ETV Bharat / bharat

Karnataka IAF Jet Crashes: ভেঙে পড়ল যুদ্ধবিমান ! প্যারাশুটে প্রাণরক্ষা দুই পাইলটের - ভারতীয় বায়ু সেনা

কর্ণাটকের চামারাজনগরে ভেঙে পড়ল ট্রেনার এয়ারক্রাফ্ট ৷ এটি মাকালি গ্রামের কাছেই অবস্থিত ৷ বিমানচালকেরা বিমানটি থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বলে জানা গিয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে বায়ু সেনার একটি দল ৷

ETV Bharat
বিমান দুর্ঘটনা
author img

By

Published : Jun 1, 2023, 1:34 PM IST

Updated : Jun 1, 2023, 3:04 PM IST

মাকালি (কর্ণাটক), 1 জুন: ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার বিমান ৷ বৃহস্পতিবার দুপুরে কর্ণাটকের চামারাজনগরে একটি খোলা মাঠে কিরণ ট্রেনার এয়ারক্রাফ্ট ভেঙে পড়ে বলে খবর ৷ এই বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয় ৷ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এই এয়ারক্রাফ্টটি তৈরি করেছিল ৷ তবে ওই বিমানের দুই বিমানচালকই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ এর মধ্যে একজন মহিলা বিমানচালক ৷ কী কারণে এই বিমান দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরুর কথা জানিয়েছে ভারতীয় বায়ু সেনা ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ বিমানে থাকা দুই চালক তেজপাল ও ভূমিকা বিমানটি ভেঙে পড়ার আগে প্যারাশুটে করে বেরিয়ে আসেন ৷ তাঁদের দু'জনের সামান্য আঘাত লেগেছে ৷ বৃহস্পতিবার সকালে ওই প্রশিক্ষণের এয়ারক্রাফ্টটি বেঙ্গালুরুর বায়ুসেনা স্টেশন থেকে উড়ান শুরু করে ৷ এরপর ভোগাপুরা গ্রামে ভেঙে পড়ে ৷ একটি সংবাদসংস্থায় প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে, খোলা জায়গায় বিমানটির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে ৷ সেখান থেকে আগুন বেরচ্ছে ৷

  • #WATCH | A Kiran trainer aircraft of the IAF crashed near Chamrajnagar, Karnataka today, while on a routine training sortie. Both aircrew ejected safely. A Court of Inquiry has been ordered to ascertain the cause of the accident: Indian Air Force pic.twitter.com/RQn6JFRJqH

    — ANI (@ANI) June 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, ওই দুই বিমানচালক রুটিন প্রশিক্ষণে ছিলেন ৷ সেই উদ্দেশ্যে বিমানটি চালাচ্ছিলেন দু'জন ৷ এর কারণ জানতে কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দিয়েছে বায়ু সেনা ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চাধিকারিকরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ পাশাপাশি ভারতীয় বায়ু সেনার একটি দলও গিয়েছে সেখানে ৷

এর আগে 8 মে ভারতীয় বায়ুসেনার মিগ 21 যুদ্ধবিমান ভেঙে পড়ে রাজস্থানের হনুমানগড় জেলায় ৷ এই ঘটনায় 3 মহিলার মৃত্যু হয়েছে এবং অনেকেই জখম হয় বলে জানা গিয়েছে ৷ তবে এই দুর্ঘটনাতেও বিমানচালকরা সঠিক সময়ে বিমানটি থেকে বেরিয়ে আসেন এবং প্রাণে বেঁচে যান ৷ তাঁরাও সামান্য আঘাত পান ৷ ওই ঘটনাটি ঘটে সকাল 9.45 মিনিটে৷ এই যুদ্ধবিমানটি হনুমানগড়ের কাছে গঙ্গানগর জেলার সুরাতগড়ে ভারতীয় বায়ু সেনার ঘাঁটি থেকে উড়ান শুরু করে ৷ নিয়মমাফিক উড়ানে চালাচ্ছিল যুদ্ধবিমানটি ৷ ঠিক সে সময় ঘটে দুর্ঘটনা ।

আরও পড়ুন: রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান, মৃত 3

মাকালি (কর্ণাটক), 1 জুন: ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার বিমান ৷ বৃহস্পতিবার দুপুরে কর্ণাটকের চামারাজনগরে একটি খোলা মাঠে কিরণ ট্রেনার এয়ারক্রাফ্ট ভেঙে পড়ে বলে খবর ৷ এই বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয় ৷ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এই এয়ারক্রাফ্টটি তৈরি করেছিল ৷ তবে ওই বিমানের দুই বিমানচালকই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ এর মধ্যে একজন মহিলা বিমানচালক ৷ কী কারণে এই বিমান দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরুর কথা জানিয়েছে ভারতীয় বায়ু সেনা ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ বিমানে থাকা দুই চালক তেজপাল ও ভূমিকা বিমানটি ভেঙে পড়ার আগে প্যারাশুটে করে বেরিয়ে আসেন ৷ তাঁদের দু'জনের সামান্য আঘাত লেগেছে ৷ বৃহস্পতিবার সকালে ওই প্রশিক্ষণের এয়ারক্রাফ্টটি বেঙ্গালুরুর বায়ুসেনা স্টেশন থেকে উড়ান শুরু করে ৷ এরপর ভোগাপুরা গ্রামে ভেঙে পড়ে ৷ একটি সংবাদসংস্থায় প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে, খোলা জায়গায় বিমানটির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে ৷ সেখান থেকে আগুন বেরচ্ছে ৷

  • #WATCH | A Kiran trainer aircraft of the IAF crashed near Chamrajnagar, Karnataka today, while on a routine training sortie. Both aircrew ejected safely. A Court of Inquiry has been ordered to ascertain the cause of the accident: Indian Air Force pic.twitter.com/RQn6JFRJqH

    — ANI (@ANI) June 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, ওই দুই বিমানচালক রুটিন প্রশিক্ষণে ছিলেন ৷ সেই উদ্দেশ্যে বিমানটি চালাচ্ছিলেন দু'জন ৷ এর কারণ জানতে কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দিয়েছে বায়ু সেনা ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চাধিকারিকরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ পাশাপাশি ভারতীয় বায়ু সেনার একটি দলও গিয়েছে সেখানে ৷

এর আগে 8 মে ভারতীয় বায়ুসেনার মিগ 21 যুদ্ধবিমান ভেঙে পড়ে রাজস্থানের হনুমানগড় জেলায় ৷ এই ঘটনায় 3 মহিলার মৃত্যু হয়েছে এবং অনেকেই জখম হয় বলে জানা গিয়েছে ৷ তবে এই দুর্ঘটনাতেও বিমানচালকরা সঠিক সময়ে বিমানটি থেকে বেরিয়ে আসেন এবং প্রাণে বেঁচে যান ৷ তাঁরাও সামান্য আঘাত পান ৷ ওই ঘটনাটি ঘটে সকাল 9.45 মিনিটে৷ এই যুদ্ধবিমানটি হনুমানগড়ের কাছে গঙ্গানগর জেলার সুরাতগড়ে ভারতীয় বায়ু সেনার ঘাঁটি থেকে উড়ান শুরু করে ৷ নিয়মমাফিক উড়ানে চালাচ্ছিল যুদ্ধবিমানটি ৷ ঠিক সে সময় ঘটে দুর্ঘটনা ।

আরও পড়ুন: রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান, মৃত 3

Last Updated : Jun 1, 2023, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.