ETV Bharat / bharat

Minister Slaps Woman: মহিলার গালে চড় মন্ত্রীর ! দেখুন ভিডিয়ো - কর্নাটকের মন্ত্রী ভি সোমান্না

এক মহিলাকে চড় মারার অভিযোগ উঠেছে কর্নাটকের মন্ত্রী ভি সোমান্নার বিরুদ্ধে (Karnataka Minister V Somanna Slaps a Woman) ৷ যদিও মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেননি ওই মহিলা ৷

ETV Bharat
Karnataka Minister in Controversy
author img

By

Published : Oct 23, 2022, 4:36 PM IST

Updated : Oct 23, 2022, 8:14 PM IST

চামারাজানগর (কর্নাটক): এক মহিলাকে চড় মারার অভিযোগ উঠল কর্নাটকের মন্ত্রী ভি সোমান্নার বিরুদ্ধে ৷ ঘটনার মুহূর্তের দৃশ্য ধরা পড়েছে ক্যামেরাতেও ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক (Karnataka Minister in Controversy) ৷

বিজেপি শাসিত কর্নাটকের পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী ভি সোমান্না ৷ শনিবার তিনি চামারাজানগর জেলার হাংগালা গ্রামে জমির দলিল বিতরণের এক সরকারি কর্মসূচিতে অংশ নেন ৷ সেই সময় এক মহিলা তাঁর কাছে জমির দলিল না-পাওয়া নিয়ে অভিযোগ জানান ৷ এরপরেই রেগে ওই মহিলার গালে চড় বসিয়ে দেন মন্ত্রী মশাই (Karnataka minister V Somanna slaps a woman) ৷ তবে মন্ত্রীর এই ব্যবহারের পরেও তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে ওই মহিলাকে ৷

মহিলার গালে চড় কর্নাটকের মন্ত্রীর !

আরও পড়ুন: উধমপুরে উদ্ধার 60 কোটির মাদক, ধৃত ট্রাকচালক

ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তৈরি হয়েছে বিতর্ক ৷ কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যে মহিলার গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে মন্ত্রীর বিরুদ্ধে, কেমপাম্মা নামে সেই মহিলা এই ঘটনা অবশ্য মানতে চাননি ৷ তাঁর দাবি, মন্ত্রী তাঁকে শান্ত করার চেষ্টা করছিলেন, চড় মারেননি ৷ মন্ত্রী তাঁকে বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন ওই মহিলা ৷ তবে বিতর্ক দেখা দিতেই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন অভিযুক্ত ওই মন্ত্রী ৷

চামারাজানগর (কর্নাটক): এক মহিলাকে চড় মারার অভিযোগ উঠল কর্নাটকের মন্ত্রী ভি সোমান্নার বিরুদ্ধে ৷ ঘটনার মুহূর্তের দৃশ্য ধরা পড়েছে ক্যামেরাতেও ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক (Karnataka Minister in Controversy) ৷

বিজেপি শাসিত কর্নাটকের পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী ভি সোমান্না ৷ শনিবার তিনি চামারাজানগর জেলার হাংগালা গ্রামে জমির দলিল বিতরণের এক সরকারি কর্মসূচিতে অংশ নেন ৷ সেই সময় এক মহিলা তাঁর কাছে জমির দলিল না-পাওয়া নিয়ে অভিযোগ জানান ৷ এরপরেই রেগে ওই মহিলার গালে চড় বসিয়ে দেন মন্ত্রী মশাই (Karnataka minister V Somanna slaps a woman) ৷ তবে মন্ত্রীর এই ব্যবহারের পরেও তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে ওই মহিলাকে ৷

মহিলার গালে চড় কর্নাটকের মন্ত্রীর !

আরও পড়ুন: উধমপুরে উদ্ধার 60 কোটির মাদক, ধৃত ট্রাকচালক

ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তৈরি হয়েছে বিতর্ক ৷ কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যে মহিলার গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে মন্ত্রীর বিরুদ্ধে, কেমপাম্মা নামে সেই মহিলা এই ঘটনা অবশ্য মানতে চাননি ৷ তাঁর দাবি, মন্ত্রী তাঁকে শান্ত করার চেষ্টা করছিলেন, চড় মারেননি ৷ মন্ত্রী তাঁকে বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন ওই মহিলা ৷ তবে বিতর্ক দেখা দিতেই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন অভিযুক্ত ওই মন্ত্রী ৷

Last Updated : Oct 23, 2022, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.