ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রায় কীভাবে কাটবে রাহুলের দিন-রাত? একনজরে রইল কয়েকটি তথ্য

আজ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার শুরু ৷ কন্যাকুমারী থেকে শুরু হয়ে এই যাত্রা পৌঁছবে কাশ্মীরে ৷ নেতা-কর্মীদের নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করবে রাহুল গান্ধি। কতদিন ধরে চলবে এই যাত্রা ? এই সময় কোথায় থাকবেন সোনিয়া পুত্র, রইল সে সব তথ্য (Bharat Jodo Yatra) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 7, 2022, 1:43 PM IST

শ্রীপেরামবুদুর, 7 সেপ্টেম্বর: 'ভারত জোড়ো যাত্রা'র সূচনা আজ ৷ বুধবার সকালে কংগ্রেস সাংসদ শ্রীপেরামবুদুরে বাবা রাজীব গান্ধির সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ৷ তাঁর সঙ্গে ছিলেন অন্য নেতা, কর্মীরাও ৷ দিনভর নানা অনুষ্ঠানের পর বিকেল 5টা নাগাদ কন্যাকুমারী থেকে শুরু হবে দেশের প্রাচীনতম দলের ভারতকে ঐক্যবদ্ধ করার যাত্রা (Key Information about Bharat Jodo Yatra starting from Kanyakumari on 7 September) ৷

ভারত জোড়ো যাত্রা কী (What is Bharat Jodo Yatra) ?

  • 7 সেপ্টেম্বর থেকে আগামী 150 দিন ধরে চলবে এই পদযাত্রা ৷
  • রাহুল গান্ধি তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করবেন দেশকে একত্র করার এই পথচলা ৷
  • ৷ কোনও হোটেলে নয়,150 দিন ধরে তিনি একটি কন্টেনারে রাত কাটাবেন ৷
  • 3 হাজার 570 কিমি দীর্ঘ পথ হাঁটবেন রাহুল গান্ধি-সহ অন্যরা ৷
  • কন্যাকুমারী থেকে শুরু হয়ে কাশ্মীরে গিয়ে শেষ হবে ৷
  • পথে পড়বে 12টি রাজ্য
    • I lost my father to the politics of hate and division. I will not lose my beloved country to it too.

      Love will conquer hate. Hope will defeat fear. Together, we will overcome. pic.twitter.com/ODTmwirBHR

      — Rahul Gandhi (@RahulGandhi) September 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'পাকিস্তানে গিয়ে ভারত জোড়ো যাত্রা করুন', রাহুলকে কটাক্ষ হিমন্তের

লক্ষ্য 2024

লোকসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই ৷ তাকে সামনে রেখেই দলকে চাঙ্গা করতে এবং বিজেপি-বিরোধী শক্তি হিসেবে ঘুরে দাঁড়াতে এই কর্মসূচি বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল ৷ তাই এই যাত্রা একেবারে অন্যরকম ৷ কোনও বিলাসবহুল ব্যবস্থা হয়নি কংগ্রেস সাংসদের জন্য ৷ যে কন্টেনারে থাকবেন সেখানেই থাকবে সব ব্যবস্থা ৷ এরকম 60টি কন্টেনার কন্যাকুমারীতে আগেভাগেই পাঠানো হয়েছে । এগুলিকে একত্রে একটি ছোটখাটো গ্রামের মতো দেখতে ৷

প্রতিদিন রাতে নিত্যনতুন জায়গায় থামবে যাত্রা ৷ সেখানেই খানিকক্ষণের জন্য তৈরি হবে অস্থায়ী এই গ্রাম ৷ সোনিয়া-পুত্রের সঙ্গে একসাথে খাওয়াদাওয়া করবেন নেতারা ৷ সূত্রে জানা গিয়েছে, রাহুল মনে করেন এই দীর্ঘ যাত্রাপথে কংগ্রেস সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন ৷ দলের সঙ্গে তৃণমূল স্তরের মানুষের সংযোগ তৈরি হবে ৷

আজ সকালে রাহুল গান্ধি (Rahul Gandhi Tweets) একটি আবেগী টুইট করে লেখেন,"ঘৃণা এবং বিভাজনের রাজনীতিতে আমি আমার বাবাকে হারিয়েছি ৷ আমি আর আমার দেশকে হারাতে চাই না ৷ ভালোবাসা ঘৃণাকে জয় করবে ৷ আশা করি, ভয়ও হার মানবে ৷ আমরা একসঙ্গে জয়ী হব ৷" 1991 সালের 21 মে শ্রীপেরামবুদুরে (Sriperumbudur) নির্বাচনী প্রচারে গিয়ে বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির দেহ (Rajiv Gandhi assassination) ৷ তাই ভারতকে ঐক্যবদ্ধ করার আগে বাবার কাছে গিয়ে প্রার্থনা করেন পুত্র নেতা ৷

আরও পড়ুন: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, শ্রীপেরামবুদুরে বাবার সমাধিস্থলে রাহুল

শ্রীপেরামবুদুর, 7 সেপ্টেম্বর: 'ভারত জোড়ো যাত্রা'র সূচনা আজ ৷ বুধবার সকালে কংগ্রেস সাংসদ শ্রীপেরামবুদুরে বাবা রাজীব গান্ধির সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ৷ তাঁর সঙ্গে ছিলেন অন্য নেতা, কর্মীরাও ৷ দিনভর নানা অনুষ্ঠানের পর বিকেল 5টা নাগাদ কন্যাকুমারী থেকে শুরু হবে দেশের প্রাচীনতম দলের ভারতকে ঐক্যবদ্ধ করার যাত্রা (Key Information about Bharat Jodo Yatra starting from Kanyakumari on 7 September) ৷

ভারত জোড়ো যাত্রা কী (What is Bharat Jodo Yatra) ?

  • 7 সেপ্টেম্বর থেকে আগামী 150 দিন ধরে চলবে এই পদযাত্রা ৷
  • রাহুল গান্ধি তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করবেন দেশকে একত্র করার এই পথচলা ৷
  • ৷ কোনও হোটেলে নয়,150 দিন ধরে তিনি একটি কন্টেনারে রাত কাটাবেন ৷
  • 3 হাজার 570 কিমি দীর্ঘ পথ হাঁটবেন রাহুল গান্ধি-সহ অন্যরা ৷
  • কন্যাকুমারী থেকে শুরু হয়ে কাশ্মীরে গিয়ে শেষ হবে ৷
  • পথে পড়বে 12টি রাজ্য
    • I lost my father to the politics of hate and division. I will not lose my beloved country to it too.

      Love will conquer hate. Hope will defeat fear. Together, we will overcome. pic.twitter.com/ODTmwirBHR

      — Rahul Gandhi (@RahulGandhi) September 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'পাকিস্তানে গিয়ে ভারত জোড়ো যাত্রা করুন', রাহুলকে কটাক্ষ হিমন্তের

লক্ষ্য 2024

লোকসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই ৷ তাকে সামনে রেখেই দলকে চাঙ্গা করতে এবং বিজেপি-বিরোধী শক্তি হিসেবে ঘুরে দাঁড়াতে এই কর্মসূচি বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল ৷ তাই এই যাত্রা একেবারে অন্যরকম ৷ কোনও বিলাসবহুল ব্যবস্থা হয়নি কংগ্রেস সাংসদের জন্য ৷ যে কন্টেনারে থাকবেন সেখানেই থাকবে সব ব্যবস্থা ৷ এরকম 60টি কন্টেনার কন্যাকুমারীতে আগেভাগেই পাঠানো হয়েছে । এগুলিকে একত্রে একটি ছোটখাটো গ্রামের মতো দেখতে ৷

প্রতিদিন রাতে নিত্যনতুন জায়গায় থামবে যাত্রা ৷ সেখানেই খানিকক্ষণের জন্য তৈরি হবে অস্থায়ী এই গ্রাম ৷ সোনিয়া-পুত্রের সঙ্গে একসাথে খাওয়াদাওয়া করবেন নেতারা ৷ সূত্রে জানা গিয়েছে, রাহুল মনে করেন এই দীর্ঘ যাত্রাপথে কংগ্রেস সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন ৷ দলের সঙ্গে তৃণমূল স্তরের মানুষের সংযোগ তৈরি হবে ৷

আজ সকালে রাহুল গান্ধি (Rahul Gandhi Tweets) একটি আবেগী টুইট করে লেখেন,"ঘৃণা এবং বিভাজনের রাজনীতিতে আমি আমার বাবাকে হারিয়েছি ৷ আমি আর আমার দেশকে হারাতে চাই না ৷ ভালোবাসা ঘৃণাকে জয় করবে ৷ আশা করি, ভয়ও হার মানবে ৷ আমরা একসঙ্গে জয়ী হব ৷" 1991 সালের 21 মে শ্রীপেরামবুদুরে (Sriperumbudur) নির্বাচনী প্রচারে গিয়ে বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির দেহ (Rajiv Gandhi assassination) ৷ তাই ভারতকে ঐক্যবদ্ধ করার আগে বাবার কাছে গিয়ে প্রার্থনা করেন পুত্র নেতা ৷

আরও পড়ুন: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, শ্রীপেরামবুদুরে বাবার সমাধিস্থলে রাহুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.