ETV Bharat / bharat

Primary Teacher Recruitment Scam: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ আদালতের - Nizam Palace

নষ্ট করা হয়েছে 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট ৷ এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (CBI probe into destroying OMR Marksheet)।

Primary Teacher Recruitment CBI Probe
ETV Bharat
author img

By

Published : Sep 27, 2022, 1:27 PM IST

Updated : Sep 27, 2022, 2:21 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর মার্কশিট দায়িত্বজ্ঞানহীন ভাবে নষ্ট করায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ পাশাপাশি মানিক ভট্টাচার্যকেও ফের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিলেন তিনি । আজই রাত 8টার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের (Justice Abhijit Ganguly directs CBI to probe into destroying of 2014 Primary Teacher Recruitment OMR Marksheet) ।

মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, "ওএমআর শিট কেন নষ্ট করা হয়েছিল ?" কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, "যে ভাবে ওএমআর শিট (Optical Mark Recognition, OMR) নষ্ট করা হয়েছে, তা দেখে আশ্চর্য লাগছে । মারাত্মক দায়িত্বজ্ঞানহীনতা লক্ষ করা যাচ্ছে । উত্তরপত্র নষ্ট করা দেখে মনে হচ্ছে, অপরাধমূলক অভিসন্ধি থাকতে পারে ! কোনও টেন্ডার না ডেকে একটি পছন্দসই সংস্থাকে এই লক্ষ লক্ষ ওএমআর শিট নষ্ট করার দায়িত্ব দেওয়া হয়েছিল । এটা আদালত মেনে নিতে পারছে না ।"

আরও পড়ুন: সোমে 23, মঙ্গলে 54 চাকরিপ্রার্থীকে পুজোর আগেই নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বিচারপতি আরও জানান, ওএমআর শিট নষ্ট করার সময় কোনও অফিসিয়াল সাক্ষী ছিল না । কত সংখ্যক শিট নষ্ট করা হয়েছে, তার হিসেব নেই । অনুমান প্রায় 12-13 লক্ষ হতে পারে । নিয়ম মেনে এই কাজ হয়নি । একে 'সন্দেহজনক কাজ' বলে উল্লেখ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

2014 সালে টেট পরীক্ষার ওএমআর শিট নষ্ট করার পিছনে অ্যাড হক কমিটির ভূমিকা কী ? তা জানতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে সিবিআই জেরার নির্দেশ দেন বিচারপতি । যদি তিনি এই জেরায় সহযোগিতা না করেন, তাহলে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

পাশাপাশি সিবিআই ওই এজেন্সির ভূমিকাও খতিয়ে দেখবে । কী ভাবে তাদের বাছাই করা হল, তা দেখতে হবে । আজ রাত 8টার মধ্যে মানিক ভট্টাচার্য সিবিআই দফতর অর্থাৎ নিজাম প্যালেসে (Nizam Palace) যাবেন ৷ সেখানে তদন্তকারী আধিকারিকদের জেরার মুখোমুখি হতে হবে তাঁকে । এক মাসের মধ্যে অর্থাৎ 1 নভেম্বর তদন্তের অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিবিআইকে । বিচারপতি বলেন, "আশা করব সিবিআই জয়েন্ট ডিরেক্টর এমন কোনও ব্যক্তিকে রাখবেন না, যিনি ধৃতদের জেরা করতে পারবেন না । সিবিআই আইন অনুযায়ী পদক্ষেপ করুক ৷ এটা শুধু আদালতই নয়, নাগরিক সমাজ যাতে তাদের উপরে ভরসা রাখতে পারে, সেজন্যও তারা করবে বলে আশা করি ।"

আরও পড়ুন: ঘোষিত প্রাইমারি টেট পরীক্ষার দিন, নিয়োগ প্রায় 11 হাজার শিক্ষক পদে

কলকাতা, 27 সেপ্টেম্বর: 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর মার্কশিট দায়িত্বজ্ঞানহীন ভাবে নষ্ট করায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ পাশাপাশি মানিক ভট্টাচার্যকেও ফের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিলেন তিনি । আজই রাত 8টার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের (Justice Abhijit Ganguly directs CBI to probe into destroying of 2014 Primary Teacher Recruitment OMR Marksheet) ।

মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, "ওএমআর শিট কেন নষ্ট করা হয়েছিল ?" কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, "যে ভাবে ওএমআর শিট (Optical Mark Recognition, OMR) নষ্ট করা হয়েছে, তা দেখে আশ্চর্য লাগছে । মারাত্মক দায়িত্বজ্ঞানহীনতা লক্ষ করা যাচ্ছে । উত্তরপত্র নষ্ট করা দেখে মনে হচ্ছে, অপরাধমূলক অভিসন্ধি থাকতে পারে ! কোনও টেন্ডার না ডেকে একটি পছন্দসই সংস্থাকে এই লক্ষ লক্ষ ওএমআর শিট নষ্ট করার দায়িত্ব দেওয়া হয়েছিল । এটা আদালত মেনে নিতে পারছে না ।"

আরও পড়ুন: সোমে 23, মঙ্গলে 54 চাকরিপ্রার্থীকে পুজোর আগেই নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বিচারপতি আরও জানান, ওএমআর শিট নষ্ট করার সময় কোনও অফিসিয়াল সাক্ষী ছিল না । কত সংখ্যক শিট নষ্ট করা হয়েছে, তার হিসেব নেই । অনুমান প্রায় 12-13 লক্ষ হতে পারে । নিয়ম মেনে এই কাজ হয়নি । একে 'সন্দেহজনক কাজ' বলে উল্লেখ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

2014 সালে টেট পরীক্ষার ওএমআর শিট নষ্ট করার পিছনে অ্যাড হক কমিটির ভূমিকা কী ? তা জানতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে সিবিআই জেরার নির্দেশ দেন বিচারপতি । যদি তিনি এই জেরায় সহযোগিতা না করেন, তাহলে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

পাশাপাশি সিবিআই ওই এজেন্সির ভূমিকাও খতিয়ে দেখবে । কী ভাবে তাদের বাছাই করা হল, তা দেখতে হবে । আজ রাত 8টার মধ্যে মানিক ভট্টাচার্য সিবিআই দফতর অর্থাৎ নিজাম প্যালেসে (Nizam Palace) যাবেন ৷ সেখানে তদন্তকারী আধিকারিকদের জেরার মুখোমুখি হতে হবে তাঁকে । এক মাসের মধ্যে অর্থাৎ 1 নভেম্বর তদন্তের অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিবিআইকে । বিচারপতি বলেন, "আশা করব সিবিআই জয়েন্ট ডিরেক্টর এমন কোনও ব্যক্তিকে রাখবেন না, যিনি ধৃতদের জেরা করতে পারবেন না । সিবিআই আইন অনুযায়ী পদক্ষেপ করুক ৷ এটা শুধু আদালতই নয়, নাগরিক সমাজ যাতে তাদের উপরে ভরসা রাখতে পারে, সেজন্যও তারা করবে বলে আশা করি ।"

আরও পড়ুন: ঘোষিত প্রাইমারি টেট পরীক্ষার দিন, নিয়োগ প্রায় 11 হাজার শিক্ষক পদে

Last Updated : Sep 27, 2022, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.