ETV Bharat / bharat

Kangana Ranaut : স্বাধীনতা নিয়ে বক্তব্য ভুল প্রমাণ করতে পারলে পদ্মশ্রী ফেরানোর চ্যালেঞ্জ কঙ্গনার - Bollywood

সম্প্রতি স্বাধীনতা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ শনিবার তিনি নিজের বক্তব্যের স্বপক্ষে আরও যুক্তি সাজিয়েছেন ৷ দাবি করেছেন, তাঁকে ভুল প্রমাণ করতে পারলে ফিরিয়ে দেবেন পদ্মশ্রী ৷

kangana ranaut defend her comment on freedom
Kangana Ranaut : স্বাধীনতা নিয়ে বক্তব্য ভুল প্রমাণ করতে পারলে পদ্মশ্রী ফেরানোর চ্যালেঞ্জ কঙ্গনার
author img

By

Published : Nov 13, 2021, 3:34 PM IST

Updated : Nov 13, 2021, 4:37 PM IST

নয়াদিল্লি, 13 নভেম্বর : 1947 সালে ভারত ভিক্ষার স্বাধীনতা পেয়েছিল ৷ এই মন্তব্য করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত ৷ কিন্তু তিনি যে নিজের বক্তব্যে অনড়, শনিবার তা স্পষ্ট করে দিয়েছেন ৷ সমালোচকদের উদ্দেশ্যে তাঁর পালটা প্রশ্ন, 1947 সালে কোন যুদ্ধ হয়েছিল ? পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, এমন কোনও যুদ্ধ হয়েছে বলে তাঁকে দেখাতে পারলে, তিনি পদ্মশ্রী ফিরিয়ে দেবেন ৷

বলিউডের এই অভিনেত্রী বিতর্কিত মন্তব্যের জন্য ইদানীং বারবার খবরের শিরোনামে এসেছেন ৷ সম্প্রতি তিনি মন্তব্য করেন, 1947 সালে ভিক্ষার স্বাধীনতা এসেছিল ৷ আর 2014 সালে আসল স্বাধীনতা আসে ৷ তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ বিভিন্ন মহলে সমালোচিত হন ৷ এমনকী, যাঁর প্রশংসা করতে গিয়ে কঙ্গনা রানাওয়াত এই মন্তব্য করেন, সেই নরেন্দ্র মোদির দল বিজেপির নেতারাও তাঁর (কঙ্গনা) সমালোচনা করেছেন ৷

আরও পড়ুন : Kangana Ranaut: দেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে 2014-তে, কঙ্গনার মন্তব্যে নিন্দার ঝড়

এই পরিস্থিতিতেও পিছু হঠতে নারাজ কঙ্গনা ৷ তাই শনিবার ইনস্টাগ্রামে একাধিক পোস্ট দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন তিনি ভুল নন ৷ এদিনের পোস্টগুলিতে তিনি দেশভাগের প্রসঙ্গ তুলেছেন ৷ মহাত্মা গান্ধির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে ভগৎ সিংয়ের মৃত্যু না আটকানোর জন্য, নেতাজি সুভাষচন্দ্র বোসকে সমর্থন না করার জন্য ৷ এমনকী বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ ও বিপিনচন্দ্র পালের মতো স্বাধীনতা সংগ্রামীদের বক্তব্যও তুলে ধরেছেন তিনি ৷

কঙ্গনার দাবি, 1857 সালে স্বাধীনতার প্রথম যুদ্ধ হয়েছিল ৷ এছাড়া সুভাষচন্দ্র বোস, রানি লক্ষ্মীবাঈ, বীর সাভারকরের আত্মত্যাগ করেছিলেন স্বাধীনতার জন্য ৷ কিন্তু 1947 সালে তো স্বাধীনতা অর্জনের জন্য কোনও যুদ্ধ হয়নি ৷

আরও পড়ুন : Independence Special: ঔপনিবেশিক শক্তির ত্রাস ছিলেন কর্নাটকের বীরাঙ্গনা রানিরা

এখানে উল্লেখ করা প্রয়োজন যে কঙ্গনা ‘মনিকর্ণিকা’ নামে একটি সিনেমায় রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করেছেন ৷ তাই তাঁর দাবি, এই বিষয়ে তিনি অনেক গবেষণা করেছেন ৷ ব্রিটিশরা ভারতীয়দের লুট করেছে বলেও তিনি দাবি করেন ৷

স্বাধীনতার ঠিক আগে হওয়া নৌ বিদ্রোহকে ‘ছোট্ট লড়াই’ বলেও অভিহিত করেছেন ৷ তবে এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ওই লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতা এলে নেতাজি ভারতের প্রধানমন্ত্রী হতেন ৷

আরও পড়ুন : Rahul Gandhi : মিস্টার 56 ভয় পেয়েছেন, চিন ইস্যুতে মোদিকে আক্রমণ রাহুলের

তাই তাঁর বক্তব্য কেউ যদি তাঁকে দেখাতে পারেন যে 1947 সালে কোনও যুদ্ধ হয়েছিল, তাহলে তিনি ক্ষমা চাইবেন এবং পদ্মশ্রী ফেরত দেবেন ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই তাঁকে পদ্মশ্রী দেওয়া হয়েছে ভারত সরকারের তরফে ৷

নয়াদিল্লি, 13 নভেম্বর : 1947 সালে ভারত ভিক্ষার স্বাধীনতা পেয়েছিল ৷ এই মন্তব্য করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত ৷ কিন্তু তিনি যে নিজের বক্তব্যে অনড়, শনিবার তা স্পষ্ট করে দিয়েছেন ৷ সমালোচকদের উদ্দেশ্যে তাঁর পালটা প্রশ্ন, 1947 সালে কোন যুদ্ধ হয়েছিল ? পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, এমন কোনও যুদ্ধ হয়েছে বলে তাঁকে দেখাতে পারলে, তিনি পদ্মশ্রী ফিরিয়ে দেবেন ৷

বলিউডের এই অভিনেত্রী বিতর্কিত মন্তব্যের জন্য ইদানীং বারবার খবরের শিরোনামে এসেছেন ৷ সম্প্রতি তিনি মন্তব্য করেন, 1947 সালে ভিক্ষার স্বাধীনতা এসেছিল ৷ আর 2014 সালে আসল স্বাধীনতা আসে ৷ তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ বিভিন্ন মহলে সমালোচিত হন ৷ এমনকী, যাঁর প্রশংসা করতে গিয়ে কঙ্গনা রানাওয়াত এই মন্তব্য করেন, সেই নরেন্দ্র মোদির দল বিজেপির নেতারাও তাঁর (কঙ্গনা) সমালোচনা করেছেন ৷

আরও পড়ুন : Kangana Ranaut: দেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে 2014-তে, কঙ্গনার মন্তব্যে নিন্দার ঝড়

এই পরিস্থিতিতেও পিছু হঠতে নারাজ কঙ্গনা ৷ তাই শনিবার ইনস্টাগ্রামে একাধিক পোস্ট দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন তিনি ভুল নন ৷ এদিনের পোস্টগুলিতে তিনি দেশভাগের প্রসঙ্গ তুলেছেন ৷ মহাত্মা গান্ধির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে ভগৎ সিংয়ের মৃত্যু না আটকানোর জন্য, নেতাজি সুভাষচন্দ্র বোসকে সমর্থন না করার জন্য ৷ এমনকী বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ ও বিপিনচন্দ্র পালের মতো স্বাধীনতা সংগ্রামীদের বক্তব্যও তুলে ধরেছেন তিনি ৷

কঙ্গনার দাবি, 1857 সালে স্বাধীনতার প্রথম যুদ্ধ হয়েছিল ৷ এছাড়া সুভাষচন্দ্র বোস, রানি লক্ষ্মীবাঈ, বীর সাভারকরের আত্মত্যাগ করেছিলেন স্বাধীনতার জন্য ৷ কিন্তু 1947 সালে তো স্বাধীনতা অর্জনের জন্য কোনও যুদ্ধ হয়নি ৷

আরও পড়ুন : Independence Special: ঔপনিবেশিক শক্তির ত্রাস ছিলেন কর্নাটকের বীরাঙ্গনা রানিরা

এখানে উল্লেখ করা প্রয়োজন যে কঙ্গনা ‘মনিকর্ণিকা’ নামে একটি সিনেমায় রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করেছেন ৷ তাই তাঁর দাবি, এই বিষয়ে তিনি অনেক গবেষণা করেছেন ৷ ব্রিটিশরা ভারতীয়দের লুট করেছে বলেও তিনি দাবি করেন ৷

স্বাধীনতার ঠিক আগে হওয়া নৌ বিদ্রোহকে ‘ছোট্ট লড়াই’ বলেও অভিহিত করেছেন ৷ তবে এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ওই লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতা এলে নেতাজি ভারতের প্রধানমন্ত্রী হতেন ৷

আরও পড়ুন : Rahul Gandhi : মিস্টার 56 ভয় পেয়েছেন, চিন ইস্যুতে মোদিকে আক্রমণ রাহুলের

তাই তাঁর বক্তব্য কেউ যদি তাঁকে দেখাতে পারেন যে 1947 সালে কোনও যুদ্ধ হয়েছিল, তাহলে তিনি ক্ষমা চাইবেন এবং পদ্মশ্রী ফেরত দেবেন ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই তাঁকে পদ্মশ্রী দেওয়া হয়েছে ভারত সরকারের তরফে ৷

Last Updated : Nov 13, 2021, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.