ETV Bharat / bharat

কোয়েম্বাটোর দক্ষিণে এগিয়ে কমল হাসান - কংগ্রেস নেতা মৌর্য জয়কুমার

তামিলনাড়ুতে ফিরছে ডিমকে ৷ এডিএমকে-ডিমকের লড়াইয়ের মধ্যেও আশার আলো দেখছেন নেতা কমল হাসান ৷

নেতা কমল হাসান
নেতা কমল হাসান
author img

By

Published : May 2, 2021, 12:48 PM IST

তামিলনাড়ু, 2 মে: প্রাথমিক ফলাফল অনুযায়ী তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে ৷ আর কোয়েম্বাটোর লিড নিয়েছেন অভিনেতা-নেতা কমল হাসান ৷

আরও পড়ুন: ওড়িশায় 5 মে থেকে 14 দিনের লকডাউন

তাঁর দল মাক্কাল নিধি মাইয়ামের তরফে কোয়েম্বাটোর দক্ষিণ থেকে প্রার্থী হয়েছিলেন তিনি ৷ বিপরীতে ছিলেন কংগ্রেস নেতা মৌর্য জয়কুমার ৷ রাজ্যের দুই গুরুত্বপূর্ণ বিরোধী দল এডিএমকে আর ডিমকে-র প্রতাপ সত্ত্বেও কমল হাসান চেষ্টা করেছিলেন নিজের জায়গা তৈরি করতে ৷

সকাল সকালই জিসিটি কলেজ ক্যাম্পাসে পৌঁছে যান তিনি ৷ 6 এপ্রিল এক দফায় 234টি বিধানসভা কেন্দ্র ভোট হয়েছিল তামিলনাড়ুতে ৷

তামিলনাড়ু, 2 মে: প্রাথমিক ফলাফল অনুযায়ী তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে ৷ আর কোয়েম্বাটোর লিড নিয়েছেন অভিনেতা-নেতা কমল হাসান ৷

আরও পড়ুন: ওড়িশায় 5 মে থেকে 14 দিনের লকডাউন

তাঁর দল মাক্কাল নিধি মাইয়ামের তরফে কোয়েম্বাটোর দক্ষিণ থেকে প্রার্থী হয়েছিলেন তিনি ৷ বিপরীতে ছিলেন কংগ্রেস নেতা মৌর্য জয়কুমার ৷ রাজ্যের দুই গুরুত্বপূর্ণ বিরোধী দল এডিএমকে আর ডিমকে-র প্রতাপ সত্ত্বেও কমল হাসান চেষ্টা করেছিলেন নিজের জায়গা তৈরি করতে ৷

সকাল সকালই জিসিটি কলেজ ক্যাম্পাসে পৌঁছে যান তিনি ৷ 6 এপ্রিল এক দফায় 234টি বিধানসভা কেন্দ্র ভোট হয়েছিল তামিলনাড়ুতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.