ETV Bharat / bharat

Kedarnath Yatra 2023: বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, আপাতত স্থগিত রাখা হল কেদারনাথ যাত্রা - কেদারনাথ যাত্রা

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির জেরে বন্ধ করে দেওয়া হল কেদারনাথ যাত্রা ৷ মাঝ রাস্তায় থামিয়ে দেওয়া হয়েছে তীর্থযাত্রীদের ৷ যাতায়াতের রুটে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিআরপিএফ ৷

Etv Bharat
কেদারনাথ ধাম
author img

By

Published : Jun 25, 2023, 8:08 PM IST

রুদ্রপ্রয়াগ, 25 জুন: প্রতিকূল আবহাওয়ার জন্য আপাতত বন্ধ করে দেওয়া হল কেদারনাথ যাত্রা ৷ আবহাওয়া পরিষ্কার হলেই ফের যাত্রা শুরু করা হবে বলে জানা গিয়েছে ৷ কেদারনাথ ধাম-সহ সেখানে হেঁটে যাওয়ার পথে রবিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ৷ যার জেরে সমস্যায় পড়েছেন তীর্থযাত্রীরা ৷ আপাতত যাত্রীদের নিরাপদ স্থানে নামিয়ে আনা হয়েছে ৷ সোনপ্রয়াগে 5 হাজার যাত্রী ও গৌরীকুণ্ডে 3 হাজার যাত্রী আটকে পড়েছেন ৷ যাতায়াতের রুটে এসডিআরএফ ও পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে ৷

জানানো হয়েছে, উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে ৷ প্রবল বৃষ্টির জেরে গঙ্গার জলস্তরও বেড়েছে অনেক ৷ নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে প্রশাসন ইকো-ট্যুরিজম এলাকার কৌদিয়ালা ও মুনিকি রেটির মধ্যে রাফটিং নিষিদ্ধ করেছে ৷ রবি ও সোমবার দু'দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ৷ আবহাওয়ার পরিস্থিতির পাশাপাশি বৃষ্টি ও গঙ্গার জলস্তর দেখে দু'দিন পর রাফটিম চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

ফের কবে কেদারনাথ যাত্রা শুরু হবে, তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি ৷ সকলেই আবহাওয়ার পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছেন ৷ আবহাওয়া যাত্রার অনুকূল হলেই ফের শুরু হবে কেদারের উদ্দেশ্যে যাত্রা ৷ এ বছর যাত্রা শুরু হওয়ার পর থেকেই একাধিকবার প্রতিকূল আবহাওয়ার জেরে পুণ্যার্থীদের মাঝ রাস্তায় আটকানো হয় ৷ এবার ফের বৃষ্টিতে আটকে গেল যাত্রা ৷

মুসৌরিতেও শনিবার গভীর রাত থেকে বৃষ্টি হচ্ছে ৷ এতে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ৷ অবিরাম বৃষ্টির জেরে মুসৌরিতে তাপমাত্রা কমে গিয়েছে ৷ মুসৌরি মল রোডের অনেক জায়গায় জল জমে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে ৷ যে কারণে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ ৷ জানা গিয়েছে, সম্প্রতি মল রোডে পুনর্নিমাণের কাজ শুরু হয়েছে ৷ তবে পূর্ত দফতরের কাজ নিয়ে প্রশ্ন তুলেছে মানুষ ৷

আরও পড়ুন : প্রতিকূল আবহাওয়াতেই উৎসব, 6 মাস পর ফের ভক্তমাঝে বাবা কেদারনাথ

রুদ্রপ্রয়াগ, 25 জুন: প্রতিকূল আবহাওয়ার জন্য আপাতত বন্ধ করে দেওয়া হল কেদারনাথ যাত্রা ৷ আবহাওয়া পরিষ্কার হলেই ফের যাত্রা শুরু করা হবে বলে জানা গিয়েছে ৷ কেদারনাথ ধাম-সহ সেখানে হেঁটে যাওয়ার পথে রবিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ৷ যার জেরে সমস্যায় পড়েছেন তীর্থযাত্রীরা ৷ আপাতত যাত্রীদের নিরাপদ স্থানে নামিয়ে আনা হয়েছে ৷ সোনপ্রয়াগে 5 হাজার যাত্রী ও গৌরীকুণ্ডে 3 হাজার যাত্রী আটকে পড়েছেন ৷ যাতায়াতের রুটে এসডিআরএফ ও পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে ৷

জানানো হয়েছে, উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে ৷ প্রবল বৃষ্টির জেরে গঙ্গার জলস্তরও বেড়েছে অনেক ৷ নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে প্রশাসন ইকো-ট্যুরিজম এলাকার কৌদিয়ালা ও মুনিকি রেটির মধ্যে রাফটিং নিষিদ্ধ করেছে ৷ রবি ও সোমবার দু'দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ৷ আবহাওয়ার পরিস্থিতির পাশাপাশি বৃষ্টি ও গঙ্গার জলস্তর দেখে দু'দিন পর রাফটিম চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

ফের কবে কেদারনাথ যাত্রা শুরু হবে, তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি ৷ সকলেই আবহাওয়ার পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছেন ৷ আবহাওয়া যাত্রার অনুকূল হলেই ফের শুরু হবে কেদারের উদ্দেশ্যে যাত্রা ৷ এ বছর যাত্রা শুরু হওয়ার পর থেকেই একাধিকবার প্রতিকূল আবহাওয়ার জেরে পুণ্যার্থীদের মাঝ রাস্তায় আটকানো হয় ৷ এবার ফের বৃষ্টিতে আটকে গেল যাত্রা ৷

মুসৌরিতেও শনিবার গভীর রাত থেকে বৃষ্টি হচ্ছে ৷ এতে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ৷ অবিরাম বৃষ্টির জেরে মুসৌরিতে তাপমাত্রা কমে গিয়েছে ৷ মুসৌরি মল রোডের অনেক জায়গায় জল জমে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে ৷ যে কারণে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ ৷ জানা গিয়েছে, সম্প্রতি মল রোডে পুনর্নিমাণের কাজ শুরু হয়েছে ৷ তবে পূর্ত দফতরের কাজ নিয়ে প্রশ্ন তুলেছে মানুষ ৷

আরও পড়ুন : প্রতিকূল আবহাওয়াতেই উৎসব, 6 মাস পর ফের ভক্তমাঝে বাবা কেদারনাথ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.