নয়াদিল্লি, 14 মে: ব্যবধান মাত্র একদিনের ৷ আর একদিনেই রাজ্য এবং রাজধানীর প্রশাসনিক অন্দরে বদলে ঘটে গেল রদবদল ৷ শনিবার কর্ণাটক বিধানসভা ভোটের ফল প্রকাশ হয় ৷ আর রবিবার সে রাজ্যের পুলিশ প্রধানের দায়িত্ব থেকে সরাসরি সিবিআইয়ের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন প্রবীণ সুদ ৷
কর্ণাটক রাজ্য পুলিশের ডিজি প্রবীণ সুদকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর পরবর্তী ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে ৷ রবিবার কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশিকা জারি করে বিষয়টি জানানো হয়েছে ৷ প্রবীণ সুদ কর্ণাটক ক্যাডারের 1986-ব্যাচের আইপিএস অফিসার ৷ 2020 সাল থেকে রাজ্য পুলিশের ডিজি পদে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি ৷ কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের ডিরেক্টর নিলা মোহাননের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, প্রবীণ সুদকে সিবিআই ডিরেক্টর হিসাবে নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি ৷ আগামী 25 মে সুবোধ কুমার জয়সওয়ালের মেয়াদ শেষ হওয়ার পর আগামী দুই বছরের জন্য সুদ সিবিআই ডিরেক্টর পদের দায়িত্ব পালন করবেন ৷
সূত্রের খবর, প্রবীণ সুদ-সহ তিনটি নামের সুপারিশ গিয়েছিল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ কমিটির কাছে ৷ কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী ৷ সূত্রের খবর, সিবিআই ডিরেক্টর পদের জন্য প্রবীণ সুদই ছিলেন প্রধানমন্ত্রী মোদির প্রথম পছন্দের ৷ যদিও নাম নিয়ে আপত্তি ছিল বিরোধী দল নেতার ৷ কংগ্রেস সূত্রে খবর, কর্ণাটক কংগ্রেসের সঙ্গে অম্ল-মধুর সম্পর্ক ছিল সুদের ৷ সেকারণেই কী তাঁর নামে আপত্তি তোলেন বিরোধী দলনেতা ? তবে সেই আপত্তি অবশ্য ধোপে টেকেনি ৷ শেষ পর্যন্ত সুদই হচ্ছেন সিবিআইয়ের পরবর্তী ডিরেক্টর ৷
আইআইটি দিল্লি থেকে স্নাতক পরে আইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1989 সালে সহকারী পুলিশ সুপার (মহীশূর) হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন প্রবীণ সুদ। 2003 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ব্যাঙ্গালোর এবং ম্যাক্সওয়েল স্কুল অফ গভর্ন্যান্স, সিরাকিউজ ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্টে স্নাতকোত্তরও করেন তিনি। পরে বেঙ্গালুরু শহরে পুলিশ কমিশনার হিসাবে বদলি হওয়ার আগে বেলারি এবং রায়চুরের এসপি হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি। 1999 সালে, তিন বছরের জন্য মরিশাস সরকারের পুলিশ উপদেষ্টা হিসাবে বিদেশী ডেপুটেশনেও গিয়েছিলেন প্রবীণ সুদ ৷ সেখানে ইউরোপীয় এবং আমেরিকান পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করারও অভিজ্ঞতা রয়েছএ তাঁর ৷