ETV Bharat / bharat

Kabul Evacuation : বিমান ওঠা-নামার জন্য খোলা কাবুল বিমানবন্দর, জানাল হোয়াইট হাউস - সাড়ে তিন হাজার আমেরিকান ট্রুপ গিয়েছে কাবুলে

কাবুল এয়ারপোর্টে খোলা রয়েছে ৷ সেখানে ফ্লাইট ওঠা-নামা করতে পারছে ৷ জানানো হল ওয়াশিংটন ডিসি থেকে ৷ সাড়ে তিন হাজার আমেপিকান ট্রুপ কাবুলে নেমেছে মঙ্গলবার সকালেই ৷ পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলন করে তালিবান মুখপাত্র জ়ুবিহুল্লাহ মুজাহিদ কাবুলে বিদেশী দূতাবাসগুলি যে সুরক্ষিত থাকবে তার প্রতিশ্রুতি দেন ৷

সাড়ে তিন হাজার আমেরিকান ট্রুপ গিয়েছে কাবুলে
সাড়ে তিন হাজার আমেরিকান ট্রুপ গিয়েছে কাবুলে
author img

By

Published : Aug 17, 2021, 11:08 PM IST

কাবুল ও ওয়াশিংটন ডিসি, 17 অগস্ট : ওয়াশিংন ডিসি থেকে জানানো হল, কাবুল বিমানবন্দর খোলা রয়েছে ৷ সেখানে ফ্লাইট ওঠা-নামা করতে পারছে ৷ আমেরিকান নাগরিক-সহ মানুষকে সেখান থেকে সরিয়ে আনতে মঙ্গলবার সকালেই কাবুলে পৌঁছেছে সাড়ে তিন হাজার আমেরিকান ট্রুপ ৷ এসবের মধ্যেই এদিন সকালে সাংবাদিক সম্মেলন করে বিদেশী দূতাবাসগুলির সুরক্ষার প্রতিশ্রুতি দেন তালিবান মুখপাত্র জ়ুবিহুল্লাহ মুজাহিদ (Zabiullah Mujahid) ৷

হোয়াইট হাউসের (White House) তরফে জানানো হয়েছে, এদিন পৌঁছনো আমেরিকান সেনা আফগানিস্তান থেকে সেনা বিমানে করে মানুষকে দেশের ফেরাচ্ছে ৷ আমেরিকান নাগরিক এবং আমেরিকান দূতাবাসে কর্মরতদের দেশে ফেরানো হচ্ছে ৷ এদিন সকালে একটি বিমান তাঁদের নিয়ে আকাশে উড়েছে ৷

হোয়াইট হাউসের তরফে আরও জানানো হয়, ইতিমধ্যেই সোমবার বাইডেন সরকার 700 জন মানুষকে আফগানিস্তান থেকে বের করে এনেছে ৷ তাঁদের মধ্যে 150 জন ছিলেন আমেরিকার নাগরিক ৷

পাশাপাশি কাবুলে মঙ্গলবার তালিবান মুখপাত্র জ়ুবিহুল্লাহ মুজাহিদ একটি সাংবাদিক সম্মেলন করেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, দূতাবাসগুলি সুরক্ষিত থাকবে ৷ কোনও দূতাবাসের কর্মীকেই তালিবানের আক্রমণের মুখে পড়তে হবে না ৷ কারণ তালিবান মনে করে, দূতাবাসগুলি সুরক্ষার প্রয়োজন ৷ তাই তাঁদের তরফে কাবুলে অবস্থিত দূতাবাস, এবং সেখানে কর্মরত রাষ্ট্রদূত ও কর্মীদের কোনও ক্ষতি না হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : Modi Holds CCS Meeting : আফগানিস্তান পরিস্থিতি পর্যালোচনায় মোদির বাসভবনে ক্যাবিনেট কমিটির জরুরি বৈঠক

কাবুল ও ওয়াশিংটন ডিসি, 17 অগস্ট : ওয়াশিংন ডিসি থেকে জানানো হল, কাবুল বিমানবন্দর খোলা রয়েছে ৷ সেখানে ফ্লাইট ওঠা-নামা করতে পারছে ৷ আমেরিকান নাগরিক-সহ মানুষকে সেখান থেকে সরিয়ে আনতে মঙ্গলবার সকালেই কাবুলে পৌঁছেছে সাড়ে তিন হাজার আমেরিকান ট্রুপ ৷ এসবের মধ্যেই এদিন সকালে সাংবাদিক সম্মেলন করে বিদেশী দূতাবাসগুলির সুরক্ষার প্রতিশ্রুতি দেন তালিবান মুখপাত্র জ়ুবিহুল্লাহ মুজাহিদ (Zabiullah Mujahid) ৷

হোয়াইট হাউসের (White House) তরফে জানানো হয়েছে, এদিন পৌঁছনো আমেরিকান সেনা আফগানিস্তান থেকে সেনা বিমানে করে মানুষকে দেশের ফেরাচ্ছে ৷ আমেরিকান নাগরিক এবং আমেরিকান দূতাবাসে কর্মরতদের দেশে ফেরানো হচ্ছে ৷ এদিন সকালে একটি বিমান তাঁদের নিয়ে আকাশে উড়েছে ৷

হোয়াইট হাউসের তরফে আরও জানানো হয়, ইতিমধ্যেই সোমবার বাইডেন সরকার 700 জন মানুষকে আফগানিস্তান থেকে বের করে এনেছে ৷ তাঁদের মধ্যে 150 জন ছিলেন আমেরিকার নাগরিক ৷

পাশাপাশি কাবুলে মঙ্গলবার তালিবান মুখপাত্র জ়ুবিহুল্লাহ মুজাহিদ একটি সাংবাদিক সম্মেলন করেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, দূতাবাসগুলি সুরক্ষিত থাকবে ৷ কোনও দূতাবাসের কর্মীকেই তালিবানের আক্রমণের মুখে পড়তে হবে না ৷ কারণ তালিবান মনে করে, দূতাবাসগুলি সুরক্ষার প্রয়োজন ৷ তাই তাঁদের তরফে কাবুলে অবস্থিত দূতাবাস, এবং সেখানে কর্মরত রাষ্ট্রদূত ও কর্মীদের কোনও ক্ষতি না হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : Modi Holds CCS Meeting : আফগানিস্তান পরিস্থিতি পর্যালোচনায় মোদির বাসভবনে ক্যাবিনেট কমিটির জরুরি বৈঠক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.