ETV Bharat / bharat

Kangana Ranaut : "হট সংঘী", ইনস্টা-পোস্টে ফের বিতর্কে কঙ্গনা - ইনস্টাগ্রাম

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ফের খবরের শিরোনামে ৷ এবার কঙ্গনা নিজেকে 'হট সংঘী' বলে বর্ণনা করেছেন । নিজের খোলা মেলা ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে (Instagram) শেয়ার করেছেন হ্যাসট্যাগ দেন হট সংঘী বলে ।

কঙ্গনা রানাওয়াত
কঙ্গনা রানাওয়াত
author img

By

Published : Jun 10, 2021, 10:55 PM IST

মানালি, 10 জুন : কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) বোধহয় বিতর্কে থাকা অভ্যাস হয়ে গিয়েছে ৷ সাম্প্রতিক অতীতে টুইটারে বিতর্কিত মন্তব্য করা থেকে টুইটার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়া- অনেক ঘটনাই ঘটল ৷ এবার ইনস্টাগ্রামে তাঁর পোস্ট নিয়ে শোরগোল পড়ল ৷ খোলামেলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট (Instagram) করে কঙ্গনা হ্যাসট্যাগ দিয়েছেন 'হট সংঘী' ৷ তাতেই তৈরি হয়েছে বিতর্ক ৷

ইদানীং কঙ্গনা মানালিতে নিজের শহরে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন । প্রায়শই সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করে বিতর্কের মুখে পড়েছেন ৷ 'পশ্চিমবঙ্গে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বাস' থেকে শুরু করে প্রধানমন্ত্রীকে দেশের 'গুন্ডা' দমনে পরামর্শ- সেই ঘটনার তালিকা বেশ লম্বা ৷ এবার সেই তালিকাতেই যোগ হল এদিনের তার এই ইনস্টাগ্রাম পোস্ট ৷

কঙ্গনা এই ইনস্টাগ্রাম পোস্টে নিজেকে 'হট সংঘী' বলে বর্ণনা করেছেন । দু'টি ছবি শেয়ার করে বিভিন্ন ক্যাপশন দিয়েছেন । একটি ছবিতে কঙ্গনা লিখেছেন, '#হট সংঘী'। তাঁর এই পোস্ট ঘিরেই তৈরি হল নতুন বিতর্কের ৷

কিছুদিন আগেই অভিনেত্রী কোভিডে আক্রান্ত হয়েছিলেন । তবে এখন তিনি পুরোপুরি সুস্থ ৷ বর্তমানে হিমাচল প্রদেশে মানালিতে পরিবারের সঙ্গে রয়েছেন । সেখান থেকেই এই পোস্ট ৷

আরও পড়ুন : নুসরতের বিয়ে নিয়ে সরব বিজেপি, কী বলছেন শ্রাবন্তী ?

মানালি, 10 জুন : কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) বোধহয় বিতর্কে থাকা অভ্যাস হয়ে গিয়েছে ৷ সাম্প্রতিক অতীতে টুইটারে বিতর্কিত মন্তব্য করা থেকে টুইটার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়া- অনেক ঘটনাই ঘটল ৷ এবার ইনস্টাগ্রামে তাঁর পোস্ট নিয়ে শোরগোল পড়ল ৷ খোলামেলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট (Instagram) করে কঙ্গনা হ্যাসট্যাগ দিয়েছেন 'হট সংঘী' ৷ তাতেই তৈরি হয়েছে বিতর্ক ৷

ইদানীং কঙ্গনা মানালিতে নিজের শহরে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন । প্রায়শই সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করে বিতর্কের মুখে পড়েছেন ৷ 'পশ্চিমবঙ্গে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বাস' থেকে শুরু করে প্রধানমন্ত্রীকে দেশের 'গুন্ডা' দমনে পরামর্শ- সেই ঘটনার তালিকা বেশ লম্বা ৷ এবার সেই তালিকাতেই যোগ হল এদিনের তার এই ইনস্টাগ্রাম পোস্ট ৷

কঙ্গনা এই ইনস্টাগ্রাম পোস্টে নিজেকে 'হট সংঘী' বলে বর্ণনা করেছেন । দু'টি ছবি শেয়ার করে বিভিন্ন ক্যাপশন দিয়েছেন । একটি ছবিতে কঙ্গনা লিখেছেন, '#হট সংঘী'। তাঁর এই পোস্ট ঘিরেই তৈরি হল নতুন বিতর্কের ৷

কিছুদিন আগেই অভিনেত্রী কোভিডে আক্রান্ত হয়েছিলেন । তবে এখন তিনি পুরোপুরি সুস্থ ৷ বর্তমানে হিমাচল প্রদেশে মানালিতে পরিবারের সঙ্গে রয়েছেন । সেখান থেকেই এই পোস্ট ৷

আরও পড়ুন : নুসরতের বিয়ে নিয়ে সরব বিজেপি, কী বলছেন শ্রাবন্তী ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.