ETV Bharat / bharat

Karisma Madhuri Reunion : করিশ্মা-মাধুরীর রিউনিয়ন, ভক্তদের প্রশ্ন 'দিল তো পাগল হ্যায় 2' ? - করিশ্মা-মাধুরীর রিউনিয়ন

বলিউডের শীর্ষস্থানীয় দুই অভিনেত্রী করিশ্মা কাপুর ও মাধুরী দীক্ষিত ৷ যাদেরকে আমরা হিট ছবি 'দিল তো পাগল হ্যায়'তে একসঙ্গে দেখেছিলাম ৷ সম্প্রতি একটি স্টুডিওতে দেখা গেল তাদের । করিশ্মা মাধুরীর সঙ্গে পোজ দেওয়া একটি ছবি শেয়ার করেছেন ৷ তাঁদের দেখে নস্টালজিক ভক্তরা (Karisma Kapoor Madhuri Dixit's reunion reminds fans of Dil Toh Pagal Hai) ।

Karisma Kapoor, Madhuri Dixit's reunion
Karisma Kapoor, Madhuri Dixit's reunion
author img

By

Published : Mar 13, 2022, 10:00 PM IST

মুম্বই, 13 মার্চ : নব্বই-এর দশকে তরুণ প্রজন্মের মনে ঝড় তুলেছিল 'দিল তো পাগল হ্যায়' ৷ শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কাপুরের ত্রিকোণ প্রেম ছিল সুপার ডুপার হিট ৷ লতা মঙ্গেশকরের গলায় যশরাজ ফিল্মসের এই ছবি গানগুলিও ব্যপক সাড়া ফেলেছিল ৷ দুই দশক পার হয়ে গেলেও সেই ছবি এখনও দোলা দেয় সিনেপ্রেমীদের মনে ৷ সম্প্রতি সেই নস্টালজিয়া উসকে দিলেন করিশ্মা ৷ ডান্সিং ডিভা মাধুরী দীক্ষিতের সঙ্গে ছবি শেয়ার করলেন তিনি ৷ বলিউডের সমসাময়িক এই দুই জনপ্রিয় নায়িকাকে একসঙ্গে দেখে ভক্তদের আনন্দ যেন বাঁধ মানছে না ৷ সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তা বোঝা যাচ্ছে (Karisma Kapoor Madhuri Dixit's reunion reminds fans of Dil Toh Pagal Hai) ৷

সম্পতি একটি স্টুডিওতে দেখা হয় করিশ্মা ও মাধুরীর ৷ অতীতে যতই প্রতিযোগিতা থাকুক, বর্তমানে দু'জনেই নিজ নিজ জগতে ব্যস্ত ৷ দু'জনই সন্তানের মা ৷ তাই দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরলেন ৷ ফটাফট উঠল ছবি ৷ ক্যামেরায় হাসি মুখে পোজ দিয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন করিশ্মা ৷ ছবি পোস্ট করতেই লাইক আর কমেন্টের বন্যা বইতে শুরু করে । পোস্টটির মন্তব্য বক্সে লাল হৃদয় এঁকে দিয়েছেন খোদ মাধুরী ৷ ছবিতে করিশ্মার পরণে রয়েছে প্যান্টস্যুট এবং মাধুরীর গায়ে সবুজ শাড়ি ৷ ক্যাপশনে লিখেছেন, "দেখুন, আমার সর্বকালের প্রিয় মাধুরীজির সঙ্গে স্টুডিওতে দেখা । হ্যাশট্যাগ মেমরিজ অ্যান্ড ম্যাজিক ৷

আরও পড়ুন: Tiktiki Trailer Release : অনির্বাণ-কৌশিকের যুগলবন্দিতে ট্রেলারেই হইচই ফেলে দিল টিকটিকি

ছবি দেখেই 'দিল তো পাগল হ্যায়' ছবির নস্টালজিয়ায় ভুগছেন নেটিজেনরা ৷ অনেকের প্রশ্ন, তাহলে কি দিল তো পাগল হ্যায় 2 আসছে ? কেউ কেউ তো এর জন্য শুভকামনাও জানিয়েছেন ৷ একজন অনুরাগী লিখেছেন, "সেরা জুটি।" অন্য একজন লেখেন, "দিল তো পাগল হ্যায় পার্ট 2 ৷"

আরও পড়ুন: Bollywood divas Stunning Hat Looks : ছবিতে দেখুন বলিসুন্দরীদের টুপির প্রতি ভালবাসার কিছু নমুনা

মুম্বই, 13 মার্চ : নব্বই-এর দশকে তরুণ প্রজন্মের মনে ঝড় তুলেছিল 'দিল তো পাগল হ্যায়' ৷ শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কাপুরের ত্রিকোণ প্রেম ছিল সুপার ডুপার হিট ৷ লতা মঙ্গেশকরের গলায় যশরাজ ফিল্মসের এই ছবি গানগুলিও ব্যপক সাড়া ফেলেছিল ৷ দুই দশক পার হয়ে গেলেও সেই ছবি এখনও দোলা দেয় সিনেপ্রেমীদের মনে ৷ সম্প্রতি সেই নস্টালজিয়া উসকে দিলেন করিশ্মা ৷ ডান্সিং ডিভা মাধুরী দীক্ষিতের সঙ্গে ছবি শেয়ার করলেন তিনি ৷ বলিউডের সমসাময়িক এই দুই জনপ্রিয় নায়িকাকে একসঙ্গে দেখে ভক্তদের আনন্দ যেন বাঁধ মানছে না ৷ সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তা বোঝা যাচ্ছে (Karisma Kapoor Madhuri Dixit's reunion reminds fans of Dil Toh Pagal Hai) ৷

সম্পতি একটি স্টুডিওতে দেখা হয় করিশ্মা ও মাধুরীর ৷ অতীতে যতই প্রতিযোগিতা থাকুক, বর্তমানে দু'জনেই নিজ নিজ জগতে ব্যস্ত ৷ দু'জনই সন্তানের মা ৷ তাই দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরলেন ৷ ফটাফট উঠল ছবি ৷ ক্যামেরায় হাসি মুখে পোজ দিয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন করিশ্মা ৷ ছবি পোস্ট করতেই লাইক আর কমেন্টের বন্যা বইতে শুরু করে । পোস্টটির মন্তব্য বক্সে লাল হৃদয় এঁকে দিয়েছেন খোদ মাধুরী ৷ ছবিতে করিশ্মার পরণে রয়েছে প্যান্টস্যুট এবং মাধুরীর গায়ে সবুজ শাড়ি ৷ ক্যাপশনে লিখেছেন, "দেখুন, আমার সর্বকালের প্রিয় মাধুরীজির সঙ্গে স্টুডিওতে দেখা । হ্যাশট্যাগ মেমরিজ অ্যান্ড ম্যাজিক ৷

আরও পড়ুন: Tiktiki Trailer Release : অনির্বাণ-কৌশিকের যুগলবন্দিতে ট্রেলারেই হইচই ফেলে দিল টিকটিকি

ছবি দেখেই 'দিল তো পাগল হ্যায়' ছবির নস্টালজিয়ায় ভুগছেন নেটিজেনরা ৷ অনেকের প্রশ্ন, তাহলে কি দিল তো পাগল হ্যায় 2 আসছে ? কেউ কেউ তো এর জন্য শুভকামনাও জানিয়েছেন ৷ একজন অনুরাগী লিখেছেন, "সেরা জুটি।" অন্য একজন লেখেন, "দিল তো পাগল হ্যায় পার্ট 2 ৷"

আরও পড়ুন: Bollywood divas Stunning Hat Looks : ছবিতে দেখুন বলিসুন্দরীদের টুপির প্রতি ভালবাসার কিছু নমুনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.