ETV Bharat / bharat

Election King K Padmarajan: প্রতিপক্ষ বাজপেয়ী থেকে বাসবরাজ ! 233তম মনোনয়ন জমা 'ভোটের রাজা' পদ্মরাজনের - পদ্মরাজন নির্বাচনের রাজা হিসাবে জনপ্রিয়

সামনেই কর্ণাটকের বিধানসভা নির্বাচন ৷ এবারেও নির্বাচনে লড়তে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি ৷ লিমকা বুক অফ রেকর্ডস তাঁকে 'অল ইন্ডিয়া ইলেকশন কিং' উপাধি দিয়েছে ৷ তামিলনাড়ুর সালেমের বাসিন্দা কে পদ্মরাজন অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধেও প্রার্থী হয়েছিলেন অতীতে ৷

Karnataka Assembly Election 2023
কে পদ্মরাজন
author img

By

Published : Apr 15, 2023, 1:38 PM IST

হাভেরি, 15 এপ্রিল: কে পদ্মরাজনের সত্যিই রাজা ! তাঁর নামই হয়ে গিয়েছে 'কিং অফ ইলেকশন' ৷ এক বা দু'বার নয়, ভোটে লড়ার জন্য 233 বার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷ 10 মে কর্ণাটক নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছেন ৷ শুক্রবার শিগগাভি বিধানসভা কেন্দ্রে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন পদ্মরাজা ৷ প্রতিপক্ষ খোদ মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ এ নিয়ে 233 বার হল ৷

'নির্বাচনের রাজা' কে পদ্মরাজন গতকাল শিগগাভি আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তামিলনাড়ুর বাসিন্দা কে পদ্মরাজনের প্রসঙ্গে ডিস্ট্রিক্ট কালেক্টর রঘুনন্দন বলেন, "মনোনয়নপত্র দাখিল করা এবং প্রার্থী হওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে ৷ পদ্মরাজন হয়ত বেশিরভাগ নির্বাচনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷ কিন্তু শেষে প্রার্থী হতে পারেননি ৷"

কোনও প্রার্থী যে কেন্দ্রের ভোটার, শুধুমাত্র সেখানেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ৷ এছাড়া ভোটযুদ্ধে দাঁড়াতে 10 জন স্থানীয়দের প্রস্তাব প্রয়োজন ৷ কিন্তু কেউ পদ্মরাজনের পক্ষে প্রস্তাব জমা দেননি ৷ তাই তাঁর মনোনয়নপত্র প্রত্যাখ্যান করা হতে পারে বলে জানিয়েছেন হাভেরি ডিস্ট্রিক্ট কালেক্টর রঘুনন্দন মূর্তি ৷ 224 টি বিধানসভা আসনের কর্ণাটকে নির্বাচন 10 মে ৷ এই বিধায়ক নির্বাচনেও পদ্মরাজন প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন ৷

Presidential Election Nomination of K Padmarajan
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী কে পদ্মরাজন

64 বছর বয়সি পদ্মরাজন নির্বাচনের রাজা হিসাবে জনপ্রিয় ৷ তিনি তামিলনাড়ুর সালেম জেলার মেট্টুরের বাসিন্দা ৷ পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক ৷ দেশের বেশ কয়েকটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পদ্মরাজন ৷ শুধু বিধানসভা নির্বাচনেই ক্ষান্ত হননি তিনি ৷ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি ৷

'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস', 'লিমকা বুক অফ রেকর্ডস'-এও নাম তুলেছেন পদ্মরাজন ৷ লিমকা বুক অফ রেকর্ডস তাঁকে 'অল ইন্ডিয়া ইলেকশন কিং' উপাধি দিয়ে সম্মানিত করেছে ৷ 2019 লোকসভা নির্বাচনে পদ্মরাজন কেরলের ওয়ানাড় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ সেখানে রাহুল গান্ধীর মতো কংগ্রেস নেতা প্রার্থী ছিলেন ৷ পদ্মরাজন 1 হাজার 850 টি ভোট পেয়েছিলেন ৷ তাও কোনও প্রচার ছাড়াই ৷

এখনও পর্যন্ত পদ্মরাজন কাদের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ?

অটল বিহারী বাজপেয়ী, নরসিমহা রাও, জয়ললিতা, করুণানিধি, এ কে অ্যান্টনি, ইয়েদুরাপ্পা, বাঙ্গারপ্পা, এস এম কৃষ্ণ, ইদাপ্পাদি পালানিস্বামী, এম কে স্ট্যালিনদের বিরুদ্ধেও প্রার্থী হয়েছেন ৷ মোট 5টি রাষ্ট্রপতি, 5টি উপরাষ্ট্রপতি, 32টি লোকসভা, 50টি রাজ্যসভা, 72টি বিধানসভা, 3টি এমএলসি, 1টি মেয়র, 3টি চেয়ারম্যান, 4টি পঞ্চায়েত সভাপতি, 12টি কাউন্সিলর, 2টি জেলা কাউন্সিলর, 3টি ইউনিয়ন কাউন্সিলর, 6টি ওয়ার্ড সদস্য, 30 পরিচালক- নির্বাচনে প্রার্থী হয়েছেন ৷

আরও পড়ুন: টিকিট দেয়নি বিজেপি, কংগ্রেসে যোগ দিলেন কর্ণাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী

হাভেরি, 15 এপ্রিল: কে পদ্মরাজনের সত্যিই রাজা ! তাঁর নামই হয়ে গিয়েছে 'কিং অফ ইলেকশন' ৷ এক বা দু'বার নয়, ভোটে লড়ার জন্য 233 বার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷ 10 মে কর্ণাটক নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছেন ৷ শুক্রবার শিগগাভি বিধানসভা কেন্দ্রে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন পদ্মরাজা ৷ প্রতিপক্ষ খোদ মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ এ নিয়ে 233 বার হল ৷

'নির্বাচনের রাজা' কে পদ্মরাজন গতকাল শিগগাভি আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তামিলনাড়ুর বাসিন্দা কে পদ্মরাজনের প্রসঙ্গে ডিস্ট্রিক্ট কালেক্টর রঘুনন্দন বলেন, "মনোনয়নপত্র দাখিল করা এবং প্রার্থী হওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে ৷ পদ্মরাজন হয়ত বেশিরভাগ নির্বাচনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷ কিন্তু শেষে প্রার্থী হতে পারেননি ৷"

কোনও প্রার্থী যে কেন্দ্রের ভোটার, শুধুমাত্র সেখানেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ৷ এছাড়া ভোটযুদ্ধে দাঁড়াতে 10 জন স্থানীয়দের প্রস্তাব প্রয়োজন ৷ কিন্তু কেউ পদ্মরাজনের পক্ষে প্রস্তাব জমা দেননি ৷ তাই তাঁর মনোনয়নপত্র প্রত্যাখ্যান করা হতে পারে বলে জানিয়েছেন হাভেরি ডিস্ট্রিক্ট কালেক্টর রঘুনন্দন মূর্তি ৷ 224 টি বিধানসভা আসনের কর্ণাটকে নির্বাচন 10 মে ৷ এই বিধায়ক নির্বাচনেও পদ্মরাজন প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন ৷

Presidential Election Nomination of K Padmarajan
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী কে পদ্মরাজন

64 বছর বয়সি পদ্মরাজন নির্বাচনের রাজা হিসাবে জনপ্রিয় ৷ তিনি তামিলনাড়ুর সালেম জেলার মেট্টুরের বাসিন্দা ৷ পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক ৷ দেশের বেশ কয়েকটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পদ্মরাজন ৷ শুধু বিধানসভা নির্বাচনেই ক্ষান্ত হননি তিনি ৷ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি ৷

'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস', 'লিমকা বুক অফ রেকর্ডস'-এও নাম তুলেছেন পদ্মরাজন ৷ লিমকা বুক অফ রেকর্ডস তাঁকে 'অল ইন্ডিয়া ইলেকশন কিং' উপাধি দিয়ে সম্মানিত করেছে ৷ 2019 লোকসভা নির্বাচনে পদ্মরাজন কেরলের ওয়ানাড় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ সেখানে রাহুল গান্ধীর মতো কংগ্রেস নেতা প্রার্থী ছিলেন ৷ পদ্মরাজন 1 হাজার 850 টি ভোট পেয়েছিলেন ৷ তাও কোনও প্রচার ছাড়াই ৷

এখনও পর্যন্ত পদ্মরাজন কাদের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ?

অটল বিহারী বাজপেয়ী, নরসিমহা রাও, জয়ললিতা, করুণানিধি, এ কে অ্যান্টনি, ইয়েদুরাপ্পা, বাঙ্গারপ্পা, এস এম কৃষ্ণ, ইদাপ্পাদি পালানিস্বামী, এম কে স্ট্যালিনদের বিরুদ্ধেও প্রার্থী হয়েছেন ৷ মোট 5টি রাষ্ট্রপতি, 5টি উপরাষ্ট্রপতি, 32টি লোকসভা, 50টি রাজ্যসভা, 72টি বিধানসভা, 3টি এমএলসি, 1টি মেয়র, 3টি চেয়ারম্যান, 4টি পঞ্চায়েত সভাপতি, 12টি কাউন্সিলর, 2টি জেলা কাউন্সিলর, 3টি ইউনিয়ন কাউন্সিলর, 6টি ওয়ার্ড সদস্য, 30 পরিচালক- নির্বাচনে প্রার্থী হয়েছেন ৷

আরও পড়ুন: টিকিট দেয়নি বিজেপি, কংগ্রেসে যোগ দিলেন কর্ণাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.