ETV Bharat / bharat

মায়ানমার থেকে ভারতে আসা মাদকের পর্দাফাঁস করল কর্নাটক পুলিশ, গ্রেফতার 3 - কর্নাটক

কর্নাটকে মাদক চক্রের পর্দাফাঁস ৷ পুলিশি অভিযানে উদ্ধার হল প্রায় 60 লক্ষ টাকার মাদক ৷ পুলিশ সূত্রে খবর, মাদক গুলি পাচার করার জন্য ব্যবহার করা হয়েছে প্রসাধনী সাবানের বাক্স ও মিক্সার গ্রাইন্ডার ৷

drugs cases in in India
কর্ণাটকে মাদক চক্রের পর্দাফাঁস
author img

By

Published : Apr 13, 2021, 2:33 PM IST

বেঙ্গালুরু , 13 এপ্রিল : কর্নাটকে মাদক চক্রের পর্দাফাঁস ৷ কর্নাটক পুলিশ হেরোইন ও নেশার ঔষুধ সহ মোট 60 লক্ষ টাকার মাদক উদ্ধার করেছেন তিন মাদক বিক্রেতার কাছ থেকে ৷ যাঁদের ইতিমধ্যেই নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে ৷

মাদক চক্রে অভিযুক্ত এই তিন মাদক সরবরাহকারীর প্রত্যেকেই মণিপুরের ৷ এই তিন অভিযুক্তের নাম যথাক্রমে মহম্মদ সাজিদ খান, মহম্মদ আজাদ ও সপম সীতল কুমার সিং৷

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা বলেন, মায়ানমার থেকে গুয়াহাটি পর্যন্ত এই মাদক গুলি আমদানি করা হয় মিক্সার গ্রাইন্ডার ও প্রসাধনী সাবানের বাক্স করে ৷ তারপর সেটি পৌঁচ্ছে দেওয়া হয় সংশ্লিষ্ট ক্রেতাদের কাছে ৷ এইভাবেই দীর্ঘ সময় ধরে তাঁরা মাদকের এই ব্যবসাটি করে চলেছে ৷

তবে কারুগোন্ডানাহল্লি থানার পুলিশের তৎপরতায় অবশেষে পর্দাফাঁস হল এই মাদক চক্রের ৷

বেঙ্গালুরু , 13 এপ্রিল : কর্নাটকে মাদক চক্রের পর্দাফাঁস ৷ কর্নাটক পুলিশ হেরোইন ও নেশার ঔষুধ সহ মোট 60 লক্ষ টাকার মাদক উদ্ধার করেছেন তিন মাদক বিক্রেতার কাছ থেকে ৷ যাঁদের ইতিমধ্যেই নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে ৷

মাদক চক্রে অভিযুক্ত এই তিন মাদক সরবরাহকারীর প্রত্যেকেই মণিপুরের ৷ এই তিন অভিযুক্তের নাম যথাক্রমে মহম্মদ সাজিদ খান, মহম্মদ আজাদ ও সপম সীতল কুমার সিং৷

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা বলেন, মায়ানমার থেকে গুয়াহাটি পর্যন্ত এই মাদক গুলি আমদানি করা হয় মিক্সার গ্রাইন্ডার ও প্রসাধনী সাবানের বাক্স করে ৷ তারপর সেটি পৌঁচ্ছে দেওয়া হয় সংশ্লিষ্ট ক্রেতাদের কাছে ৷ এইভাবেই দীর্ঘ সময় ধরে তাঁরা মাদকের এই ব্যবসাটি করে চলেছে ৷

তবে কারুগোন্ডানাহল্লি থানার পুলিশের তৎপরতায় অবশেষে পর্দাফাঁস হল এই মাদক চক্রের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.