ETV Bharat / bharat

Kanpur Dehat Double Murder: 'সৎ মা' ও দাদুকে খুন, গুরুতর আহত বাবা, গ্রেফতার 'দুই নাতি' - কুপিয়ে খুন

কানপুর দেহাটে অবসরপ্রাপ্ত শিক্ষকের তৃতীয় স্ত্রী ও বাবাকে কুপিয়ে খুন ৷ গুরুতর আহত স্কুল শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন ৷ মৃ্ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 10:57 PM IST

কানপুর, 19 অক্টোবর: পারিবারিক বিবাদের জেরে একই পরিবারে তিন সদস্যের উপর হামলা ৷ ছুুরি দিয়ে হামলার অভিযোগ প্রাক্তন স্কুল শিক্ষক, তাঁর তৃতীয় স্ত্রী ও বাবার উপর হামলার ৷ আহতরা হলেন রাম প্রকাশ দ্বিদেবী (85), খুশবু, ও বিমল ৷ অভিযোগের তির তাঁর দ্বিতীয় পক্ষের দুই ছেলের দিকে ৷ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের কানপুরের দেহাতের ঘটনা ৷ ঘটনায় খুশবু ও বিমলের বাবা রাম প্রকাশ দ্বিদেবীর মৃত্যু হলেও বিমল লালা রাজপথ রাই হাসপাতালে চিকিৎসাধীন ৷

পুলিশ সূত্রে খবর, প্রাক্তন স্কুল শিক্ষক বিমলের তিনটি বিয়ে ৷ তবে তিনি তা নিয়ে পরিবারের মধ্যে অশান্তি ছিল ৷ প্রথম ও দ্বিতীয় পক্ষের দুই ছেলে অক্ষত এবং ললিত ৷ সম্প্রতি বিমল তাঁর তৃতীয় পক্ষের স্ত্রী খুশবু ও বাবার সঙ্গে আলাদা থাকাত ৷ তবে বিমলের তৃতীয় বিয়ে তাঁর দুই ছেলে মেনে নিতে পারে নি ৷ তা নিয়েই তাদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে ৷ তাদের জেরেই এই হামলা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷

আরও পুড়ন: অযোধ্যার আশ্রমে সাধুকে শ্বাসরোধ করে খুন, অভিযুক্ত দুই শিষ্য

ঘটনা প্রসঙ্গেই পুলিশ সুপার বিবিজিটিএস মূর্তি জানান, পারিবারিক অশান্তি থেকে খুনের ঘটনাটি ঘটিছে অপরাধীরা ৷ বিমল একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ৷ আগে আরও দু’টি বিয়ে করেছেন ৷ প্রথম ও দ্বিতীয় স্ত্রী’র দুটি ছেলে আছে ৷ তারাই বৃহস্পতিবার হানা বিমলের স্ত্রী, বাবা ও তার উপর ছুরি নিয়ে হামলা চালায় ৷ এলো পাথারি কোপ বসাতে থাকে ৷ ঘটনাস্থলে খুশবু ও বিমলের বাবার মৃত্যু হয় ৷ গুরুতর আহত অবস্থায় বিমলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে লালা রাজপথ রাই হাসপাতালে স্থানান্তরিত করেন ৷ ঘটনার পর অপরাধী পালাতে গিয়ে পুলিশের হাতে ধরে পড়ে যায় ৷ তাদের জিজ্ঞসা করে পারিবারিক বিরোধের কথা জানতে পারে পুলিশ ৷ পুলিশি জেরায় অপরাধীরা খুনের কথাও স্বীকার করেছে ৷

কানপুর, 19 অক্টোবর: পারিবারিক বিবাদের জেরে একই পরিবারে তিন সদস্যের উপর হামলা ৷ ছুুরি দিয়ে হামলার অভিযোগ প্রাক্তন স্কুল শিক্ষক, তাঁর তৃতীয় স্ত্রী ও বাবার উপর হামলার ৷ আহতরা হলেন রাম প্রকাশ দ্বিদেবী (85), খুশবু, ও বিমল ৷ অভিযোগের তির তাঁর দ্বিতীয় পক্ষের দুই ছেলের দিকে ৷ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের কানপুরের দেহাতের ঘটনা ৷ ঘটনায় খুশবু ও বিমলের বাবা রাম প্রকাশ দ্বিদেবীর মৃত্যু হলেও বিমল লালা রাজপথ রাই হাসপাতালে চিকিৎসাধীন ৷

পুলিশ সূত্রে খবর, প্রাক্তন স্কুল শিক্ষক বিমলের তিনটি বিয়ে ৷ তবে তিনি তা নিয়ে পরিবারের মধ্যে অশান্তি ছিল ৷ প্রথম ও দ্বিতীয় পক্ষের দুই ছেলে অক্ষত এবং ললিত ৷ সম্প্রতি বিমল তাঁর তৃতীয় পক্ষের স্ত্রী খুশবু ও বাবার সঙ্গে আলাদা থাকাত ৷ তবে বিমলের তৃতীয় বিয়ে তাঁর দুই ছেলে মেনে নিতে পারে নি ৷ তা নিয়েই তাদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে ৷ তাদের জেরেই এই হামলা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷

আরও পুড়ন: অযোধ্যার আশ্রমে সাধুকে শ্বাসরোধ করে খুন, অভিযুক্ত দুই শিষ্য

ঘটনা প্রসঙ্গেই পুলিশ সুপার বিবিজিটিএস মূর্তি জানান, পারিবারিক অশান্তি থেকে খুনের ঘটনাটি ঘটিছে অপরাধীরা ৷ বিমল একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ৷ আগে আরও দু’টি বিয়ে করেছেন ৷ প্রথম ও দ্বিতীয় স্ত্রী’র দুটি ছেলে আছে ৷ তারাই বৃহস্পতিবার হানা বিমলের স্ত্রী, বাবা ও তার উপর ছুরি নিয়ে হামলা চালায় ৷ এলো পাথারি কোপ বসাতে থাকে ৷ ঘটনাস্থলে খুশবু ও বিমলের বাবার মৃত্যু হয় ৷ গুরুতর আহত অবস্থায় বিমলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে লালা রাজপথ রাই হাসপাতালে স্থানান্তরিত করেন ৷ ঘটনার পর অপরাধী পালাতে গিয়ে পুলিশের হাতে ধরে পড়ে যায় ৷ তাদের জিজ্ঞসা করে পারিবারিক বিরোধের কথা জানতে পারে পুলিশ ৷ পুলিশি জেরায় অপরাধীরা খুনের কথাও স্বীকার করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.