ETV Bharat / bharat

Congress Arrange Virtual Rallies : প্রচারের বিধিনিষেধ বাড়তেই পুরোদমে ভার্চুয়াল জনসভার আয়োজন কংগ্রেসের

ভারতের নির্বাচন কমিশন জমায়েতের মাধ্যমে ভোটের প্রচার বন্ধ রাখার সময়সীমা 11 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে (ECI extends ban on physical rallies) ৷ আর তার পরেই সম্পূর্ণভাবে ভার্চুয়াল প্রচারে মন দিল কংগ্রেস (Congress gears up for virtual campaigning) ৷ 10 তারিখ থেকে শুরু হতে চলা পাঁচ রাজ্যের নির্বাচনে ভার্চুয়ালি প্রচার করবেন রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতারা ৷

KC Venugopal Writes Letter to Five States PCC Leaders for Arrangement of Virtual Rallies
KC Venugopal Writes Letter to Five States PCC Leaders for Arrangement of Virtual Rallies
author img

By

Published : Feb 1, 2022, 10:50 AM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : অবশেষে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে পুরোদমে ভার্চুয়াল প্রচার শুরু করছে কংগ্রেস (Congress gears up for virtual campaigning) ৷ করোনা আবহে ভারতের নির্বাচন কমিশন জমায়েতের মাধ্যমে ভোটের প্রচার বন্ধ রাখার সময়সীমা 11 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে (ECI extends ban on physical rallies) ৷ তার পরেই পঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুরের কংগ্রেস নেতৃত্বকে নির্দেশিকা পাঠিয়েছে হাইকমান্ড ৷

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এ নিয়ে পাঁচ রাজ্যের নেতৃত্বকে চিঠি পাঠিয়ে ভার্চুয়াল প্রচার সভার আয়োজন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন (KC Venugopal Writes Letter to Five States PCC Leaders for Arrangement of Virtual Rallies) ৷ সেই চিঠিতে বেণুগোপাল বলেছেন, জলন্ধরে রাহুল গান্ধির প্রচারের জন্য ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছিল ৷ সেই একই পন্থা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন তিনি ৷ পঞ্জাব কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, রাহুল গান্ধির সেই ভার্চুয়াল প্রচার প্রায় 9 লক্ষ মানুষ দেখেছেন ৷

চিঠিতে সেই সঙ্গে এও বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, কোভিডবিধি মেনে 300 থেকে 500 জনের জমায়েত করে ভার্চুয়াল সভার আয়োজন করতে ৷ এর জন্য প্রশাসনের থেকে অনুমতি নিয়ে এলইডি স্ক্রিন লাগানোর নির্দেশও দিয়েছেন ৷ 5 রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং প্রত্যেক প্রার্থীর কাছে এই নির্দেশিকা গিয়েছে বলে কংগ্রেস হাইকমান্ড সূত্রে খবর ৷

আরও পড়ুন : Ban On Political Road Shows Rallies Extended: রাজনৈতিক মিছিলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল, জনসভায় কিছুটা ছাড় কমিশনের

ভার্চুয়াল এই জনসভাগুলির ভাষণ বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য যাতে প্রতিটি ভোটারের কাছে পৌঁছায় সেই ব্যবস্থাও নিয়েছে কংগ্রেস ৷ এর জন্য প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে কোঅর্ডিনেটর নিয়োগ করেছে হাত শিবির ৷ তাঁদের কাজই হবে প্রতিটি কেন্দ্রের প্রত্যন্ত এলাকায় যাতে কংগ্রেসের শীর্ষ নেতাদের বক্তব্য পৌঁছে যায়, তার ব্যবস্থা করা ৷ শুধু ভার্চুয়াল জনসভার আয়োজন করলেই হবে না ৷ প্রতিটি জনসভার শেষে প্রচারের একটি রিপোর্ট তৈরি করতে হবে সংশ্লিষ্ট কেন্দ্রের কোঅর্ডিনেটরকে ৷ মানুষ যে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনেছে সেই ছবি সহ ওই রিপোর্ট কংগ্রেসের দিল্লির কার্যালয়ে পাঠাতে হবে ৷

আরও পড়ুন : SP Singh Baghel vs Akhilesh Yadav: কারহালে অখিলেশের বিরুদ্ধে বিজেপির বাজি কেন্দ্রীয় মন্ত্রী এসপি বাঘেল

এই বিশাল কর্মকাণ্ডের আয়োজন নিয়ে সম্প্রতি কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান রোহন গুপ্তা শীর্ষ নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ৷ আগামিকাল, 2 ফেব্রুয়ারি কংগ্রেস নেতা রাহুল গান্ধি গোয়ায় ভার্চুয়াল জনসভা করবেন ৷ পাশাপাশি, প্রিয়াঙ্কা গান্ধি উত্তরাখণ্ড বিধানসভার ইস্তেহারে প্রকাশ করবেন দেরাদুনে ৷ এই সব কর্মসূচি ভার্চুয়ালি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে ৷

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : অবশেষে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে পুরোদমে ভার্চুয়াল প্রচার শুরু করছে কংগ্রেস (Congress gears up for virtual campaigning) ৷ করোনা আবহে ভারতের নির্বাচন কমিশন জমায়েতের মাধ্যমে ভোটের প্রচার বন্ধ রাখার সময়সীমা 11 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে (ECI extends ban on physical rallies) ৷ তার পরেই পঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুরের কংগ্রেস নেতৃত্বকে নির্দেশিকা পাঠিয়েছে হাইকমান্ড ৷

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এ নিয়ে পাঁচ রাজ্যের নেতৃত্বকে চিঠি পাঠিয়ে ভার্চুয়াল প্রচার সভার আয়োজন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন (KC Venugopal Writes Letter to Five States PCC Leaders for Arrangement of Virtual Rallies) ৷ সেই চিঠিতে বেণুগোপাল বলেছেন, জলন্ধরে রাহুল গান্ধির প্রচারের জন্য ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছিল ৷ সেই একই পন্থা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন তিনি ৷ পঞ্জাব কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, রাহুল গান্ধির সেই ভার্চুয়াল প্রচার প্রায় 9 লক্ষ মানুষ দেখেছেন ৷

চিঠিতে সেই সঙ্গে এও বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, কোভিডবিধি মেনে 300 থেকে 500 জনের জমায়েত করে ভার্চুয়াল সভার আয়োজন করতে ৷ এর জন্য প্রশাসনের থেকে অনুমতি নিয়ে এলইডি স্ক্রিন লাগানোর নির্দেশও দিয়েছেন ৷ 5 রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং প্রত্যেক প্রার্থীর কাছে এই নির্দেশিকা গিয়েছে বলে কংগ্রেস হাইকমান্ড সূত্রে খবর ৷

আরও পড়ুন : Ban On Political Road Shows Rallies Extended: রাজনৈতিক মিছিলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল, জনসভায় কিছুটা ছাড় কমিশনের

ভার্চুয়াল এই জনসভাগুলির ভাষণ বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য যাতে প্রতিটি ভোটারের কাছে পৌঁছায় সেই ব্যবস্থাও নিয়েছে কংগ্রেস ৷ এর জন্য প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে কোঅর্ডিনেটর নিয়োগ করেছে হাত শিবির ৷ তাঁদের কাজই হবে প্রতিটি কেন্দ্রের প্রত্যন্ত এলাকায় যাতে কংগ্রেসের শীর্ষ নেতাদের বক্তব্য পৌঁছে যায়, তার ব্যবস্থা করা ৷ শুধু ভার্চুয়াল জনসভার আয়োজন করলেই হবে না ৷ প্রতিটি জনসভার শেষে প্রচারের একটি রিপোর্ট তৈরি করতে হবে সংশ্লিষ্ট কেন্দ্রের কোঅর্ডিনেটরকে ৷ মানুষ যে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনেছে সেই ছবি সহ ওই রিপোর্ট কংগ্রেসের দিল্লির কার্যালয়ে পাঠাতে হবে ৷

আরও পড়ুন : SP Singh Baghel vs Akhilesh Yadav: কারহালে অখিলেশের বিরুদ্ধে বিজেপির বাজি কেন্দ্রীয় মন্ত্রী এসপি বাঘেল

এই বিশাল কর্মকাণ্ডের আয়োজন নিয়ে সম্প্রতি কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান রোহন গুপ্তা শীর্ষ নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ৷ আগামিকাল, 2 ফেব্রুয়ারি কংগ্রেস নেতা রাহুল গান্ধি গোয়ায় ভার্চুয়াল জনসভা করবেন ৷ পাশাপাশি, প্রিয়াঙ্কা গান্ধি উত্তরাখণ্ড বিধানসভার ইস্তেহারে প্রকাশ করবেন দেরাদুনে ৷ এই সব কর্মসূচি ভার্চুয়ালি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.