ETV Bharat / bharat

Delhi Liquor Scam: দিল্লি আবগারি দুর্নীতি ইডির চার্জশিটে নাম কেসিআর কন্যা কবিতার - আম আদমি পার্টি

দিল্লি আবগারি দুর্নীতি (Delhi Liquor Scam) চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টর ৷ অভিযুক্তদের তালিকায় একাধিক নাম রয়েছে ৷ সেই নামগুলির মধ্যে অন্যতম তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর কন্যা কবিতা ৷

ETV BHARAT
দিল্লি আবগারি দুর্নীতি ইডির চার্জশিটে নাম থাকা অভিযুক্তরা
author img

By

Published : Dec 21, 2022, 12:55 PM IST

হায়দরাবাদ (তেলঙ্গানা), 21 ডিসেম্বর: দিল্লি আবগারি দুর্নীতি (Delhi Liquor Scam) এবার নাম জড়াল তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (Telangana CM KCR) মেয়ের ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) তরফে এই মামলায় চার্জশিট পেশ করা হয়েছে আদালতে ৷ সেই চার্জশিটেই নাম রয়েছে কেসিআর কন্যা কবিতার (KCR daughter Kavitha) ৷ তিনি তেলঙ্গানা বিধান পরিষদের সদস্য ৷

এছাড়াও ইডির (ED) চার্জশিটে নাম রয়েছে, সাংসদ মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডি, তাঁর ছেলে রাঘব রেড্ডি এবং অরবিন্দ ফার্মা নামে একটি সংস্থার ডিরেক্টর শরৎচন্দ্র রেড্ডির ৷ দিল্লি আবগারি দুর্নীতি ইডি সমীর মহেন্দ্রু নাম একজনকে আগেই গ্রেফতার করেছে ৷ সেই সংক্রান্ত মামলাতেই এই চার্জশিট পেশ করা হয়েছে ৷

ইডির চার্জশিটে আরও অনেকের নাম রয়েছে ৷ তাঁদের বোইনাপল্লি অভিষেক, বুচি বাবু এবং অরুণ পিল্লাই এই দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ । ইডি এই মামলায় সমীর মহেন্দ্রু, পি শরৎচন্দ্র রেড্ডি, বিনয় বাবু, বিজয় নায়ার এবং বোইনাপল্লি অভিষেককে জিজ্ঞাসাবাদ করে ৷ সেই তথ্যের ভিত্তিতেই চার্জশিট পেশ করেছে আর্থিক দুর্নীতির তদন্তকারী এই সংস্থা ৷

ইডির চার্জশিটে বলা হয়েছে যে ইন্দোস্পিরিট কোম্পানির মূল অংশীদার মাগুন্ত রাঘব রেড্ডি এবং কবিতা ৷ ওই সংস্থা 14,05,58,890 বোতল মদ বিক্রি করেছে এবং 192.8 কোটি টাকা আয় করেছে । মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডি, রাঘব রেড্ডি, শরৎ রেড্ডি এবং কে কবিতার নিয়ন্ত্রণাধীন সংস্থা দ্য সাউথ গ্রুপ এর জন্য বিজয় নায়ারকে 100 কোটি টাকা দিয়েছে ।

দ্য সাউথ গ্রুপ ও আম আদমি পার্টি (Aam Aadmi Party) নেতাদের মধ্যে একটি চুক্তি হয় ৷ সেই অনুযায়ী, তারা এই টাকা অগ্রিম হিসেবে দিয়েছিল ৷ ফলে অনৈতিক সুবিধা পেয়েছে ওই সংস্থা ৷ অনুদানের আকারে দেওয়া 100 কোটি টাকা পুনরুদ্ধারের জন্য ইন্দোস্পিরিট সংস্থা সাউথ গ্রুপকে 65 শতাংশ অংশীদারী দিয়েছিল ৷ ইন্দোস্পিরিটের অংশীদারিত্বে সাউথ গ্রুপের নেতৃত্বে অরুণ পিল্লাই এবং প্রেম রাহুলের নাম রাখা হয় ৷ দু’টো নামই ছিল বেনামি প্রতিনিধি হিসেবে ৷ এই মামলায় জড়িত 36 জনেরও বেশি লোক 170টি ফোন ধ্বংস করেছে ।

ইডি চার্জশিটে দাবি করা হয়েছে, এই বছরের জানুয়ারিতে কবিতার সঙ্গে হায়দরাবাদে তাঁর বাড়িতে দেখা করেছিলেন সমীর । সমীরের সঙ্গে শরৎচন্দ্র রেড্ডি, অরুণ পিল্লাই, অভিষেক এবং কবিতার স্বামী অনিলও সেখানে উপস্থিত ছিলেন । সেই উপলক্ষ্যে কবিতা অরুণ পিল্লাইকে আশ্বস্ত করেছিলেন যে তিনি (অরুণ) পরিবারের সদস্যের মতো ৷ আর তাঁর সঙ্গে ব্যবসা করা মানে কবিতার সঙ্গেই ব্যবসা করা ।

ইডির চার্জশিট অনুযায়ী, আপের (AAP) মনোনীত বিজয় নায়ার অরুণ পিল্লাইকে জানান যে এই মদ কেলেঙ্কারি থেকে 10 হাজার কোটি টাকা আয় হবে ৷ তাই তাঁদের বড় প্রভাবশালীদের দরকার । সেই সময় শরৎচন্দ্র রেড্ডি দিল্লির মদের ব্যবসায় আগ্রহ দেখিয়েছিলেন । এই প্রেক্ষাপটেই তিনি বুচি বাবুকে টাকা জোগাড় ও বিপণন বিশ্লেষণের জন্য ব্যবহার করেছিলেন ৷

আরও পড়ুন: দিল্লি আবগারি দুর্নীতি, রবিবার সকালে কেসিআর-কন্যার বাড়িতে সিবিআই

হায়দরাবাদ (তেলঙ্গানা), 21 ডিসেম্বর: দিল্লি আবগারি দুর্নীতি (Delhi Liquor Scam) এবার নাম জড়াল তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (Telangana CM KCR) মেয়ের ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) তরফে এই মামলায় চার্জশিট পেশ করা হয়েছে আদালতে ৷ সেই চার্জশিটেই নাম রয়েছে কেসিআর কন্যা কবিতার (KCR daughter Kavitha) ৷ তিনি তেলঙ্গানা বিধান পরিষদের সদস্য ৷

এছাড়াও ইডির (ED) চার্জশিটে নাম রয়েছে, সাংসদ মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডি, তাঁর ছেলে রাঘব রেড্ডি এবং অরবিন্দ ফার্মা নামে একটি সংস্থার ডিরেক্টর শরৎচন্দ্র রেড্ডির ৷ দিল্লি আবগারি দুর্নীতি ইডি সমীর মহেন্দ্রু নাম একজনকে আগেই গ্রেফতার করেছে ৷ সেই সংক্রান্ত মামলাতেই এই চার্জশিট পেশ করা হয়েছে ৷

ইডির চার্জশিটে আরও অনেকের নাম রয়েছে ৷ তাঁদের বোইনাপল্লি অভিষেক, বুচি বাবু এবং অরুণ পিল্লাই এই দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ । ইডি এই মামলায় সমীর মহেন্দ্রু, পি শরৎচন্দ্র রেড্ডি, বিনয় বাবু, বিজয় নায়ার এবং বোইনাপল্লি অভিষেককে জিজ্ঞাসাবাদ করে ৷ সেই তথ্যের ভিত্তিতেই চার্জশিট পেশ করেছে আর্থিক দুর্নীতির তদন্তকারী এই সংস্থা ৷

ইডির চার্জশিটে বলা হয়েছে যে ইন্দোস্পিরিট কোম্পানির মূল অংশীদার মাগুন্ত রাঘব রেড্ডি এবং কবিতা ৷ ওই সংস্থা 14,05,58,890 বোতল মদ বিক্রি করেছে এবং 192.8 কোটি টাকা আয় করেছে । মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডি, রাঘব রেড্ডি, শরৎ রেড্ডি এবং কে কবিতার নিয়ন্ত্রণাধীন সংস্থা দ্য সাউথ গ্রুপ এর জন্য বিজয় নায়ারকে 100 কোটি টাকা দিয়েছে ।

দ্য সাউথ গ্রুপ ও আম আদমি পার্টি (Aam Aadmi Party) নেতাদের মধ্যে একটি চুক্তি হয় ৷ সেই অনুযায়ী, তারা এই টাকা অগ্রিম হিসেবে দিয়েছিল ৷ ফলে অনৈতিক সুবিধা পেয়েছে ওই সংস্থা ৷ অনুদানের আকারে দেওয়া 100 কোটি টাকা পুনরুদ্ধারের জন্য ইন্দোস্পিরিট সংস্থা সাউথ গ্রুপকে 65 শতাংশ অংশীদারী দিয়েছিল ৷ ইন্দোস্পিরিটের অংশীদারিত্বে সাউথ গ্রুপের নেতৃত্বে অরুণ পিল্লাই এবং প্রেম রাহুলের নাম রাখা হয় ৷ দু’টো নামই ছিল বেনামি প্রতিনিধি হিসেবে ৷ এই মামলায় জড়িত 36 জনেরও বেশি লোক 170টি ফোন ধ্বংস করেছে ।

ইডি চার্জশিটে দাবি করা হয়েছে, এই বছরের জানুয়ারিতে কবিতার সঙ্গে হায়দরাবাদে তাঁর বাড়িতে দেখা করেছিলেন সমীর । সমীরের সঙ্গে শরৎচন্দ্র রেড্ডি, অরুণ পিল্লাই, অভিষেক এবং কবিতার স্বামী অনিলও সেখানে উপস্থিত ছিলেন । সেই উপলক্ষ্যে কবিতা অরুণ পিল্লাইকে আশ্বস্ত করেছিলেন যে তিনি (অরুণ) পরিবারের সদস্যের মতো ৷ আর তাঁর সঙ্গে ব্যবসা করা মানে কবিতার সঙ্গেই ব্যবসা করা ।

ইডির চার্জশিট অনুযায়ী, আপের (AAP) মনোনীত বিজয় নায়ার অরুণ পিল্লাইকে জানান যে এই মদ কেলেঙ্কারি থেকে 10 হাজার কোটি টাকা আয় হবে ৷ তাই তাঁদের বড় প্রভাবশালীদের দরকার । সেই সময় শরৎচন্দ্র রেড্ডি দিল্লির মদের ব্যবসায় আগ্রহ দেখিয়েছিলেন । এই প্রেক্ষাপটেই তিনি বুচি বাবুকে টাকা জোগাড় ও বিপণন বিশ্লেষণের জন্য ব্যবহার করেছিলেন ৷

আরও পড়ুন: দিল্লি আবগারি দুর্নীতি, রবিবার সকালে কেসিআর-কন্যার বাড়িতে সিবিআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.