ETV Bharat / bharat

Karnataka Election Results 2023: রাহুল অজেয়, অপ্রতিরোধ্য ! এই বার্তা দিতে কংগ্রেসের হাতিয়ার সিয়ার গান আনস্টপেবল - কংগ্রেসের টুইট

রাহুল গান্ধি অজেয় ৷ আজ তিনি অপ্রতিরোধ্য ৷ এটা তুলে ধরতে কংগ্রেস তার টুইটার হ্যান্ডেলে ব্যবহার করল সিয়ার গান আনস্টপেবল ৷

Rahul Gandhi
রাহুল গান্ধি
author img

By

Published : May 13, 2023, 12:26 PM IST

নয়াদিল্লি, 13 মে: কর্ণাটকে চালিয়ে ব্যাট করে ম্যাজিক ফিগারের দিকে এগোচ্ছে কংগ্রেস ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা এগিয়ে 117টি আসনে ৷ ইতিমধ্যেই আগাম সেলিব্রেশন শুরু করে দিয়েছেন কর্মী-সমর্থকরা ৷ দলের টুইটার হ্যান্ডেলেও ছড়িয়ে পড়েছে সেই রেশ ৷ আর সাফল্যের নেতা হিসেবে দল তুলে ধরছে রাহুল গান্ধিকেই ৷ তিনি আজ অপ্রতিরোধ্য - এ কথা তুলে ধরতেই শনিবার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পপ গায়িকা সিয়ার জনপ্রিয় গান আনস্টপেবল পোস্ট করেছে কংগ্রেস ৷

2022 সালে জুলাই মাসে টিকটক এবং বিজ্ঞাপনগুলিতে ব্যাকিং মিউজিক হিসাবে ব্যবহার থেকে সাফল্য অর্জনের পরে, এই গানটি একটি অফিসিয়াল একক গান হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সমসাময়িক হিট রেডিয়োতে সম্প্রচার করা হয়েছিল । ডিসি কমিকস মুভিসের ওয়ান্ডার উওম্যানের ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল এই গান ৷

"অল স্মাইস, আই নো হোয়াট ইট টেকস টু ফুল দিস টাউন...আই উইল ডু ইট টিল দ্য সান গোস ডাউন...৷" যার বাংলা তর্জমা করলে হয়, "সবা হাসে, আমি জানি এই শহরকে বোকা বানানোর জন্য কী লাগে.. সূর্য ডুবে না যাওয়া পর্যন্ত আমি এটা করব ৷" ভারত জোড়ো যাত্রার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধির পাবলিক আউটরিচ ছবি-সহ টুইটার হ্যান্ডেলে শোনা গিয়েছিল এই গানের লাইন ৷

মূলত দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিতে বেশি ফোকাস করেছিল রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা ৷ সেই যাত্রায় রাহুলের নানা মুহূর্তের ব্যাকগ্রাউন্ডে এই গান তুলে ধরে শনিবার একটি ভিডিয়ো পোস্ট করেছে কংগ্রেস ৷ যার ক্যাপশনে লেখা হয়েছে, "আমি অজেয়, আমি খুব আত্মবিশ্বাসী, হ্যাঁ, আমি আজ অপ্রতিরোধ্য ৷"

বিশেষজ্ঞদের মতে, সেই সময় বিজেপি যখন কংগ্রেসের এই প্রচেষ্টাকে কটাক্ষ করতে ব্যস্ত ছিল, তখনই রাহুল গান্ধির নেতৃত্বে কর্ণাটক নির্বাচনের ভিত্তি তৈরি করে এই দল ৷ কর্ণাটকে কংগ্রেস সাফল্য পেলে 2024 সালের সাধারণ নির্বাচনের দৌড়ের জন্য তা বিরোধী দলের কাছে অনুঘটক হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে ৷ তবে, সরকার গড়া নিশ্চিত করতে যাবতীয় সতর্কতা অবলম্বন করছে কংগ্রেস ৷ ইতিমধ্যেই তারা তাদের বিধায়কদের দলেই বেঁধে রাখতে ব্যবস্থা নেওয়া শুরু করেছে ৷ সন্ধের মধ্যে সব বিজয়ী বিধায়ককে বেঙ্গালুরু যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এ জন্য বিশেষ ব্যবস্থাও করেছে দল ৷

কংগ্রেসের আসন সংখ্যা 110-115-এর মধ্যে ঘোরাঘুরি করলে পরবর্তী পদক্ষেপ কী করা হবে তার জন্য প্রস্তুত হচ্ছে দল ৷ কংগ্রেস সূত্র জানিয়েছে যে, দলটি তার বিধায়কদের তামিলনাড়ুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং ক্ষমতাসীন ডিএমকে নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছে ।

আরও পড়ুন: জয়ের হাতছানি পেয়েই সতর্ক কংগ্রেস, সব বিধায়ককে বেঙ্গালুরু যেতে নির্দেশ

নয়াদিল্লি, 13 মে: কর্ণাটকে চালিয়ে ব্যাট করে ম্যাজিক ফিগারের দিকে এগোচ্ছে কংগ্রেস ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা এগিয়ে 117টি আসনে ৷ ইতিমধ্যেই আগাম সেলিব্রেশন শুরু করে দিয়েছেন কর্মী-সমর্থকরা ৷ দলের টুইটার হ্যান্ডেলেও ছড়িয়ে পড়েছে সেই রেশ ৷ আর সাফল্যের নেতা হিসেবে দল তুলে ধরছে রাহুল গান্ধিকেই ৷ তিনি আজ অপ্রতিরোধ্য - এ কথা তুলে ধরতেই শনিবার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পপ গায়িকা সিয়ার জনপ্রিয় গান আনস্টপেবল পোস্ট করেছে কংগ্রেস ৷

2022 সালে জুলাই মাসে টিকটক এবং বিজ্ঞাপনগুলিতে ব্যাকিং মিউজিক হিসাবে ব্যবহার থেকে সাফল্য অর্জনের পরে, এই গানটি একটি অফিসিয়াল একক গান হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সমসাময়িক হিট রেডিয়োতে সম্প্রচার করা হয়েছিল । ডিসি কমিকস মুভিসের ওয়ান্ডার উওম্যানের ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল এই গান ৷

"অল স্মাইস, আই নো হোয়াট ইট টেকস টু ফুল দিস টাউন...আই উইল ডু ইট টিল দ্য সান গোস ডাউন...৷" যার বাংলা তর্জমা করলে হয়, "সবা হাসে, আমি জানি এই শহরকে বোকা বানানোর জন্য কী লাগে.. সূর্য ডুবে না যাওয়া পর্যন্ত আমি এটা করব ৷" ভারত জোড়ো যাত্রার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধির পাবলিক আউটরিচ ছবি-সহ টুইটার হ্যান্ডেলে শোনা গিয়েছিল এই গানের লাইন ৷

মূলত দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিতে বেশি ফোকাস করেছিল রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা ৷ সেই যাত্রায় রাহুলের নানা মুহূর্তের ব্যাকগ্রাউন্ডে এই গান তুলে ধরে শনিবার একটি ভিডিয়ো পোস্ট করেছে কংগ্রেস ৷ যার ক্যাপশনে লেখা হয়েছে, "আমি অজেয়, আমি খুব আত্মবিশ্বাসী, হ্যাঁ, আমি আজ অপ্রতিরোধ্য ৷"

বিশেষজ্ঞদের মতে, সেই সময় বিজেপি যখন কংগ্রেসের এই প্রচেষ্টাকে কটাক্ষ করতে ব্যস্ত ছিল, তখনই রাহুল গান্ধির নেতৃত্বে কর্ণাটক নির্বাচনের ভিত্তি তৈরি করে এই দল ৷ কর্ণাটকে কংগ্রেস সাফল্য পেলে 2024 সালের সাধারণ নির্বাচনের দৌড়ের জন্য তা বিরোধী দলের কাছে অনুঘটক হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে ৷ তবে, সরকার গড়া নিশ্চিত করতে যাবতীয় সতর্কতা অবলম্বন করছে কংগ্রেস ৷ ইতিমধ্যেই তারা তাদের বিধায়কদের দলেই বেঁধে রাখতে ব্যবস্থা নেওয়া শুরু করেছে ৷ সন্ধের মধ্যে সব বিজয়ী বিধায়ককে বেঙ্গালুরু যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এ জন্য বিশেষ ব্যবস্থাও করেছে দল ৷

কংগ্রেসের আসন সংখ্যা 110-115-এর মধ্যে ঘোরাঘুরি করলে পরবর্তী পদক্ষেপ কী করা হবে তার জন্য প্রস্তুত হচ্ছে দল ৷ কংগ্রেস সূত্র জানিয়েছে যে, দলটি তার বিধায়কদের তামিলনাড়ুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং ক্ষমতাসীন ডিএমকে নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছে ।

আরও পড়ুন: জয়ের হাতছানি পেয়েই সতর্ক কংগ্রেস, সব বিধায়ককে বেঙ্গালুরু যেতে নির্দেশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.