ETV Bharat / bharat

AAP Protest at ECI Office: কাঞ্চন জারিওয়ালা-কাণ্ডের তদন্ত চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে ধরনায় আপ - জাতীয় নির্বাচন কমিশনের অফিসে ধরনায় আপ

সুরাত পূর্বে তাঁদের প্রার্থী কাঞ্চন জারিওয়ালার (Kanchan Jariwala) দলের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রীর এমন অভিযোগের পর প্রতিবাদের সুর চড়াল আপ (Arvind Kejriwal alleges candidate kidnapped by BJP in Gujarat) ৷ দলের শীর্ষ নেতা তথা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার নেতৃত্বে নয়াদিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে প্রতিবাদ দেখান আম আদমি সমর্থকেরা (AAP workers protest at ECI office in New Delhi) ৷

AAP Protest at ECI Office
কাঞ্চন জারিওয়ালা-কাণ্ডের তদন্ত চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে ধরনায় আপ
author img

By

Published : Nov 17, 2022, 3:58 PM IST

নয়াদিল্লি, 17 নভেম্বর: বিজেপি'র ষড়যন্ত্রেই মনোনয়ন প্রত্যাহার করছেন সুরাত পূর্বে তাঁদের প্রার্থী কাঞ্চন জারিওয়ালা (Kanchan Jariwala) ৷ দলের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রীর এমন অভিযোগের পর প্রতিবাদের সুর চড়াল আপ (Arvind Kejriwal alleges candidate kidnapped by BJP in Gujarat) ৷ দলের শীর্ষ নেতা তথা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার নেতৃত্বে নয়াদিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে প্রতিবাদ দেখান আম আদমি সমর্থকেরা (AAP workers protest at ECI office in New Delhi) ৷

কেবল প্রতিবাদেই থেমে থাকেননি তাঁরা, চার ঘণ্টা ধরনার পর কমিশনের কাছে দাবি জানান যে, কাঞ্চন জারিওয়ালার অপহরণের ঘটনার পুঙ্খনাপুঙ্খ তদন্ত না-হওয়া পর্যন্ত সুরাত পূর্বে নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখা হোক ৷ নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে অভিযোগপত্রও প্রদান করেন সিসোদিয়া ৷ দিল্লির উপ-মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপি কেবল আপ প্রার্থী কাঞ্চন জারিওয়ালাকেই নয়, বরং ভারতের গণতন্ত্রকে অপহরণ করেছে ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই ওরা এসব করছে ৷ কাঞ্চন জারিওয়ালাকে অপহরণ করে মনোনয়ন প্রত্যাহারে জোর করেছে ৷ তাই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত না-হওয়া পর্যন্ত সুরাট পূর্বে নির্বাচন স্থগিত রাখার দাবি জানিয়েছি আমরা ৷"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী কেসিআরের পা ছুঁয়ে প্রণাম, উচ্চআধিকারিকের সমালোচনায় কংগ্রেস-বিজেপি

কমিশনের অফিসে গিয়ে প্রতিবাদের সুর চড়ানোর আগে সাংবাদিক সম্মেলনও করেন সিসোদিয়া ৷ সেখানে তিনি বলেন, "শেষবার কমিশনের অফিসেই দলবলক নিয়ে দেখা গিয়েছিল জারিওয়ালাকে ৷ বিজেপির গুণ্ডারা তাঁকে মনোনয়ন প্রত্যাহারের চাপ দিচ্ছিল ৷ এমনকী কমিশনের আধিকারিকদেরও মনোনয়ন বাতিল করতে জোর দেওয়া হয়েছিল ৷ কিন্তু কমিশনের গাইডলাইন অনুসারে জারিওয়ালার মনোনয়ন বাতিল হয়নি ৷ তাই কমিশনের অফিস থেকে বেরনোর পরেই তাঁকে অপহরণ করা হয় ৷ সেই থেকে নিখোঁজ তিনি ৷"

নয়াদিল্লি, 17 নভেম্বর: বিজেপি'র ষড়যন্ত্রেই মনোনয়ন প্রত্যাহার করছেন সুরাত পূর্বে তাঁদের প্রার্থী কাঞ্চন জারিওয়ালা (Kanchan Jariwala) ৷ দলের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রীর এমন অভিযোগের পর প্রতিবাদের সুর চড়াল আপ (Arvind Kejriwal alleges candidate kidnapped by BJP in Gujarat) ৷ দলের শীর্ষ নেতা তথা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার নেতৃত্বে নয়াদিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে প্রতিবাদ দেখান আম আদমি সমর্থকেরা (AAP workers protest at ECI office in New Delhi) ৷

কেবল প্রতিবাদেই থেমে থাকেননি তাঁরা, চার ঘণ্টা ধরনার পর কমিশনের কাছে দাবি জানান যে, কাঞ্চন জারিওয়ালার অপহরণের ঘটনার পুঙ্খনাপুঙ্খ তদন্ত না-হওয়া পর্যন্ত সুরাত পূর্বে নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখা হোক ৷ নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে অভিযোগপত্রও প্রদান করেন সিসোদিয়া ৷ দিল্লির উপ-মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপি কেবল আপ প্রার্থী কাঞ্চন জারিওয়ালাকেই নয়, বরং ভারতের গণতন্ত্রকে অপহরণ করেছে ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই ওরা এসব করছে ৷ কাঞ্চন জারিওয়ালাকে অপহরণ করে মনোনয়ন প্রত্যাহারে জোর করেছে ৷ তাই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত না-হওয়া পর্যন্ত সুরাট পূর্বে নির্বাচন স্থগিত রাখার দাবি জানিয়েছি আমরা ৷"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী কেসিআরের পা ছুঁয়ে প্রণাম, উচ্চআধিকারিকের সমালোচনায় কংগ্রেস-বিজেপি

কমিশনের অফিসে গিয়ে প্রতিবাদের সুর চড়ানোর আগে সাংবাদিক সম্মেলনও করেন সিসোদিয়া ৷ সেখানে তিনি বলেন, "শেষবার কমিশনের অফিসেই দলবলক নিয়ে দেখা গিয়েছিল জারিওয়ালাকে ৷ বিজেপির গুণ্ডারা তাঁকে মনোনয়ন প্রত্যাহারের চাপ দিচ্ছিল ৷ এমনকী কমিশনের আধিকারিকদেরও মনোনয়ন বাতিল করতে জোর দেওয়া হয়েছিল ৷ কিন্তু কমিশনের গাইডলাইন অনুসারে জারিওয়ালার মনোনয়ন বাতিল হয়নি ৷ তাই কমিশনের অফিস থেকে বেরনোর পরেই তাঁকে অপহরণ করা হয় ৷ সেই থেকে নিখোঁজ তিনি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.