ETV Bharat / bharat

Kashi Vishwanath Corridor : সাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত কাশী বিশ্বনাথ করিডর, সোমবার উদ্বোধন প্রধানমন্ত্রীর

author img

By

Published : Dec 12, 2021, 4:56 PM IST

জনসাধারণের জন্য প্রস্তুত কাশী বিশ্বনাথ করিডর (Kashi Vishwanath Corridor) ৷ সোমবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে (Kashi Vishwanath Corridor Ready to Open for Public) ৷

Kashi Vishwanath Corridor
জনসাধারণের জন্য প্রস্তুত কাশী বিশ্বনাথ করিডর

বারাণসী, 12 ডিসেম্বর : প্রস্তুত বারাণসীর কাশী বিশ্বনাথ করিডর (Kashi Vishwanath Corridor) ৷ শুধু অপেক্ষা সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধনের (PM Narendra Modi inaugurate Kashi Vishwanath Corridor) ৷ তার পর সেখানকার মানুষ এবং পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বহু প্রতিক্ষীত এই করিডরটি ৷ আশা করা হচ্ছে, কেন্দ্রের অন্যতম বড় এই প্রকল্পের জেরে ধর্মীয় শহরের পর্যটন আরও শক্তিশালী হবে ৷ আর আগামী বছরের শুরুতে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে ঐতিহাসিক কাশী বিশ্বনাথ মন্দিরকে ঘিরে তৈরি হওয়া এই প্রকল্পের উদ্বোধন বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

কাশী বিশ্বনাথ করিডরের মূল প্রবেশদ্বার এবং অন্যান্য কারুকার্য পাথর দিয়ে তৈরি ৷ এছাড়াও ব্যবহার হওয়া অন্যান্য জিনিসগুলি ঐতিহ্যশালী কারুশিল্পের তৈরি ৷ আর এই করিডরের উদ্বোধনকে ঘিরে বারাণসীর মানুষের মধ্যে এবং সেখানে ঘুরতে যাওয়া দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের মধ্যে দারুণ উৎসাহ রয়েছে (Kashi Vishwanath Corridor Ready to Open for Public) ৷ তাই উদ্বোধনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কড়কড়ি করা হয়েছে ৷ বিশেষ করে যেখানে প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উদ্বোধনে উপস্থিত থাকবেন ৷

আরও পড়ুন : Priyanka Gandhi : কৃষক সমাবেশে বক্তৃতার আগে বিশ্বনাথের দরজায় প্রিয়াঙ্কা গান্ধি

কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধনকে ঘিরে বারাণসীর রাস্তায় পোস্টারে ছেয়ে গিয়েছে ৷ যেখানে এই প্রকল্পের রূপকল্প উপলব্ধি করানোর জন্য মোদিকে অভিনন্দন জানানো হয়েছে ৷ 1780 সালে বর্তমান কাশী বিশ্বনাথ মন্দির তৈরি করিয়েছিলেন মহারাণী অহল্যাবাঈ হোলকার ৷ আর 19 শতকে মহারাজা রঞ্জিত সিং সোনার মুকুট দান করেছিলেন ৷ ডিসেম্বরের শুরুতে এই করিডরের আর্কিটেক বিমল প্যাটেল জানান, মন্দিরের আসল কাঠামোকে নষ্ট না করেই তার আশেপাশে সৌন্দর্যায়ন এবং অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত কাজগুলি করা হয়েছে ৷ যেখানে, বারাণসী সিটি গ্যালারি, জাদুঘর, মাল্টিপারপাস অডিটরিয়াম তৈরি করা হয়েছে ৷

বারাণসী, 12 ডিসেম্বর : প্রস্তুত বারাণসীর কাশী বিশ্বনাথ করিডর (Kashi Vishwanath Corridor) ৷ শুধু অপেক্ষা সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধনের (PM Narendra Modi inaugurate Kashi Vishwanath Corridor) ৷ তার পর সেখানকার মানুষ এবং পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বহু প্রতিক্ষীত এই করিডরটি ৷ আশা করা হচ্ছে, কেন্দ্রের অন্যতম বড় এই প্রকল্পের জেরে ধর্মীয় শহরের পর্যটন আরও শক্তিশালী হবে ৷ আর আগামী বছরের শুরুতে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে ঐতিহাসিক কাশী বিশ্বনাথ মন্দিরকে ঘিরে তৈরি হওয়া এই প্রকল্পের উদ্বোধন বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

কাশী বিশ্বনাথ করিডরের মূল প্রবেশদ্বার এবং অন্যান্য কারুকার্য পাথর দিয়ে তৈরি ৷ এছাড়াও ব্যবহার হওয়া অন্যান্য জিনিসগুলি ঐতিহ্যশালী কারুশিল্পের তৈরি ৷ আর এই করিডরের উদ্বোধনকে ঘিরে বারাণসীর মানুষের মধ্যে এবং সেখানে ঘুরতে যাওয়া দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের মধ্যে দারুণ উৎসাহ রয়েছে (Kashi Vishwanath Corridor Ready to Open for Public) ৷ তাই উদ্বোধনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কড়কড়ি করা হয়েছে ৷ বিশেষ করে যেখানে প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উদ্বোধনে উপস্থিত থাকবেন ৷

আরও পড়ুন : Priyanka Gandhi : কৃষক সমাবেশে বক্তৃতার আগে বিশ্বনাথের দরজায় প্রিয়াঙ্কা গান্ধি

কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধনকে ঘিরে বারাণসীর রাস্তায় পোস্টারে ছেয়ে গিয়েছে ৷ যেখানে এই প্রকল্পের রূপকল্প উপলব্ধি করানোর জন্য মোদিকে অভিনন্দন জানানো হয়েছে ৷ 1780 সালে বর্তমান কাশী বিশ্বনাথ মন্দির তৈরি করিয়েছিলেন মহারাণী অহল্যাবাঈ হোলকার ৷ আর 19 শতকে মহারাজা রঞ্জিত সিং সোনার মুকুট দান করেছিলেন ৷ ডিসেম্বরের শুরুতে এই করিডরের আর্কিটেক বিমল প্যাটেল জানান, মন্দিরের আসল কাঠামোকে নষ্ট না করেই তার আশেপাশে সৌন্দর্যায়ন এবং অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত কাজগুলি করা হয়েছে ৷ যেখানে, বারাণসী সিটি গ্যালারি, জাদুঘর, মাল্টিপারপাস অডিটরিয়াম তৈরি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.