ETV Bharat / bharat

Delhi Excise Policy Scam: ফের ইডি দফতরে কবিতা, চলছে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ - এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট

সোমবার ফের একবার দিল্লিতে ইডির সদর কার্যালয়ে হাজিরা দিলেন বিআরএস নেত্রী কে কবিতা (K Kavitha Appeared before Enforcement Directorate) ৷ দিল্লি আবগারি দুর্নীতি (Delhi Excise Policy Scam) কাণ্ডের তদন্তে নেমে তাঁকে জেরা করছেন ইডি আধিকারিকরা (ED Interrogation) ৷

K Kavitha Appeared before Enforcement Directorate for the second time interrogation over her alleged involvement in Delhi Excise Policy Scam
ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি কে কবিতা
author img

By

Published : Mar 20, 2023, 12:42 PM IST

নয়াদিল্লি, 20 মার্চ: দিল্লি আবগারি দুর্নীতি (Delhi Excise Policy Scam) কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবারও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন বিআরএস নেত্রী কে কবিতা ৷ সোমবার দ্বিতীয় দফায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দিল্লির দফতরে আসেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ে (K Kavitha Appeared before Enforcement Directorate) ৷ এখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা (ED Interrogation) ৷

এদিন কবিতার পরনে ছিল একটি সবুজ রঙের শাড়ি ৷ সকাল 10টা 30 মিনিটে দিল্লিতে ইডির প্রধান কার্যালয়ে পৌঁছে যান তিনি ৷ 44 বছরের কবিতা প্রধান পরিচয় হল তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে ৷ ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিমণ্ডলে থেকে অভ্য়স্থ তিনি ৷ বর্তমানে কবিতা তেলেঙ্গানা বিধান পরিষদের সদস্য ৷ এর আগে গত 11 মার্চ প্রথমবারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি ৷ পরবর্তীতে গত 16 মার্চ কবিতাকে ফের ইডি দফতরের হাজিরার সমন পাঠানো হয় ৷

কবিতা ও তাঁর দলের অভিযোগ, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিল্লি আবগারি দুর্নীতিতে জড়ানোর চেষ্টা করা হচ্ছে ৷ এর জন্য কেন্দ্রের মোদি সরকার এবং প্রধান শাসকদল বিজেপিকেই দায়ী করছে বিআরএস ৷ ইডির জিজ্ঞাসাবাদের হাত থেকে নিষ্কৃতি পেতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা রুজু করেছেন কবিতা ৷ তবে সেই মামলায় এখনও রায়দান করেনি শীর্ষ আদালত ৷ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 24 মার্চ ৷ এই বিষয়টিকে উল্লেখ করে এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা বলে গত 16 মার্চ ইডি দফতরের হাজিরা এড়িয়ে যান কবিতা ৷ কিন্তু, ইডিকে ক্ষান্ত করতে পারেননি তিনি ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়, 20 মার্চ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি অফিসে আসতেই হবে ৷

আরও পড়ুন: স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখিয়ে ইডির হাজিরা এড়ালেন কবিতা

এর আগে গত 11 মার্চ কবিতাকে টানা 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ প্রসঙ্গত, দিল্লি আবগারি দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অরুণ রামচন্দ্রণ পিল্লাই নামে হায়দরাবাদের বাসিন্দা এক ব্যবসায়ী ৷ তিনি কবিতার ঘনিষ্ঠ বলে দাবি ইডির ৷ তাদের তরফে জানানো হয়েছে, আর্থিক দুর্নীতিদমন আইনের আওতায় কবিতার বয়ান রেকর্ড করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 20 মার্চ: দিল্লি আবগারি দুর্নীতি (Delhi Excise Policy Scam) কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবারও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন বিআরএস নেত্রী কে কবিতা ৷ সোমবার দ্বিতীয় দফায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দিল্লির দফতরে আসেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ে (K Kavitha Appeared before Enforcement Directorate) ৷ এখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা (ED Interrogation) ৷

এদিন কবিতার পরনে ছিল একটি সবুজ রঙের শাড়ি ৷ সকাল 10টা 30 মিনিটে দিল্লিতে ইডির প্রধান কার্যালয়ে পৌঁছে যান তিনি ৷ 44 বছরের কবিতা প্রধান পরিচয় হল তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে ৷ ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিমণ্ডলে থেকে অভ্য়স্থ তিনি ৷ বর্তমানে কবিতা তেলেঙ্গানা বিধান পরিষদের সদস্য ৷ এর আগে গত 11 মার্চ প্রথমবারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি ৷ পরবর্তীতে গত 16 মার্চ কবিতাকে ফের ইডি দফতরের হাজিরার সমন পাঠানো হয় ৷

কবিতা ও তাঁর দলের অভিযোগ, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিল্লি আবগারি দুর্নীতিতে জড়ানোর চেষ্টা করা হচ্ছে ৷ এর জন্য কেন্দ্রের মোদি সরকার এবং প্রধান শাসকদল বিজেপিকেই দায়ী করছে বিআরএস ৷ ইডির জিজ্ঞাসাবাদের হাত থেকে নিষ্কৃতি পেতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা রুজু করেছেন কবিতা ৷ তবে সেই মামলায় এখনও রায়দান করেনি শীর্ষ আদালত ৷ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 24 মার্চ ৷ এই বিষয়টিকে উল্লেখ করে এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা বলে গত 16 মার্চ ইডি দফতরের হাজিরা এড়িয়ে যান কবিতা ৷ কিন্তু, ইডিকে ক্ষান্ত করতে পারেননি তিনি ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়, 20 মার্চ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি অফিসে আসতেই হবে ৷

আরও পড়ুন: স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখিয়ে ইডির হাজিরা এড়ালেন কবিতা

এর আগে গত 11 মার্চ কবিতাকে টানা 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ প্রসঙ্গত, দিল্লি আবগারি দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অরুণ রামচন্দ্রণ পিল্লাই নামে হায়দরাবাদের বাসিন্দা এক ব্যবসায়ী ৷ তিনি কবিতার ঘনিষ্ঠ বলে দাবি ইডির ৷ তাদের তরফে জানানো হয়েছে, আর্থিক দুর্নীতিদমন আইনের আওতায় কবিতার বয়ান রেকর্ড করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.