নয়াদিল্লি, 4 অগস্ট: বাচ্চার যৌনাঙ্গ অথবা তার দেহের অন্য কোনও অংশে 'যৌন দৃষ্টিভঙ্গি, যৌন মানসিকতা' নিয়ে স্পর্শ করলে তা 'যৌন নিগ্রহ'ই ৷ পকসো আইনের (Protection of Children from Sexual Offences (POCSO) Act ) 7 নং ধারায় এই রায় দিয়েছিল বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে গঠিত বেঞ্চ ৷ দেশের আগামী প্রধান বিচারপতি হওয়ার কথা সেই যুগান্তকারী রায়ের নায়ক বিচারপতি ললিতের ৷ দেশের 48তম প্রধান বিচারপতি এনভি রামানার মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই ৷ 27 অগস্ট সেই আসনে বসবেন ব্যতিক্রমী ও নজিরবিহীন রায় দেওয়া সুপ্রিম কোর্টের পরবর্তী প্রবীণ বিচারপতি ইউইউ ললিত ৷ যাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে তিন তালাক আইন (2017), পকসোর 'স্কিন-টু-স্কিন' (2019), কেরলে ট্রাভাঙ্কোরে শ্রী পদ্মনাভস্বামী মন্দির (2011) সম্পর্কিত ঐতিহাসিক রায় (Justice U U Lalit in line to become next CJI part of landmark judgements including triple talaq) ৷ বর্তমান প্রধান বিচারপতি এন ভি রামানা আজ তাঁর উত্তরাধিকারীর নাম ঘোষণা করে বিচারপতি ললিতের নামই জানিয়ে দিলেন ৷
তিন তালাক
মুখে 'তালাক' বললেই ডিভোর্স ৷ আলাদা হয়ে গেলেন স্বামী-স্ত্রী ৷ একে অপরাধ হিসেবে গণ্য করেছিল দেশের সর্বোচ্চ আদালত ৷ 2017-র অগস্টে পাঁচ বিচারপতির বেঞ্চের মধ্যে 3 জন 'তিন তালাক'-এর (triple talaq) মাধ্যমে বিবাহ বিচ্ছেদকে 'অবৈধ' এবং 'অসাংবিধানিক' বলে ঘোষণা করেন ৷ দেশের প্রধান বিচারপতি জেএস খেকর এবং বিচারপতি এস আবদুল নজির এই বিচারকে ছ'মাসের জন্য স্থগিত রেখে কেন্দ্রকে তিন তালাক-বিরোধী আইন প্রণয়নের নির্দেশ দেন ৷ অন্যদিকে বিচারপতি কুরিয়ান জোসেফ, বিচারপতি আরএফ নারিমান এবং বিচারপতি ইউইউ ললিত এই পদ্ধতিকে সরাসরি সংবিধান লঙ্ঘন (practice as violative of the Constitution) বলে উল্লেখ করেন ৷
-
Chief Justice of India NV Ramana today recommends Justice UU Lalit's name as his successor. Justice Lalit to become the 49th CJI. Chief Justice Ramana is retiring this month. pic.twitter.com/AfJJc8652V
— ANI (@ANI) August 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Chief Justice of India NV Ramana today recommends Justice UU Lalit's name as his successor. Justice Lalit to become the 49th CJI. Chief Justice Ramana is retiring this month. pic.twitter.com/AfJJc8652V
— ANI (@ANI) August 4, 2022Chief Justice of India NV Ramana today recommends Justice UU Lalit's name as his successor. Justice Lalit to become the 49th CJI. Chief Justice Ramana is retiring this month. pic.twitter.com/AfJJc8652V
— ANI (@ANI) August 4, 2022
স্কিন-টু-স্কিন
2021-এর 15 জানুয়ারি ৷ বম্বে হাইকোর্টের বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা 50 বছর বয়সি এক ব্যক্তিকে পকসো মামলায় বেকসুর খালাসের নির্দেশ দেন ৷ একটি পাঁচ বছরের মেয়ের হাত ধরা এবং তাঁর সঙ্গেই আরও কয়েকটি অশালীন আচরণ করে এই ব্যক্তি ৷ এগুলি পকসো আইনে যৌন নিগ্রহের আওতায় পড়ে না, জানিয়েছিলেন বিচারপতি ৷ আদালত জানিয়েছিল, ত্বকের ছোঁয়া না লাগলে, সেটা 'যৌন নিগ্রহ' নয় ৷ বাচ্চাদের যৌন হেনস্থা সম্পর্কিত দু'টি মামলায় 'ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্শ' নিয়ে বিতর্কিত রায় দিয়েছিল বোম্বে হাইকোর্ট ৷
ওই বছর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করা হয় ৷ একুশের 21 নভেম্বর বিচারপতি ললিতের নেতৃত্বে গঠিত বেঞ্চ জানায়,"যৌন নিগ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যৌন ইচ্ছা, ত্বকের সঙ্গে ত্বকের ছোঁয়া নয় ৷" সেই রায়কে খারিজ করে পকসো আইনে যুগান্তকারী রায় দেয় শীর্ষ আদালত ৷ তাতে শুধুমাত্র 'ত্বকের সঙ্গে ত্বকের ছোঁয়া' নয়, অভিযুক্তের যৌন ইচ্ছাকেই অগ্রাধিকার দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ললিত ৷
আরও পড়ুন: বিচারের পথ সামাজিক মুক্তির অন্যতম উপায়, মন্তব্য প্রধান বিচারপতির
1957 সালের 9 নভেম্বর জন্মগ্রহণ করেন ইউ ইউ ললিত ৷ 1983 সালের জুন মাসে আইনজীবী হিসেবে পথ চলা শুরু ৷ বম্বে হাইকোর্টেই আইনজীবী হিসেবে কাজ করছিলেন 1985-র ডিসেম্বর পর্যন্ত ৷ পরের বছর, 1986-র জানুয়ারিতে দিল্লি চলে যান ললিত ৷ 2004-এর এপ্রিলে তাঁকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি দেয় সর্বোচ্চ আদালত ৷ 2জি স্পেকট্রাম মামলায় তাঁকে বিশেষ সরকারি কৌঁসুলী হিসেবে নিয়োগ করা হয়েছিল ৷