ETV Bharat / bharat

Congress Attacks Modi : শিক্ষাগত যোগ্যতা নিয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ কর্নাটক কংগ্রেসের - congress

কর্নাটকে দু'টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে টুইটে বাগযুদ্ধ সরব হল কংগ্রেস এবং বিজেপি ৷ কংগ্রেসের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে আক্রমণ করা হয় ৷ তাঁকে অশিক্ষিত বলে সম্মোধন করা হয় ৷ তারও পাল্টা আক্রমণ করে বিজেপিও ৷

Congress Attack Modi
নরেন্দ্র মোদিকে অশিক্ষিত সম্মোধন কর্ণাটক কংগ্রেসের
author img

By

Published : Oct 19, 2021, 10:29 AM IST

Updated : Oct 19, 2021, 11:26 AM IST

ব্যাঙ্গালোর, 19 অক্টোবর: কর্নাটক রাজ্যের দু'টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের আগে টুইট যুদ্ধে সরগরম হয়ে উঠল কংগ্রেস-বিজেপির লড়াই ৷ এই দু'টি বিধানসভা কেন্দ্র হল হ্যাঙ্গাল এবং সিন্দিগি ৷ গতকাল টুইট যুদ্ধে একে-অপরকে আক্রমণ করতে গিয়ে কর্ণাটক কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগত আক্রমণ করে ৷ তারা প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে ৷ তাঁকে অশিক্ষিত বলে আক্রমণ করে ৷ এরপরই সরব হয়েছে বিজেপিও ৷

কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলা হয়, কংগ্রেস স্কুল তৈরি করছে ৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্কুলেই যাননি ৷ প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের জন্য কংগ্রেস রাজ্যে ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছিল ৷ কিন্তু মোদির দল বিজেপি ক্ষমতায় এসে সেইসব প্রকল্পকে বন্ধ করে দিয়েছে ৷ রাজ্যের নাগরিকরা স্কুলব্যাগ পছন্দ করলে তাদের ভিক্ষাবৃত্তি অবলম্বন করতে বাধ্য করা হচ্ছে ৷ কর্নাটক কংগ্রেসের পক্ষ থেকে টুইটে কন্নড় ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে "আঙ্গুঠা ছাপ মোদি" বলেও ভর্ৎসনা করা হয় ৷

আরও পড়ুন: দশম-দ্বাদশের প্রথম টার্মের পরীক্ষার দিন ঘোষণা সিবিএসই বোর্ডের

টুইটে পাল্টা কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি ৷ টুইটে তারা লেখে, ভারত প্রাপ্তবয়স্কদের জন্য যথেষ্ট স্কুল এবং শিক্ষার ব্যবস্থা রয়েছে ৷ অথচ কংগ্রেসের 50 বছর বয়সী এক যুবনেতা ভারতে পড়াশোনা না করে বিদেশ থেকে পড়াশোনা করেছেন ৷ তা সত্ত্বেও সেভাবে তাঁর মানসিক বিকাশ হয়নি ৷ প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি ভিক্ষুকের মতো ঘুরে বেরাচ্ছেন ৷ অথচ তাঁর বাবা এবং দাদু দেশের প্রধানমন্ত্রী ছিলেন ৷

ব্যাঙ্গালোর, 19 অক্টোবর: কর্নাটক রাজ্যের দু'টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের আগে টুইট যুদ্ধে সরগরম হয়ে উঠল কংগ্রেস-বিজেপির লড়াই ৷ এই দু'টি বিধানসভা কেন্দ্র হল হ্যাঙ্গাল এবং সিন্দিগি ৷ গতকাল টুইট যুদ্ধে একে-অপরকে আক্রমণ করতে গিয়ে কর্ণাটক কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগত আক্রমণ করে ৷ তারা প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে ৷ তাঁকে অশিক্ষিত বলে আক্রমণ করে ৷ এরপরই সরব হয়েছে বিজেপিও ৷

কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলা হয়, কংগ্রেস স্কুল তৈরি করছে ৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্কুলেই যাননি ৷ প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের জন্য কংগ্রেস রাজ্যে ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছিল ৷ কিন্তু মোদির দল বিজেপি ক্ষমতায় এসে সেইসব প্রকল্পকে বন্ধ করে দিয়েছে ৷ রাজ্যের নাগরিকরা স্কুলব্যাগ পছন্দ করলে তাদের ভিক্ষাবৃত্তি অবলম্বন করতে বাধ্য করা হচ্ছে ৷ কর্নাটক কংগ্রেসের পক্ষ থেকে টুইটে কন্নড় ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে "আঙ্গুঠা ছাপ মোদি" বলেও ভর্ৎসনা করা হয় ৷

আরও পড়ুন: দশম-দ্বাদশের প্রথম টার্মের পরীক্ষার দিন ঘোষণা সিবিএসই বোর্ডের

টুইটে পাল্টা কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি ৷ টুইটে তারা লেখে, ভারত প্রাপ্তবয়স্কদের জন্য যথেষ্ট স্কুল এবং শিক্ষার ব্যবস্থা রয়েছে ৷ অথচ কংগ্রেসের 50 বছর বয়সী এক যুবনেতা ভারতে পড়াশোনা না করে বিদেশ থেকে পড়াশোনা করেছেন ৷ তা সত্ত্বেও সেভাবে তাঁর মানসিক বিকাশ হয়নি ৷ প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি ভিক্ষুকের মতো ঘুরে বেরাচ্ছেন ৷ অথচ তাঁর বাবা এবং দাদু দেশের প্রধানমন্ত্রী ছিলেন ৷

Last Updated : Oct 19, 2021, 11:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.