ETV Bharat / bharat

Head Constable Arrested: বাজেয়াপ্ত হওয়া 10 লক্ষ টাকা চুরি, গ্রেফতার কর্ণাটকের পুলিশকর্মী - বাজেয়াপ্ত হওয়া 10 লক্ষ টাকা চুরি

কর্ণাটকে বাজেয়াপ্ত হওয়া টাকা থেকেই 10 লক্ষ চুরি করার অভিযোগ উঠল খোদ পুলিশকর্মীর বিরুদ্ধে (Allegation of stealing seized money) ৷ অভিযুক্ত পুলিশকর্মীর নাম মহেন্দ্র গৌড়া ৷

Karnataka cop arrested for steal Rs 10 lakh from seized amount
Karnataka cop arrested for steal Rs 10 lakh from seized amount
author img

By

Published : Oct 9, 2022, 7:46 PM IST

বেঙ্গালুরু, 9 অক্টোবর: বাজেয়াপ্ত হওয়া টাকা নিজের কাছে রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কর্ণাটকের এক পুলিশকর্মীকে ৷ পুলিশের বাজেয়াপ্ত করা 50 লক্ষ টাকার মধ্যে নিজের কাছে 10 লক্ষ টাকা রাখার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে ।

অভিযুক্ত পুলিশকর্মীর নাম মহেন্দ্র গৌড়া (Mahendra Gowda) ৷ তিনি চন্দ্র লেআউট থানার হেড কনস্টেবল । পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত টহলদারির দায়িত্ব থাকার সময় তিনি ওই টাকা গছিয়ে নিয়েছেন ।

বাজেয়াপ্ত করা টাকাগুলি চান্নাপাটনা শহরের রামাপুরা গ্রামের একজন রিয়েল এস্টেট এজেন্ট এবং কৃষক লিঙ্গেশের । তিনি পুলিশকে জানান, তাঁর বন্ধুর পরামর্শ অনুযায়ী টাকা এনেছিলেন ৷ যাতে সব 2 হাজার টাকার নোট ছিল ৷ লিঙ্গেশের বন্ধু দীনেশ তাঁকে জানিয়েছিলেন যে 2 হাজার টাকার নোট নিষিদ্ধ হয়ে যাবে ৷ তাই তাঁকে 10 শতাংশ কমিশনের দিয়ে 500 টাকায় সেগুলিকে পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলেন দীনেশ ।

লিঙ্গেশ তাঁর গাড়িতে নগদ 50 লক্ষ টাকা নিয়ে বেঙ্গালুরু এসেছিলেন । নোট বদল করতে আসা ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী তিনি বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের জনভারতী ক্যাম্পাসে পৌঁছেছিলেন । জনভারতী ক্যাম্পাসে পৌঁছে টাকা বিনিময়ের জন্য তারা চন্দ্রা লেআউট এলাকায় যান। সেখানেই টহলদারি করছিলেন পুলিশকর্মী গৌড়া ৷ তাঁর সন্দেহ হওয়ায় গাড়িতে তল্লাশি চালায় ৷ তারপরই বিপুল নগদ টাকা পাওয়া যায় । তিনি তাদের সব টাকা হাতিয়ে নেবেন বলে হুমকি দিয়ে সেখান থেকে 10 লক্ষ টাকা নেয় বলে অভিযোগ।

পরে অভিযুক্ত পুলিশকর্মী গাড়িটি বাজেয়াপ্ত করে ৷ তিনি নথিতে দেখান যে গাড়ি থেকে 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে । আর এ ব্যাপারেই লিঙ্গেশ অভিযোগ দায়ের করেছেন (Karnataka cop arrested for steal Rs 10 lakh from seized amount) ।

আরও পড়ুন: নয়া অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট তৈরির প্রক্রিয়া শুরু সোমবার

প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, হেড কনস্টেবল টাকা নিয়েছেন । অভিযোগ পেয়ে তাঁকে গ্রেফতার করা হয় । এই ঘটনায় আরও একজনকে আটক করেছে পুলিশ । তবে ঘটনায় তার ভূমিকা এখনও প্রকাশ্যে আসেনি । পুলিশ জানিয়েছে, তারা নোট বিনিময়ের বিষয়ে বিস্তারিত তদন্ত করবে ।

বেঙ্গালুরু, 9 অক্টোবর: বাজেয়াপ্ত হওয়া টাকা নিজের কাছে রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কর্ণাটকের এক পুলিশকর্মীকে ৷ পুলিশের বাজেয়াপ্ত করা 50 লক্ষ টাকার মধ্যে নিজের কাছে 10 লক্ষ টাকা রাখার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে ।

অভিযুক্ত পুলিশকর্মীর নাম মহেন্দ্র গৌড়া (Mahendra Gowda) ৷ তিনি চন্দ্র লেআউট থানার হেড কনস্টেবল । পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত টহলদারির দায়িত্ব থাকার সময় তিনি ওই টাকা গছিয়ে নিয়েছেন ।

বাজেয়াপ্ত করা টাকাগুলি চান্নাপাটনা শহরের রামাপুরা গ্রামের একজন রিয়েল এস্টেট এজেন্ট এবং কৃষক লিঙ্গেশের । তিনি পুলিশকে জানান, তাঁর বন্ধুর পরামর্শ অনুযায়ী টাকা এনেছিলেন ৷ যাতে সব 2 হাজার টাকার নোট ছিল ৷ লিঙ্গেশের বন্ধু দীনেশ তাঁকে জানিয়েছিলেন যে 2 হাজার টাকার নোট নিষিদ্ধ হয়ে যাবে ৷ তাই তাঁকে 10 শতাংশ কমিশনের দিয়ে 500 টাকায় সেগুলিকে পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলেন দীনেশ ।

লিঙ্গেশ তাঁর গাড়িতে নগদ 50 লক্ষ টাকা নিয়ে বেঙ্গালুরু এসেছিলেন । নোট বদল করতে আসা ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী তিনি বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের জনভারতী ক্যাম্পাসে পৌঁছেছিলেন । জনভারতী ক্যাম্পাসে পৌঁছে টাকা বিনিময়ের জন্য তারা চন্দ্রা লেআউট এলাকায় যান। সেখানেই টহলদারি করছিলেন পুলিশকর্মী গৌড়া ৷ তাঁর সন্দেহ হওয়ায় গাড়িতে তল্লাশি চালায় ৷ তারপরই বিপুল নগদ টাকা পাওয়া যায় । তিনি তাদের সব টাকা হাতিয়ে নেবেন বলে হুমকি দিয়ে সেখান থেকে 10 লক্ষ টাকা নেয় বলে অভিযোগ।

পরে অভিযুক্ত পুলিশকর্মী গাড়িটি বাজেয়াপ্ত করে ৷ তিনি নথিতে দেখান যে গাড়ি থেকে 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে । আর এ ব্যাপারেই লিঙ্গেশ অভিযোগ দায়ের করেছেন (Karnataka cop arrested for steal Rs 10 lakh from seized amount) ।

আরও পড়ুন: নয়া অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট তৈরির প্রক্রিয়া শুরু সোমবার

প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, হেড কনস্টেবল টাকা নিয়েছেন । অভিযোগ পেয়ে তাঁকে গ্রেফতার করা হয় । এই ঘটনায় আরও একজনকে আটক করেছে পুলিশ । তবে ঘটনায় তার ভূমিকা এখনও প্রকাশ্যে আসেনি । পুলিশ জানিয়েছে, তারা নোট বিনিময়ের বিষয়ে বিস্তারিত তদন্ত করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.