ETV Bharat / bharat

Kargil Vijay Diwas 2022: কার্গিল বিজয় দিবসের 23 বছর, বাহিনীকে কুর্নিশ মুর্মু-মোদি-রাজনাথের - President Droupadi Murmu

কার্গিল বিজয় দিবসের (Kargil Vijay Diwas 2022) 23 বছর পূর্তিতে বাহিনীকে কুর্নিশ জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)৷

kargil-vijay-diwas-2022-president-droupadi-murmu-pm-modi-rajnath-singh-salute-armed-forces
কার্গিল বিজয় দিবসের 23 বছর, বাহিনীকে কুর্নিশ মুর্মু-মোদি-রাজনাথের
author img

By

Published : Jul 26, 2022, 12:12 PM IST

নয়াদিল্লি, 26 জুলাই: কার্গিল বিজয় দিবসের আজ 23 বছর পূর্তি (Kargil Vijay Diwas 2022)৷ এই বিশেষ দিনে দেশের বাহিনীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বললেন, সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও বলিদানকে কুর্নিশ করছে দেশ ৷

1999 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সদ্য রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া দ্রৌপদী মুর্মু ৷ তিনি হিন্দিতে টুইট করে লিখেছেন, "আমাদের সশস্ত্র বাহিনীর অসাধারণ বীরত্ব, পরাক্রম ও দৃঢ় সংকল্পের প্রতীক এই কার্গিল দিবস ৷ ভারত মাতার রক্ষার জন্য প্রাণ বলিদান দেওয়া সব বীর সৈনিককে আমি প্রণাম জানাই ৷ সব দেশবাসী, তাঁদের পরিবারের প্রতি সর্বদা ঋণী থাকবে ৷ জয় হিন্দ !"

  • कारगिल विजय दिवस हमारे सशस्त्र बलों की असाधारण वीरता, पराक्रम और दृढ़ संकल्प का प्रतीक है। भारत माता की रक्षा के लिए अपने प्राण न्योछावर करने वाले सभी वीर सैनिकों को मैं नमन करती हूं। सभी देशवासी, उनके और उनके परिवारजनों के प्रति सदैव ऋणी रहेंगे। जय हिन्द!

    — President of India (@rashtrapatibhvn) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হিন্দিতে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi)৷ তিনি লিখেছেন, "কার্গিল বিজয় দিবস মা ভারতীর গৌরবের প্রতীক ৷ মাতৃভূমিকে রক্ষা করার জন্য পরাক্রম দেখানো দেশের সাহসী সুপুত্রদের আমার শত শত প্রণাম ৷ জয় হিন্দ !"

  • कारगिल विजय दिवस मां भारती की आन-बान और शान का प्रतीक है। इस अवसर पर मातृभूमि की रक्षा में पराक्रम की पराकाष्ठा करने वाले देश के सभी साहसी सपूतों को मेरा शत-शत नमन। जय हिंद! pic.twitter.com/wIHyTrNPMU

    — Narendra Modi (@narendramodi) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কার্গিলে শহিদদের স্মরণে সেনার ভিডিয়ো, 3 ঘণ্টায় ভিউ 2.5 লাখের বেশি

এই বিশেষ দিনে বাহিনীকে কুর্নিশ জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি টুইটে লিখেছেন, "কার্গিল দিবসে ভারত আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও বলিদানকে কুর্নিশ জানায় ৷ আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য তাঁরা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে তাঁরা লড়াই করেছেন ৷"

1999 সালে 26 জুলাই অর্থাৎ আজকের দিনে অপারেশন বিজয়ের (Operation Vijay) সাফল্যের কথা সগর্বে ঘোষণা করেছিল ভারতীয় বাহিনী ৷ লাদাখে কার্গিল সেক্টরে দীর্ঘ তিন মাস ধরে যুদ্ধ চলার পর কাঙ্ক্ষিত জয় আসে ভারতের ৷ এই দিনটাকে কার্গিল দিবস হিসেবে পালন করা হয় ৷ কার্গিলের যুদ্ধে (Kargil war) শহিদ হন 527 জন ভারতীয় জওয়ান ৷ জখম হয়েছিলেন 1,363 জন বীর সৈনিক ৷

নয়াদিল্লি, 26 জুলাই: কার্গিল বিজয় দিবসের আজ 23 বছর পূর্তি (Kargil Vijay Diwas 2022)৷ এই বিশেষ দিনে দেশের বাহিনীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বললেন, সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও বলিদানকে কুর্নিশ করছে দেশ ৷

1999 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সদ্য রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া দ্রৌপদী মুর্মু ৷ তিনি হিন্দিতে টুইট করে লিখেছেন, "আমাদের সশস্ত্র বাহিনীর অসাধারণ বীরত্ব, পরাক্রম ও দৃঢ় সংকল্পের প্রতীক এই কার্গিল দিবস ৷ ভারত মাতার রক্ষার জন্য প্রাণ বলিদান দেওয়া সব বীর সৈনিককে আমি প্রণাম জানাই ৷ সব দেশবাসী, তাঁদের পরিবারের প্রতি সর্বদা ঋণী থাকবে ৷ জয় হিন্দ !"

  • कारगिल विजय दिवस हमारे सशस्त्र बलों की असाधारण वीरता, पराक्रम और दृढ़ संकल्प का प्रतीक है। भारत माता की रक्षा के लिए अपने प्राण न्योछावर करने वाले सभी वीर सैनिकों को मैं नमन करती हूं। सभी देशवासी, उनके और उनके परिवारजनों के प्रति सदैव ऋणी रहेंगे। जय हिन्द!

    — President of India (@rashtrapatibhvn) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হিন্দিতে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi)৷ তিনি লিখেছেন, "কার্গিল বিজয় দিবস মা ভারতীর গৌরবের প্রতীক ৷ মাতৃভূমিকে রক্ষা করার জন্য পরাক্রম দেখানো দেশের সাহসী সুপুত্রদের আমার শত শত প্রণাম ৷ জয় হিন্দ !"

  • कारगिल विजय दिवस मां भारती की आन-बान और शान का प्रतीक है। इस अवसर पर मातृभूमि की रक्षा में पराक्रम की पराकाष्ठा करने वाले देश के सभी साहसी सपूतों को मेरा शत-शत नमन। जय हिंद! pic.twitter.com/wIHyTrNPMU

    — Narendra Modi (@narendramodi) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কার্গিলে শহিদদের স্মরণে সেনার ভিডিয়ো, 3 ঘণ্টায় ভিউ 2.5 লাখের বেশি

এই বিশেষ দিনে বাহিনীকে কুর্নিশ জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি টুইটে লিখেছেন, "কার্গিল দিবসে ভারত আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও বলিদানকে কুর্নিশ জানায় ৷ আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য তাঁরা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে তাঁরা লড়াই করেছেন ৷"

1999 সালে 26 জুলাই অর্থাৎ আজকের দিনে অপারেশন বিজয়ের (Operation Vijay) সাফল্যের কথা সগর্বে ঘোষণা করেছিল ভারতীয় বাহিনী ৷ লাদাখে কার্গিল সেক্টরে দীর্ঘ তিন মাস ধরে যুদ্ধ চলার পর কাঙ্ক্ষিত জয় আসে ভারতের ৷ এই দিনটাকে কার্গিল দিবস হিসেবে পালন করা হয় ৷ কার্গিলের যুদ্ধে (Kargil war) শহিদ হন 527 জন ভারতীয় জওয়ান ৷ জখম হয়েছিলেন 1,363 জন বীর সৈনিক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.