ETV Bharat / bharat

Sibal Slams Modi: রাজস্থানে গেহলতের সরকারের সমালোচনা প্রধানমন্ত্রীর, মোদিকে পালটা নিশানা কংগ্রেসত্যাগী সিব্বলের - অশোক গেহলত

রাজস্থানে কংগ্রেস পরিচালিত সরকারের সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে প্রধানমন্ত্রীকে পালটা জবাব দিলেন কপিল সিব্বল ৷ বিজেপির বিরুদ্ধে তিনি ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগও করেন তিনি ৷

Sibal Slams Modi
Sibal Slams Modi
author img

By

Published : May 11, 2023, 12:35 PM IST

নয়াদিল্লি, 11 মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় সরব হলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল ৷ তাঁর অভিযোগ, মোদির বক্তব্যের মাধ্যমে বিজেপির স্বরূপ সামনে চলে এসেছে ৷ আসলে তারা মানুষের সেবা করতে চায় না ৷ বরং শুধুমাত্র ক্ষমতা ধরে রাখতে চায় ৷

বুধবার রাজস্থানে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ পরে তিনি দলীয় জনসভাতেও অংশ নেন ৷ সেখানে রাজস্থানের কংগ্রেস পরিচালিত সরকারের সমালোচনায় সরব হন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘আপনারা গত পাঁচ বছর ধরে রাজস্থানে রাজনৈতিক লড়াইয়ের একটি কুৎসিত রূপ প্রত্যক্ষ করছেন । জনস্বার্থের পরিবর্তে এখানে চলছে ক্ষমতা বাঁচাতে লুটপাটের খেলা ৷’’

মোদির বক্তব্যের জেরেই পালটা সরব হয়েছেন কপিল সিব্বল ৷ টুইট করে এর সমালোচনা করেছেন তিনি ৷ লিখেছেন, ‘‘রাজস্থানে প্রধানমন্ত্রী: জনগণের সেবা করার চেয়ে ক্ষমতা দখল ও তা ধরে রাখার দিকেই বেশি মনোযোগ দেওয়া হয়েছে বলে মনে হয় ৷’’

এই পর্যন্ত লিখেই থেমে যাননি সংসদের উচ্চকক্ষের এই সদস্য ৷ টুইটের পরের অংশে তিনি নিশানা করেছেন কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টিকে ৷ তিনি লিখেছেন, ‘‘উত্তর: বিজেপির স্বরূপ: 1. ক্ষমতা দখল ও সরকার ফেলে দেওয়া: মহারাষ্ট্র, মধ্য প্রদেশ ইত্যাদি ৷ 2. ক্ষমতা ধরে রাখা: ইলেক্টরাল বন্ড, মিডিয়া, বিদ্বেষ ইত্যাদি ৷’’ এর পর বর্ষীয়ান এই আইনজীবীর সংযোজন, ‘‘এটাকে বলে নিজেই নিজের সেবা করা ৷’’

প্রসঙ্গত, কপিল সিব্বল কংগ্রেসের অন্দরে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের অংশীদার ছিলেন ৷ পরে তিনি কংগ্রেস ছেড়ে দেন ৷ উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন ৷ আপাতত ইনসাফ নামে একটি অরাজনৈতিক সংগঠন তিনি তৈরি করেছেন ৷ সেখানে তিনি মানুষের উপর হওয়া অবিচারের বিরুদ্ধে লড়াই করেন বলে সিব্বলের দাবি ৷

ফলে সেই সিব্বল বিজেপি ও প্রধানমন্ত্রী মোদির বিরোধিতা করতে গিয়ে কার্যত কংগ্রেসেরই পাশে দাঁড়ালেন ৷ রাজস্থানে কংগ্রেসের সরকারের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ যিনি আবার গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ ফলে গেহলতের সমালোচনা নিয়ে মোদির বিরুদ্ধে সরব হয়ে সিব্বল কি আসলে প্রচ্ছন্ন বার্তা পাঠালেন গান্ধি পরিবারকে ? নাকি কংগ্রেস ছাড়লেও মোদি বিরোধিতা থেকে যে তিনি সরছেন না, সেটাই এই টুইটের মাধ্যমে আরও একবার প্রমাণ করলেন বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা ? আপাতত এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছে রাজৈনতিক মহল ৷

আরও পড়ুন: 'সোনিয়া গান্ধি সম্পর্কে মিথ্যে কথা বলছেন মোদি', নির্বাচন কমিশনকে চিঠি অধীরের

নয়াদিল্লি, 11 মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় সরব হলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল ৷ তাঁর অভিযোগ, মোদির বক্তব্যের মাধ্যমে বিজেপির স্বরূপ সামনে চলে এসেছে ৷ আসলে তারা মানুষের সেবা করতে চায় না ৷ বরং শুধুমাত্র ক্ষমতা ধরে রাখতে চায় ৷

বুধবার রাজস্থানে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ পরে তিনি দলীয় জনসভাতেও অংশ নেন ৷ সেখানে রাজস্থানের কংগ্রেস পরিচালিত সরকারের সমালোচনায় সরব হন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘আপনারা গত পাঁচ বছর ধরে রাজস্থানে রাজনৈতিক লড়াইয়ের একটি কুৎসিত রূপ প্রত্যক্ষ করছেন । জনস্বার্থের পরিবর্তে এখানে চলছে ক্ষমতা বাঁচাতে লুটপাটের খেলা ৷’’

মোদির বক্তব্যের জেরেই পালটা সরব হয়েছেন কপিল সিব্বল ৷ টুইট করে এর সমালোচনা করেছেন তিনি ৷ লিখেছেন, ‘‘রাজস্থানে প্রধানমন্ত্রী: জনগণের সেবা করার চেয়ে ক্ষমতা দখল ও তা ধরে রাখার দিকেই বেশি মনোযোগ দেওয়া হয়েছে বলে মনে হয় ৷’’

এই পর্যন্ত লিখেই থেমে যাননি সংসদের উচ্চকক্ষের এই সদস্য ৷ টুইটের পরের অংশে তিনি নিশানা করেছেন কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টিকে ৷ তিনি লিখেছেন, ‘‘উত্তর: বিজেপির স্বরূপ: 1. ক্ষমতা দখল ও সরকার ফেলে দেওয়া: মহারাষ্ট্র, মধ্য প্রদেশ ইত্যাদি ৷ 2. ক্ষমতা ধরে রাখা: ইলেক্টরাল বন্ড, মিডিয়া, বিদ্বেষ ইত্যাদি ৷’’ এর পর বর্ষীয়ান এই আইনজীবীর সংযোজন, ‘‘এটাকে বলে নিজেই নিজের সেবা করা ৷’’

প্রসঙ্গত, কপিল সিব্বল কংগ্রেসের অন্দরে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের অংশীদার ছিলেন ৷ পরে তিনি কংগ্রেস ছেড়ে দেন ৷ উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন ৷ আপাতত ইনসাফ নামে একটি অরাজনৈতিক সংগঠন তিনি তৈরি করেছেন ৷ সেখানে তিনি মানুষের উপর হওয়া অবিচারের বিরুদ্ধে লড়াই করেন বলে সিব্বলের দাবি ৷

ফলে সেই সিব্বল বিজেপি ও প্রধানমন্ত্রী মোদির বিরোধিতা করতে গিয়ে কার্যত কংগ্রেসেরই পাশে দাঁড়ালেন ৷ রাজস্থানে কংগ্রেসের সরকারের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ যিনি আবার গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ ফলে গেহলতের সমালোচনা নিয়ে মোদির বিরুদ্ধে সরব হয়ে সিব্বল কি আসলে প্রচ্ছন্ন বার্তা পাঠালেন গান্ধি পরিবারকে ? নাকি কংগ্রেস ছাড়লেও মোদি বিরোধিতা থেকে যে তিনি সরছেন না, সেটাই এই টুইটের মাধ্যমে আরও একবার প্রমাণ করলেন বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা ? আপাতত এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছে রাজৈনতিক মহল ৷

আরও পড়ুন: 'সোনিয়া গান্ধি সম্পর্কে মিথ্যে কথা বলছেন মোদি', নির্বাচন কমিশনকে চিঠি অধীরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.