ETV Bharat / bharat

Karnataka Polls 2023: চূড়ান্ত 125 নাম, বুধবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশ কংগ্রেসের - 125টি নাম চূড়ান্ত কংগ্রেসের

2023 সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Polls 2023) জন্য মোট 224 বিধায়কের মধ্যে 125 জন-সহ প্রথম তালিকা প্রকাশ করতে প্রস্তুত কংগ্রেস ৷ 22 মার্চ আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ (Congress first list out) ৷ দলের বেশিরভাগ বর্তমান বিধায়কদের টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

Congress candidates list for Karnataka polls
কর্ণাটক বিধানসভা নির্বাচন কংগ্রেসের প্রার্থীর তালিকা
author img

By

Published : Mar 18, 2023, 8:13 PM IST

বেঙ্গালুরু, 18 মার্চ: 2023 কর্ণাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly elections) জন্য 125 জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করল কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি (Central Election Committee) ৷ উগাডি (Ugadi festival) উপলক্ষে আগামী 22 মার্চ প্রকাশ করা হবে প্রথম তালিকা ৷ কংগ্রেসের তরফে একটি টুইটে একথা জানানো হয়েছে। এআইসিসির প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি (Former AICC president Rahul Gandhi) 20 মার্চ বেলগাঁও সফর করবেন ৷ এরপরেই এই প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে (Congress candidates list for Karnataka polls) ।

তবে প্রকাশের আগেই সামনে এসেছে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নামের তালিকা । কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) সভাপতিত্বে শুক্রবার নয়াদিল্লিতে একটি বৈঠকে 224টি আসনের মধ্যে 125 জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। সূত্রের খবর, কংগ্রেস বেশিরভাগ বর্তমান বিধায়ককে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব মুষ্টিমেয় বিধায়কের বিধানসভা নির্বাচনে হারার সম্ভাবনা রয়েছে তাদের টিকিট দেওয়া হবে না 2023-এর ভোটে ।

মনে করা হচ্ছে, হরিহর কেন্দ্রের বর্তমান কংগ্রেস বিধায়ক রামাপ্পা (Ramappa), লিঙ্গাসাগুর থেকে ডিএস হুলাগেরি (DS Hoolageri) এবং কুন্ডগোলা থেকে কুসুমা শিবল্লীকে (Kusuma Shivalli) মনোনয়ন দেওয়ার সম্ভাবনা কম । অন্যদিকে, পরিবারের সদস্যদের বা বিধায়ক ভেঙ্কটারমানাপ্পা (Venkataramanappa) (পাভাগাদা) এবং আফজালাপুরার বিধায়ক এমওয়াই পাটিলের (MY Patil) সুপারিশকৃত ব্যক্তিদের টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যারা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না ।

Congress candidates list for Karnataka polls
কংগ্রেসের প্রথম তালিকা প্রকাশ হবে 22 মার্চ

প্রথম প্রার্থীর তালিকায় কেপিসিসি সভাপতি ডি কে শিবকুমার, বিরোধী দলনেতা সিদ্ধারামাইয়া, নির্বাচনী প্রচার কমিটির সভাপতি এমবি পাতিল, কেপিসিসির কার্যনির্বাহী সভাপতি রামালিঙ্গেরেড্ডি, ঈশ্বর খান্দ্রে, সতীশ জারাকিহোলি, এআইসিসির সাধারণ সম্পাদক এম সিভেনুগোপাল, রাজ্য নির্বাচনের ইনচার্জ সুরজেওয়ালা, প্রাক্তন মুখ্যমন্ত্রী এম বীরাপ্পা মইলি ও আরও অনেকে জায়গা করে নিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে । সূত্রের খবর, কংগ্রেস পুলকেশী নগরের বিধায়ক অখন্দ শ্রীনিবাসমূর্তিকে টিকিট না-দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ কারণ, একটি সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে তাঁর পক্ষে নির্বাচনে জেতা কঠিন ।

আরও পড়ুন: রাহুলের মন্তব্যে অচল সংসদ! ঠাকুমাকে হাতিয়ার করেই সাংসদকে কড়া আক্রমণ শাহের

বেঙ্গালুরু, 18 মার্চ: 2023 কর্ণাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly elections) জন্য 125 জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করল কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি (Central Election Committee) ৷ উগাডি (Ugadi festival) উপলক্ষে আগামী 22 মার্চ প্রকাশ করা হবে প্রথম তালিকা ৷ কংগ্রেসের তরফে একটি টুইটে একথা জানানো হয়েছে। এআইসিসির প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি (Former AICC president Rahul Gandhi) 20 মার্চ বেলগাঁও সফর করবেন ৷ এরপরেই এই প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে (Congress candidates list for Karnataka polls) ।

তবে প্রকাশের আগেই সামনে এসেছে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নামের তালিকা । কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) সভাপতিত্বে শুক্রবার নয়াদিল্লিতে একটি বৈঠকে 224টি আসনের মধ্যে 125 জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। সূত্রের খবর, কংগ্রেস বেশিরভাগ বর্তমান বিধায়ককে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব মুষ্টিমেয় বিধায়কের বিধানসভা নির্বাচনে হারার সম্ভাবনা রয়েছে তাদের টিকিট দেওয়া হবে না 2023-এর ভোটে ।

মনে করা হচ্ছে, হরিহর কেন্দ্রের বর্তমান কংগ্রেস বিধায়ক রামাপ্পা (Ramappa), লিঙ্গাসাগুর থেকে ডিএস হুলাগেরি (DS Hoolageri) এবং কুন্ডগোলা থেকে কুসুমা শিবল্লীকে (Kusuma Shivalli) মনোনয়ন দেওয়ার সম্ভাবনা কম । অন্যদিকে, পরিবারের সদস্যদের বা বিধায়ক ভেঙ্কটারমানাপ্পা (Venkataramanappa) (পাভাগাদা) এবং আফজালাপুরার বিধায়ক এমওয়াই পাটিলের (MY Patil) সুপারিশকৃত ব্যক্তিদের টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যারা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না ।

Congress candidates list for Karnataka polls
কংগ্রেসের প্রথম তালিকা প্রকাশ হবে 22 মার্চ

প্রথম প্রার্থীর তালিকায় কেপিসিসি সভাপতি ডি কে শিবকুমার, বিরোধী দলনেতা সিদ্ধারামাইয়া, নির্বাচনী প্রচার কমিটির সভাপতি এমবি পাতিল, কেপিসিসির কার্যনির্বাহী সভাপতি রামালিঙ্গেরেড্ডি, ঈশ্বর খান্দ্রে, সতীশ জারাকিহোলি, এআইসিসির সাধারণ সম্পাদক এম সিভেনুগোপাল, রাজ্য নির্বাচনের ইনচার্জ সুরজেওয়ালা, প্রাক্তন মুখ্যমন্ত্রী এম বীরাপ্পা মইলি ও আরও অনেকে জায়গা করে নিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে । সূত্রের খবর, কংগ্রেস পুলকেশী নগরের বিধায়ক অখন্দ শ্রীনিবাসমূর্তিকে টিকিট না-দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ কারণ, একটি সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে তাঁর পক্ষে নির্বাচনে জেতা কঠিন ।

আরও পড়ুন: রাহুলের মন্তব্যে অচল সংসদ! ঠাকুমাকে হাতিয়ার করেই সাংসদকে কড়া আক্রমণ শাহের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.