ETV Bharat / bharat

Keshav Prasad Maurya সরকারের থেকে সংগঠন বড়, মৌর্যের ওয়ান লাইনারে জল্পনা যোগীরাজ্যে - CM Yogi Adityanath

মৌর্যর টুইট দেশের সবচেয়ে বড় রাজ্যের রাজনৈতিক পালে জোর হাওয়া দিয়েছে (Maurya tweet creates furore in UP politics) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 22, 2022, 1:42 PM IST

Updated : Aug 22, 2022, 3:49 PM IST

লখনউ, 22 অগস্ট: 'সরকারের থেকে সংগঠন বড়' ৷ সোমবার সকালে সামাজিক মাধ্যমে ঠিক এই লাইনটিই পোস্ট করেছেন কেশবপ্রসাদ মৌর্য (Keshav Prasad Maurya tweet) ৷ যোগীর ডেপুটির এই 'ওয়ান লাইনার' কার্যত দেশের সবচেয়ে বড় রাজ্যের রাজনৈতিক পালে জোর হাওয়া দিয়েছে ৷ এই টুইটের পর এখন প্রশ্ন, তবে কি 2024 লোকসভা ভোট মাথায় রেখে সরকারি তখত ছাড়ছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী (Keshav Prasad Maurya) ? আর তা যদি হয় তাহলে তাঁকে দলের বড় কোনও দায়িত্বে নিয়ে আসা হচ্ছে ।

রবিবার কার্যত উত্তাল হয়ে উঠেছিল উত্তরপ্রদেশ ৷ পুলিশের নামে ভুয়ো ফেসবুক পেজ ! আর তা থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) মাথার দাম ৷ মুখ্যমন্ত্রীর মাথা কেটে বাদ দিতে পারলে তাঁকে দু'কোটি টাকা দিয়ে পুরস্কৃত করা হবে । সেই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে ৷ এবার টুইট করে রাজ্য-রাজনীতিতে আরেক জল্পনার জন্ম দিলেন মৌর্য ৷

বর্তমানে আদিত্যনাথকে সাহায্য করেন দুই নেতা । উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন কেশব প্রসাদ মৌর্য, তিনি ওবিসি নেতা ৷ এছাড়াও দায়িত্বে রয়েছেন ব্রাহ্মণ নেতা ব্রজেশ পাঠক । ফলে মৌর্যকে সরিয়ে দিলে তাঁর জায়গায় কাকে আনা হবে, তা জানতেই উৎসুক রাজনৈতিক মহল ৷ অন্যদিকে, বর্তমানে গেরুয়াশিবিরের সভাপতি পদে রয়েছেব স্বতন্ত্র সিংহ, তিনিও ওবিসি নেতা । ফলে মৌর্যকে রাজ্য সভাপতি করা হলে এক ওবিসি নেতার আরেক ওবিসি নেতাই বসবেন । ফলে সেই সমীকরণ বিশেষ বদলাবে না ৷

  • संगठन सरकार से बड़ा है!

    — Keshav Prasad Maurya (@kpmaurya1) August 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিলে সমস্ত মামলা থেকে মুক্তি পেতাম, পারদ চড়ালেন কেজরিওয়ালের ডেপুটি

2022 বিধানসভা ভোটে 273টি সিট পেয়েছে এনডিএ জোট ৷ দু'বছর পরেই লোকসভা ভোট ৷ নির্বাচনের আগে ভেবেচিন্তেই ঘুঁটি সাজাচ্ছে বিজেপি নেতৃত্ব । এই অবস্থায় মৌর্যের টুইট বাড়তি মাইলেজ পেয়েছে । ফলে যোগীর ডেপুটির এই ওয়ান লাইনার শেষপর্যন্ত কোন সমীকরণের জন্ম দেয়, তাই এখন দেখার ৷

লখনউ, 22 অগস্ট: 'সরকারের থেকে সংগঠন বড়' ৷ সোমবার সকালে সামাজিক মাধ্যমে ঠিক এই লাইনটিই পোস্ট করেছেন কেশবপ্রসাদ মৌর্য (Keshav Prasad Maurya tweet) ৷ যোগীর ডেপুটির এই 'ওয়ান লাইনার' কার্যত দেশের সবচেয়ে বড় রাজ্যের রাজনৈতিক পালে জোর হাওয়া দিয়েছে ৷ এই টুইটের পর এখন প্রশ্ন, তবে কি 2024 লোকসভা ভোট মাথায় রেখে সরকারি তখত ছাড়ছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী (Keshav Prasad Maurya) ? আর তা যদি হয় তাহলে তাঁকে দলের বড় কোনও দায়িত্বে নিয়ে আসা হচ্ছে ।

রবিবার কার্যত উত্তাল হয়ে উঠেছিল উত্তরপ্রদেশ ৷ পুলিশের নামে ভুয়ো ফেসবুক পেজ ! আর তা থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) মাথার দাম ৷ মুখ্যমন্ত্রীর মাথা কেটে বাদ দিতে পারলে তাঁকে দু'কোটি টাকা দিয়ে পুরস্কৃত করা হবে । সেই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে ৷ এবার টুইট করে রাজ্য-রাজনীতিতে আরেক জল্পনার জন্ম দিলেন মৌর্য ৷

বর্তমানে আদিত্যনাথকে সাহায্য করেন দুই নেতা । উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন কেশব প্রসাদ মৌর্য, তিনি ওবিসি নেতা ৷ এছাড়াও দায়িত্বে রয়েছেন ব্রাহ্মণ নেতা ব্রজেশ পাঠক । ফলে মৌর্যকে সরিয়ে দিলে তাঁর জায়গায় কাকে আনা হবে, তা জানতেই উৎসুক রাজনৈতিক মহল ৷ অন্যদিকে, বর্তমানে গেরুয়াশিবিরের সভাপতি পদে রয়েছেব স্বতন্ত্র সিংহ, তিনিও ওবিসি নেতা । ফলে মৌর্যকে রাজ্য সভাপতি করা হলে এক ওবিসি নেতার আরেক ওবিসি নেতাই বসবেন । ফলে সেই সমীকরণ বিশেষ বদলাবে না ৷

  • संगठन सरकार से बड़ा है!

    — Keshav Prasad Maurya (@kpmaurya1) August 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিলে সমস্ত মামলা থেকে মুক্তি পেতাম, পারদ চড়ালেন কেজরিওয়ালের ডেপুটি

2022 বিধানসভা ভোটে 273টি সিট পেয়েছে এনডিএ জোট ৷ দু'বছর পরেই লোকসভা ভোট ৷ নির্বাচনের আগে ভেবেচিন্তেই ঘুঁটি সাজাচ্ছে বিজেপি নেতৃত্ব । এই অবস্থায় মৌর্যের টুইট বাড়তি মাইলেজ পেয়েছে । ফলে যোগীর ডেপুটির এই ওয়ান লাইনার শেষপর্যন্ত কোন সমীকরণের জন্ম দেয়, তাই এখন দেখার ৷

Last Updated : Aug 22, 2022, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.