ETV Bharat / bharat

কেরালায় বিজেপির জন্য কোনও জায়গা নেই, বললেন পিনারাই - নিমম

একুশের নির্বাচনে কেরালাতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বিজেপি ৷ তাদের একটি আসন খুইয়েছে এলডিএফ-এর কাছে ৷ জয়ের পর বামনেতা পিনারাই বিজয়ন বললেন, কোনও ধর্মীয় বিভাজন বরদাস্ত করবে না কেরালা ৷

কেরালায় ফের এলডিএফ-এর নেতৃত্বে পিনারাই বিজয়ন
কেরালায় ফের এলডিএফ-এর নেতৃত্বে পিনারাই বিজয়ন
author img

By

Published : May 3, 2021, 12:28 PM IST

তিরুবনন্তপুরম, 3 মে : কেরালায় কোনও সাম্প্রদায়িকতা নয় ৷ বললেন পিনারাই বিজয়ন ৷ কেরালা বিধানসভা নির্বাচনে জয়ের পর দ্বিতীয় বার ক্ষমতায় এল পিনারাইয়ের এলডিএফ ৷

জয়ের পর একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে কেরালার মুখ্যমন্ত্রী পরিষ্কার জানালেন, তাঁর বিরোধী দল কংগ্রেস নেতৃত্বে থাকা ইউডিএফ হলেও এবার বিজেপির নেতৃত্বে থাকা বিরোধী দলগুলির বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবেন তিনি ৷

এবারে বিধানসভা ভোটে এলডিএফকে লড়তে হয়েছিল কংগ্রেসের ইউডিএফ আর বিজেপির এনডিএ-র বিরুদ্ধে ৷ তবে, 2016-র পর আরও 97টি বেশি আসনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরল এলডিএফ ৷ এটা একটা ঐতিহাসিক জয় ৷ আগে পাঁচ বছর অন্তর নির্বাচনে কখনো এলডিএফ তো কখনো ইউডিএফ শাসনে ফিরেছে ৷ সেই প্রথা ভেঙে দ্বিতীয়বারও রইল এলডিএফ ৷ আর এনডিএ রাজ্যের তৃতীয় গুরুত্বপূর্ণ দল হয়েও তাদের একমাত্র নিমম আসনটি খুইয়েছে এলডিএফ-র কাছে ৷

রাজ্যের কন্নুরের ধর্মাদম বিধানসভা কেন্দ্র থেকে বিশাল ভোটে জয়ী হয়েছেন বিজয়ন ৷ জয়ের পর সাম্প্রদায়িকতা নিয়ে এনডিএ-কে আক্রমণ করে তিনি বলেন, "কেরালায় বিজেপির জন্য নয় ৷ কেরালা সাম্প্রদায়িকতা বা ধর্মীয় বিভাজন মেনে নেবে না ৷ গত বার বিজেপি জিতেছিল ইউডিএফ-এর কংগ্রেসের কারণে ৷ আমরা বলেছিলাম কেরালায় বিজেপি অ্যাকাউন্ট বন্ধ করে দেব ৷"

নিমম-এ এনডিএ জোট বিজেপির সবচেয়ে শক্তিশালী নেতা কুম্মানাম রাজশেখরনকে প্রার্থী করেছিল ৷ তিনি মিজোরামের প্রাক্তন রাজ্যপাল ৷ এ ছাড়া মেট্রো ম্যান ই শ্রীধরনকে প্রার্থী করেও মানুষের মন জয়ের চেষ্টা চালিয়েছিল বিজেপি ৷

এমনকি বাদ যাননি কেরালায় কংগ্রেস নেতা রাহুল গান্ধির প্রচার ৷ রাহুলকে কেরালা ছেড়ে অন্য রাজ্যে যেতে বলে এক হাত নিলেন তিনি ৷ রাহুলকে তাঁর পরামর্শ "রাহুল গান্ধী একজন জাতীয় স্তরের নেতা, কিন্তু মানুষ তাঁকে বাম অধ্যুষিত কেরালার মধ্যে দেখতে চান না ৷ এই রাজ্যকে নিশানা না করে ভারতে আরো অনেক বিজেপি নেতৃত্বাধীন রাজ্য আছে, তিনি সেখানে যান, প্রচার করুন ৷"

আরও পড়ুন: কেন্দ্রের কাছে বিনামূল্যে করোনা টিকাকরণের দাবি তৃণমূল-সহ 13 বিরোধী দলের

কেরালার মানুষ এলডিএফ-কে ফিরিয়ে এনেছে, কারণ তারা মানুষের জন্য কাজ করেছে ৷ তবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকুন বা না থাকুন, রাজ্যে এলডিএফ-এর নেতৃত্বে উন্নয়ন চলবে, আশ্বাসবাণী কেরালাবাসীর উদ্দেশ্যে ৷

এর আগে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "এই ঐতিহাসিক জয় এলডিএফ-এর পাঁচ বছরের শাসনের স্বীকৃতি ৷ এই জয় মানুষের ৷ তারা আমাদের উপর আস্থা রেখেছে আর আমরা তাদের উপর ৷ এই বিধানসভা নির্বাচনটা আমাদের জন্য একটা সাঙ্ঘাতিক যুদ্ধ ছিল ৷"

এবার কোভিড-19 একটা চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন "সংক্রমণ এড়াতে আমরা কড়া লকডাউন জারি করেছি ৷"

তবে প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে কোনো বোঝাপড়া নেই এলডিএফ-এর, "অর্থনৈতিক নীতির ব্যাপারে আমাদের সঙ্গে ওদের মতের মিল হয় না ৷"

পশ্চিমবঙ্গের বিজেপির আর তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস-সিপিএম-এর জোট একটা অদ্ভুত ব্যাপার তাঁর কাছে ৷

তিরুবনন্তপুরম, 3 মে : কেরালায় কোনও সাম্প্রদায়িকতা নয় ৷ বললেন পিনারাই বিজয়ন ৷ কেরালা বিধানসভা নির্বাচনে জয়ের পর দ্বিতীয় বার ক্ষমতায় এল পিনারাইয়ের এলডিএফ ৷

জয়ের পর একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে কেরালার মুখ্যমন্ত্রী পরিষ্কার জানালেন, তাঁর বিরোধী দল কংগ্রেস নেতৃত্বে থাকা ইউডিএফ হলেও এবার বিজেপির নেতৃত্বে থাকা বিরোধী দলগুলির বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবেন তিনি ৷

এবারে বিধানসভা ভোটে এলডিএফকে লড়তে হয়েছিল কংগ্রেসের ইউডিএফ আর বিজেপির এনডিএ-র বিরুদ্ধে ৷ তবে, 2016-র পর আরও 97টি বেশি আসনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরল এলডিএফ ৷ এটা একটা ঐতিহাসিক জয় ৷ আগে পাঁচ বছর অন্তর নির্বাচনে কখনো এলডিএফ তো কখনো ইউডিএফ শাসনে ফিরেছে ৷ সেই প্রথা ভেঙে দ্বিতীয়বারও রইল এলডিএফ ৷ আর এনডিএ রাজ্যের তৃতীয় গুরুত্বপূর্ণ দল হয়েও তাদের একমাত্র নিমম আসনটি খুইয়েছে এলডিএফ-র কাছে ৷

রাজ্যের কন্নুরের ধর্মাদম বিধানসভা কেন্দ্র থেকে বিশাল ভোটে জয়ী হয়েছেন বিজয়ন ৷ জয়ের পর সাম্প্রদায়িকতা নিয়ে এনডিএ-কে আক্রমণ করে তিনি বলেন, "কেরালায় বিজেপির জন্য নয় ৷ কেরালা সাম্প্রদায়িকতা বা ধর্মীয় বিভাজন মেনে নেবে না ৷ গত বার বিজেপি জিতেছিল ইউডিএফ-এর কংগ্রেসের কারণে ৷ আমরা বলেছিলাম কেরালায় বিজেপি অ্যাকাউন্ট বন্ধ করে দেব ৷"

নিমম-এ এনডিএ জোট বিজেপির সবচেয়ে শক্তিশালী নেতা কুম্মানাম রাজশেখরনকে প্রার্থী করেছিল ৷ তিনি মিজোরামের প্রাক্তন রাজ্যপাল ৷ এ ছাড়া মেট্রো ম্যান ই শ্রীধরনকে প্রার্থী করেও মানুষের মন জয়ের চেষ্টা চালিয়েছিল বিজেপি ৷

এমনকি বাদ যাননি কেরালায় কংগ্রেস নেতা রাহুল গান্ধির প্রচার ৷ রাহুলকে কেরালা ছেড়ে অন্য রাজ্যে যেতে বলে এক হাত নিলেন তিনি ৷ রাহুলকে তাঁর পরামর্শ "রাহুল গান্ধী একজন জাতীয় স্তরের নেতা, কিন্তু মানুষ তাঁকে বাম অধ্যুষিত কেরালার মধ্যে দেখতে চান না ৷ এই রাজ্যকে নিশানা না করে ভারতে আরো অনেক বিজেপি নেতৃত্বাধীন রাজ্য আছে, তিনি সেখানে যান, প্রচার করুন ৷"

আরও পড়ুন: কেন্দ্রের কাছে বিনামূল্যে করোনা টিকাকরণের দাবি তৃণমূল-সহ 13 বিরোধী দলের

কেরালার মানুষ এলডিএফ-কে ফিরিয়ে এনেছে, কারণ তারা মানুষের জন্য কাজ করেছে ৷ তবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকুন বা না থাকুন, রাজ্যে এলডিএফ-এর নেতৃত্বে উন্নয়ন চলবে, আশ্বাসবাণী কেরালাবাসীর উদ্দেশ্যে ৷

এর আগে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "এই ঐতিহাসিক জয় এলডিএফ-এর পাঁচ বছরের শাসনের স্বীকৃতি ৷ এই জয় মানুষের ৷ তারা আমাদের উপর আস্থা রেখেছে আর আমরা তাদের উপর ৷ এই বিধানসভা নির্বাচনটা আমাদের জন্য একটা সাঙ্ঘাতিক যুদ্ধ ছিল ৷"

এবার কোভিড-19 একটা চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন "সংক্রমণ এড়াতে আমরা কড়া লকডাউন জারি করেছি ৷"

তবে প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে কোনো বোঝাপড়া নেই এলডিএফ-এর, "অর্থনৈতিক নীতির ব্যাপারে আমাদের সঙ্গে ওদের মতের মিল হয় না ৷"

পশ্চিমবঙ্গের বিজেপির আর তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস-সিপিএম-এর জোট একটা অদ্ভুত ব্যাপার তাঁর কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.