বেঙ্গালুরু, 12 নভেম্বর : ম্যাসাজ মেশিনের ভিতর থেকে উদ্ধার 1.2 কোটি টাকা মূল্যের মাদক। আবগারি বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আজ সকালে বিদেশ থেকে একটি পার্সেল আসে। পার্সেলটি দেখে সন্দেহ হয় আধিকারিকদের। পার্সেলটি খুলতেই ভিতর থেকে পাওয়া যায় একটি ফুট ম্যাসাজ মেশিন। সেই মেশিনের ভিতর থেকে উদ্ধার হয় মাদক। যার বাজার মূল্য 1.2 কোটি টাকা।
বেঙ্গালুরু সিটি কাস্টমসের যুগ্ম কমিশনার টি প্যারি বল্লাল জানান, ওই পার্সেলটি ডাক বিভাগে আসার পর ডাক বিভাগের মূল্যায়ন শাখার আধিকারিকেরা এবং কমিশনারেটের প্রতিরোধমূলক শাখার কর্মকর্তারা পার্সেলটির বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন। তারপরই দেখা যায় পার্সেলটির ভিতরে থাকা ফুট ম্যাসাজ মেশিনের ভিতরে বিশেষ কোনও বস্তু লুকানো রয়েছে। সেই মতো মেশিনটি খুলতেই মাদকের প্যাকেটগুলি পাওয়া যায়। মাদক আইনে ওই উদ্ধার হওয়া ড্রাগসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।
এই ঘটনার তদন্তকারী আবগারি বিভাগের এক আধিকারিক জানান, মোট বাজেয়াপ্ত মাদকের ওজন দুই কেজি 345 গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি 20 লাখ টাকা। কিভাবে এই বিপুল পরিমাণে মাদক বিদেশ থেকে দেশের ভিতরে প্রবেশ করল তা তদন্ত করে দেখা হচ্ছে।