ETV Bharat / bharat

Heart Attack During Kabaddi Match: স্কুলে কবাডি খেলতে খেলতে হার্ট অ্যাটাক, মর্মান্তিক মৃত্যু ছাত্রীর - কবাডি খেলতে খেলতে হার্ট অ্যাটাক

স্কুলে কবাডি খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত (Heart Attack During Kabaddi Match) হয়ে মর্মান্তিক মৃত্যু হল কর্ণাটকের (Karnataka News) এক ছাত্রীর ৷ 19 বছরের ওই ছাত্রীর নাম সঙ্গীত ৷

Heart Attack During Kabaddi Match ET Bharat
মৃত্যু ছাত্রীর
author img

By

Published : Feb 9, 2023, 5:00 PM IST

কর্ণাটক, 9 ফেব্রুয়ারি: কবাডি খেলার সময় আচমকা হার্ট অ্যাটাক (Heart Attack During Kabaddi Match)৷ মৃত্যু হল 19 বছরের ছাত্রীর ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে (Karnataka News)৷

কবাডি খেলার সময় হার্ট অ্যাটাক ছাত্রীর: বেঙ্গালুরুর উপকণ্ঠে আনেকাল তালুকের আথিবেলে একটি কবাডি টুর্নামেন্টের আয়োজন করেছিল সেন্ট ফিলোমেনা স্কুল ৷ সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনা ৷ বুধবার স্কুলে আয়োজিত কবাডি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছিল সঙ্গীত নামে ওই ছাত্রী ৷ খেলতে খেলতেই সে হৃদরোগে আক্রান্ত হয় ৷ সঙ্গে সঙ্গে তাকে নারায়ণ হেলথ সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে শেষরক্ষা হয়নি ৷ ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকরা ।

বিপক্ষের হাতে ধরা পড়ার সময়ই হৃদরোগে আক্রান্ত: কবাডি খেলার সময় বিপক্ষ শিবিরে আক্রমণে গিয়েছিল সঙ্গীত ৷ সেই সময় বিপক্ষের খেলোয়াড়রা তাকে ধরে ফেলে ৷ জানা গিয়েছে, ঠিক তখনই হৃদরোগে আক্রান্ত হয় ওই ছাত্রী ৷ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে ৷ সঙ্গে সঙ্গে তাকে নারায়ণ হেলথ সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে প্রাণে বাঁচানো যায়নি ওই ছাত্রীকে । সঙ্গীতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । আথিবেলের কাছে বালাগারনাহল্লির বাসিন্দা ছিল সঙ্গীত ৷ সে প্রথম পিইউসি ছাত্রী ছিল । ক্রীড়া উৎসব উদযাপনের অংশ হিসেবে মহিলা দলের জন্য একটি কবাডি ম্যাচের আয়োজন করা হয় ।

আরও পড়ুন: হার্ট অ্যাটাকের আশংকা, এই লক্ষণ দেখলে আজই সাবধান হন

পড়ুয়ার মৃত্যুতে স্কুলে ছুটি ঘোষণা: সঙ্গীত কবাডি দলে অংশগ্রহণ করে এবং বুধবার খেলতে নামে । কবাডি খেলতে গিয়েই সঙ্গীত হৃদরোগে আক্রান্ত হয় । আথিবেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে । পড়ুয়ার মৃত্যুর কারণে সেন্ট ফিলোমেনা স্কুলে আজ ছুটি ঘোষণা করা হয়েছে ৷

কর্ণাটক, 9 ফেব্রুয়ারি: কবাডি খেলার সময় আচমকা হার্ট অ্যাটাক (Heart Attack During Kabaddi Match)৷ মৃত্যু হল 19 বছরের ছাত্রীর ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে (Karnataka News)৷

কবাডি খেলার সময় হার্ট অ্যাটাক ছাত্রীর: বেঙ্গালুরুর উপকণ্ঠে আনেকাল তালুকের আথিবেলে একটি কবাডি টুর্নামেন্টের আয়োজন করেছিল সেন্ট ফিলোমেনা স্কুল ৷ সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনা ৷ বুধবার স্কুলে আয়োজিত কবাডি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছিল সঙ্গীত নামে ওই ছাত্রী ৷ খেলতে খেলতেই সে হৃদরোগে আক্রান্ত হয় ৷ সঙ্গে সঙ্গে তাকে নারায়ণ হেলথ সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে শেষরক্ষা হয়নি ৷ ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকরা ।

বিপক্ষের হাতে ধরা পড়ার সময়ই হৃদরোগে আক্রান্ত: কবাডি খেলার সময় বিপক্ষ শিবিরে আক্রমণে গিয়েছিল সঙ্গীত ৷ সেই সময় বিপক্ষের খেলোয়াড়রা তাকে ধরে ফেলে ৷ জানা গিয়েছে, ঠিক তখনই হৃদরোগে আক্রান্ত হয় ওই ছাত্রী ৷ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে ৷ সঙ্গে সঙ্গে তাকে নারায়ণ হেলথ সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে প্রাণে বাঁচানো যায়নি ওই ছাত্রীকে । সঙ্গীতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । আথিবেলের কাছে বালাগারনাহল্লির বাসিন্দা ছিল সঙ্গীত ৷ সে প্রথম পিইউসি ছাত্রী ছিল । ক্রীড়া উৎসব উদযাপনের অংশ হিসেবে মহিলা দলের জন্য একটি কবাডি ম্যাচের আয়োজন করা হয় ।

আরও পড়ুন: হার্ট অ্যাটাকের আশংকা, এই লক্ষণ দেখলে আজই সাবধান হন

পড়ুয়ার মৃত্যুতে স্কুলে ছুটি ঘোষণা: সঙ্গীত কবাডি দলে অংশগ্রহণ করে এবং বুধবার খেলতে নামে । কবাডি খেলতে গিয়েই সঙ্গীত হৃদরোগে আক্রান্ত হয় । আথিবেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে । পড়ুয়ার মৃত্যুর কারণে সেন্ট ফিলোমেনা স্কুলে আজ ছুটি ঘোষণা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.