ম্যাঙ্গালুরু (কর্নাটক), 25 এপ্রিল: আদিবাসী এক মহিলাকে জনসমক্ষে অর্ধনগ্ন করে হেনস্থা করা হল কর্নাটকে (Karnataka news)৷ 35 বছরের ওই মহিলার অভিযোগের ভিত্তিতে 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে (9 people booked for stripping a tribal woman in Karnataka)৷
গত 19 এপ্রিল দক্ষিণা কন্নড় জেলার গুরিপাল্লায় গ্রামবাসীদের সামনেই ঘটে এই মর্মান্তিক ঘটনা (tribal woman assaulted)৷ নির্যাতিতার অভিযোগ, প্রকাশ্য রাস্তায় তাঁর জামাকাপড় ছিঁড়ে তাঁকে অর্ধনগ্ন করে দিয়েছিল অভিযুক্তরা ৷ সেই অবস্থায় তাঁর ভিডিয়োও রেকর্ড করা হয়েছিল বলে অভিযোগ ৷ তাঁর দিদি ও মাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগপত্রে জানিয়েছেন ওই মহিলা ৷ তিনি যে 9 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তারা সবাই তাঁরই গ্রামের বাসিন্দা ৷
আরও পড়ুন: Dalit couple disallowed from temple: মন্দিরে ঢুকতে বাধা দলিত নবদম্পতিকে, গ্রেফতার পুরোহিত
সূত্রের মারফৎ জানা গিয়েছে, সরকারি জমি মাপতে ওই গ্রামে গিয়েছিলেন রাজস্ব দফতরের আধিকারিকরা (tribal woman stripped)৷ সেই জমিতেই মা ও দিদিকে নিয়ে থাকেন নির্যাতিতা ৷ তাঁরা আধিকারিকদের কাজে বাধা দিলে বাগ-বিতণ্ডা শুরু হয় ৷ আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বাধ্য হয়ে ওই এলাকা ছেড়ে চলে যান আধিকারিকরা ৷ এরপরই 9 জনের ওই দল আদিবাসী মহিলার উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ বেলথাংগারি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে (9 people booked for stripping, assaulting tribal woman)৷
আরও পড়ুন: Ilambazar Gang Rape Verdict : আদিবাসী মহিলাকে গণধর্ষণে 4 অভিযুক্তকে 20 বছরের সাজা দিল বোলপুর আদালত