কোঝিকোড়, 6 সেপ্টেম্বর : নিপা ভাইরাসে (Nipah virus) আক্রান্ত হয়ে 12 বছরের এক বালকের মৃত্যু হয়েছে কেরালার (Kerala) কোঝিকোড়ে ৷ তার পর সংক্রমণ ঠেকাতে কোঝিকোড় (Kozhikode) জেলা প্রশাসনের তরফে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা আরও বৃদ্ধি করা হয়েছে ৷ এই মারাত্মক ভাইরাসকে দ্রুত নির্মূল করতে এবং সংক্রমণ ঠেকাতে হলে প্রথমেই এর উৎস খুঁজে বের করা প্রয়োজন৷ সেই কাজই এখন তৎপরতার সঙ্গে শুরু করেছে প্রশাসন ৷
আরও পড়ুন : Nipah Virus : কেরালায় নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যু বালকের
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ ( Kerala Heath Minister Veena George) জানিয়েছেন, যে বালক নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, সে আরও অনেকের সংস্পর্শে এসেছিল বলে আশঙ্কা করা হচ্ছে ৷ 20 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ৷ এই 20 জনের ঝুঁকি সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে ৷ এঁদের মধ্যে সাতজনের নমুনা পুনের এনআইভি (Pune NIV)-তে পাঠানো হয়েছে ৷
একই সঙ্গে তিনি জানিয়েছেন, নিপা ভাইরাসের সংক্রমণ কীভাবে আটকানো যায়, তার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ খতিয়ে দেখা হচ্ছে যে ওই ছেলেটি প্রথম সংক্রামিত, নাকি সে কারও থেকে সংক্রামিত হয়েছে ৷ এখনও পর্যন্ত 188 জনকে খুঁজে পাওয়া গিয়েছে, যাঁরা ওই বালকের সংস্পর্শে এসেছিলেন ৷ এর থেকে আরও অনেক বেশি থাকতে পারেন ৷ প্রত্যেককে খোঁজার চেষ্টা করা হচ্ছে ৷
আরও পড়ুন : Corona in India : দেশে কমল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু
প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, প্রাণী সম্পদ বিভাগের আধিকারিকরা চাতামঙ্গলম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় পরিদর্শনে গিয়েছেন ৷ ওই এলাকাতেই এই বালকের মৃত্যু হয়েছে ৷ ওই বালকের বাড়িতেও আধিকারিকরা গিয়েছিলেন ৷ সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ বাদুড়ের মলমূত্রের নমুনাও পরীক্ষার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
জানা গিয়েছে যে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে (Kozhikode Medical College) পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ তাঁদের ট্রুন্যাট (TrueNat) পরীক্ষা করা হবে ৷ এর জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (National Institute of Virology)-তে আলাদা পরীক্ষাগার তৈরি করা হয়েছে ৷ পরীক্ষার ফল পজিটিভ হলে পুনের (Pune) এনআইভি-তে ফাইনাল পরীক্ষা করা হবে ৷ যার ফল 12 ঘণ্টার মধ্যে পাওয়া যাবে ৷ ওই পরীক্ষাই নিশ্চিত করবে নিপা ভাইরাসের সংক্রমণ হয়েছে কি না ৷ এখনও পর্যন্ত দু’জন স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসের সংক্রমণ হয়েছে ৷
আরও পড়ুন : Indians Trapped in Cyprus : সাইপ্রাসে আটকে স্বামী, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর আর্তি
প্রশাসন সূত্রে খবর, গত 27 অগস্ট ওই বালকের জ্বর হয় ৷ তার পর তাঁকে স্থানীয় এক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ৷ তার পর তাকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় ৷ সেখান থেকে তাকে ভর্তি করা হয় কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ তার পর তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই রবিবার সকালে তার মৃত্যু হয় ৷ ওই বালকের থেকে নেওয়া নমুনা পুনের এনআইভি-তে পাঠানো হয় ৷ সেখান থেকে নিশ্চিত করা হয়েছে যে ওই বালক নিপা ভাইরাসেই আক্রান্ত হয়েছিল ৷
এর আগে 2018 সালের মে মাসে কোঝিকোড় জেলাতেই প্রথম নিপা ভাইরাসের সংক্রমণ সামনে এসেছিল ৷ সেই সময় 17 জনের মৃত্যু হয় ৷ আর 18 জন আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসে ৷
আরও পড়ুন : OP Chautala : 86 বছর বয়সে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী