মুসেওয়ালা খুনে অন্যতম মূল অভিযুক্ত লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রারের ঘনিষ্ঠ এবং জগ্গু ভগওয়ানপুরিয়ার কাছের লোকজনও রয়েছে ৷

সামাজিক মাধ্যমে নাশকতামূলক কাজকর্মের জন্য তরুণদের প্রভাবিত করা এবং তাদের নিয়োগ করার অভিযোগ উঠেছে লখবীর সিং এবং হরি ওম ওরফে টিটুর বিরুদ্ধে ৷ গত অগস্টে তাদের বিরুদ্ধে এই সংক্রান্ত মামলা দায়ের হয়৷ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে তারা সোশাল মিডিয়াকে ব্যবহার করছিল ৷ লখবীরের কাছ থেকে 9টি অস্ত্র পাওয়া গিয়েছে ৷ সে একজন কুখ্যাত অপরাধী এবং ছোট্টু রাম ভাটের সহযোগী ৷ ছোট্টুকেও আগে গ্রেফতার করা হয়েছে ৷ লরেন্স বিষ্ণোই, জাগ্গু ভগওয়ানপুরিয়া এবং কানাডার অপরাধী গোল্ডি ব্রারের কাছের লোক সুরিন্দর ও দলীপ ৷ তারা লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের জন্য টাকা তুলত ৷ দলে তরুণদের নিয়োগ এবং জঙ্গি কার্যকলাপও চালাত বলে অভিযোগ ৷

এনআইএ-র তদন্তে জানা গিয়েছে , ভারতের প্রথম সারিতে থাকা বহু অপরাধী পাকিস্তান, কানাডা, মালয়েশিয়া, ফিলিপিন্স এবং অস্ট্রেলিয়ায় পালিয়ে গিয়েছে ৷ তারা সেখান থেকে বিভিন্ন রাজ্যের জেলে থাকা তাবড় অপরাধীদের সঙ্গে যোগাযোগ করে জঙ্গি হামলার ছক কষে এবং কার্যকলাপ পরিচালনা করে৷ এরা নিশানা করে হত্যালীলা চালায় ৷ নিজেদের মাদক এবং অস্ত্রপাচার, হাওয়ালা এবং তোলোবাজির মতো অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যেতে টাকা জোগাড় করে ৷ এই অপরাধচক্রকে নিষ্ক্রিয় করা এবং তাদের অর্থ ও সমর্থন পরিকাঠামোকে ভেস্তে দেওয়ার তদন্ত চলছে, জানালেন মুখপাত্র ৷

আরও পড়ুন: সিধু মুসেওয়ালা খুনে অভিযুক্ত গোল্ডি ব্রার আটক ক্যালিফোর্নিয়ায়

নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি: জঙ্গি থেকে শুরু করে গ্যাংস্টার-সহ মাদকপাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 6 জনকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ৷ বৃহস্পতিবার সংস্থার তরফে এ কথা ঘোষণা করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে কানাডার জঙ্গি অর্শদীপ সিং ওরফে অর্শ দাল্লার ঘনিষ্ঠ রয়েছে ৷ আছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছের লোকও ৷ এনআইএ-র মুখপাত্র জানিয়েছেন, আটটি রাজ্যের 76টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে জঙ্গি, গ্যাংস্টার, মাদকপাচারে জড়িতদের গ্রেফতার করা হয়েছে ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া 6 জনের মধ্যে আছে- লাকি খোকর ওরফে ডেনিস ৷ সে কানাডার ঘোষিত সন্ত্রাসবাদী অর্শ দাল্লার কাছের লোক ৷ লাকি খোকর পঞ্জাবের ভাতিন্ডর বাসিন্দা ৷ মঙ্গলবার তাকে রাজস্থানের গঙ্গানগর থেকে ধরা হয়েছে ৷ অন্য পাঁচজন- লখবীর সিং, মুক্তসার, দলীপ বিষ্ণোই, সুরিন্দর ওরফে চিকু চৌধরী, হরি ওম ওরফে টিটু ৷ এর মধ্যে সিধু মুসেওয়ালা খুনে অন্যতম মূল অভিযুক্ত লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রারের ঘনিষ্ঠ এবং জগ্গু ভগওয়ানপুরিয়ার কাছের লোকজনও রয়েছে ৷

সামাজিক মাধ্যমে নাশকতামূলক কাজকর্মের জন্য তরুণদের প্রভাবিত করা এবং তাদের নিয়োগ করার অভিযোগ উঠেছে লখবীর সিং এবং হরি ওম ওরফে টিটুর বিরুদ্ধে ৷ গত অগস্টে তাদের বিরুদ্ধে এই সংক্রান্ত মামলা দায়ের হয়৷ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে তারা সোশাল মিডিয়াকে ব্যবহার করছিল ৷ লখবীরের কাছ থেকে 9টি অস্ত্র পাওয়া গিয়েছে ৷ সে একজন কুখ্যাত অপরাধী এবং ছোট্টু রাম ভাটের সহযোগী ৷ ছোট্টুকেও আগে গ্রেফতার করা হয়েছে ৷ লরেন্স বিষ্ণোই, জাগ্গু ভগওয়ানপুরিয়া এবং কানাডার অপরাধী গোল্ডি ব্রারের কাছের লোক সুরিন্দর ও দলীপ ৷ তারা লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের জন্য টাকা তুলত ৷ দলে তরুণদের নিয়োগ এবং জঙ্গি কার্যকলাপও চালাত বলে অভিযোগ ৷

এনআইএ-র তদন্তে জানা গিয়েছে , ভারতের প্রথম সারিতে থাকা বহু অপরাধী পাকিস্তান, কানাডা, মালয়েশিয়া, ফিলিপিন্স এবং অস্ট্রেলিয়ায় পালিয়ে গিয়েছে ৷ তারা সেখান থেকে বিভিন্ন রাজ্যের জেলে থাকা তাবড় অপরাধীদের সঙ্গে যোগাযোগ করে জঙ্গি হামলার ছক কষে এবং কার্যকলাপ পরিচালনা করে৷ এরা নিশানা করে হত্যালীলা চালায় ৷ নিজেদের মাদক এবং অস্ত্রপাচার, হাওয়ালা এবং তোলোবাজির মতো অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যেতে টাকা জোগাড় করে ৷ এই অপরাধচক্রকে নিষ্ক্রিয় করা এবং তাদের অর্থ ও সমর্থন পরিকাঠামোকে ভেস্তে দেওয়ার তদন্ত চলছে, জানালেন মুখপাত্র ৷

আরও পড়ুন: সিধু মুসেওয়ালা খুনে অভিযুক্ত গোল্ডি ব্রার আটক ক্যালিফোর্নিয়ায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.