ETV Bharat / bharat

800 বছর পর বৃহস্পতি ও শনির মহা-সংযোগ - great conjunction today

প্রত্যেক 20 অন্তরই বৃহস্পতি ও শনি অনেকটা কাছাকাছি চলে আসে । এর মানে 2000 সালে শেষবার তাদের সংযোগ হয়েছিল । কিন্তু, সব সময় আমরা তা দেখতে পাই না । আসলে গোটা সৌরজগতে কী ঘটে চলেছে বা গ্রহগুলির গতি আমাদের পক্ষে সব সময় খালি চোখে প্রত্যক্ষ করা সম্ভব হয় না ।

sdf
sdf
author img

By

Published : Dec 21, 2020, 12:24 PM IST

Updated : Dec 21, 2020, 12:30 PM IST

দিল্লি, 21 ডিসেম্বর : প্রায় 800 বছর আগের কথা । সেই সময় একটি ঐতিহাসিক দিনের সাক্ষী থেকেছিল গোটা বিশ্ব । ওইদিন পৃথিবীর খুব কাছ থেকে দেখা গিয়েছিল সৌরজগতের দুটি বড় গ্রহ বৃহস্পতি ও শনিকে । আবারও 2020 সালের 21 ডিসেম্বর সেই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে চলেছে পৃথিবী । বছর শেষে আজ ফের পৃথিবী থেকে দেখা মিলবে তাদের ।

প্রত্যেক 20 অন্তরই বৃহস্পতি ও শনি অনেকটা কাছাকাছি চলে আসে । এর মানে 2000 সালে শেষবার তাদের দূরত্ব কমেছিল । কিন্তু, সব সময় আমরা তা দেখতে পাই না । আসলে গোটা সৌরজগতে কী ঘটে চলেছে বা গ্রহগুলির গতি আমাদের পক্ষে সব সময় খালি চোখে প্রত্যক্ষ করা সম্ভব হয় না ।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় :

  • নাসার তরফে জানানো হয়েছে, এই মহা-সংযোগ এমন সময় হবে যা সবাই দেখার সুযোগ পাবেন
  • সৌরজগতের এই দুই জ্যেষ্ঠ সদস্য পৃথিবীর এতটাই কাছে চলে আসবে যে হাতের সবচেয়ে ছোটো আঙুল দিয়েও এটিকে আড়াল করতে পারা যাবে
  • টেলিস্কোপের সাহায্যে কেউ যদি মহা-সংযোগ দেখেন তাহলে বৃহস্পতির চারটি সবচেয়ে বৃহৎ উপগ্রহ দেখার সুযোগ পাবেন তাঁরা
  • ভারতে এই মহা-সংযোগ দেখা যাবে সন্ধে সাড়ে 6টা থেকে 7টার মধ্যে

1623 সালে একবার কাছাকাছি এসেছিল বৃহস্পতি ও শনি । কিন্তু, তখন পৃথিবী থেকে তাদের দেখা সম্ভব হয়নি । তাই বিষয়টি কারও চোখেও পড়েনি । এর আগে 1226 সালে বৃহস্পতি ও শনির মহা-সংযোগ হয়েছিল । সেই ঐতিহাসিক দিনের সাক্ষী থেকেছিল গোটা পৃথিবী । আসলে সৌরজগতে থাকা গ্রহদের আমরা অনুধাবন করতে পারি পৃথিবীর অবস্থানের উপর নির্ভর করে । আর সেই অবস্থান অনুযায়ী প্রায় 800 বছর পর আজ ফের এক ঐতিহাসিক দিনের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব ।

dsfsdf
সৌরমণ্ডলের প্রতীকী ছবি

কিন্তু, 20 বছর অন্তরই কেন দেখা যায় তাদের ?

আসলে সৌরমণ্ডলের পঞ্চম স্থানে রয়েছে বৃহস্পতি ও ষষ্ঠ স্থানে শনি । এছাড়া সৌর পরিবারের মধ্যে সবথেকে বড় সদস্য হল বৃহস্পতি । আর ঠিক তার পরেই রয়েছে শনির স্থান । সূর্যের থেকে দূরে থাকার ফলে তাদের কক্ষপথের পরিধিও পৃথিবী বা অন্য গ্রহের তুলনায় অনেকটাই বেশি । তাই শনির সূর্যকে একবার প্রদক্ষিণ করতে লাগে 30 বছর । বৃহস্পতির 12 বছর । আসলে শনি যখন একবার সূর্যকে প্রদক্ষিণ করে ফেরে, ততক্ষণে বৃহস্পতি দু'বার সূর্যকে প্রদক্ষিণ করে ফেলেছে । 20 বছর পর রাস্তার মাঝেই তাদের দেখা হয় একে অপরের সঙ্গে ।

20 বছর ছাড়া কীভাবে কাছাকাছি আসে তারা ?

সূর্যকে প্রদক্ষিণের সময় প্রতি বছর নিজের কক্ষপথের 12 ডিগ্রি পূর্ণ করে শনি । যেখানে বৃহস্পতি পূর্ণ করে 30 ডিগ্রি । ফলে প্রতিবছর নিজের ও শনির মধ্যে 18 ডিগ্রি (30-12= 18 ডিগ্রি) ব্যবধান কমায় । 20 বছর পর বৃহস্পতি 360 ডিগ্রি (18X20=360 ডিগ্রি) ঘুরে শনির উপর অবস্থান করে । তাই তাদের কাছাকাছি দেখা যায় ।

তাদের সেই ব্যবধান 800 বছর পর আজ সবচেয়ে কম । তাই, আজ পৃথিবীবাসী দেখতে পাবে তাদের ।

দিল্লি, 21 ডিসেম্বর : প্রায় 800 বছর আগের কথা । সেই সময় একটি ঐতিহাসিক দিনের সাক্ষী থেকেছিল গোটা বিশ্ব । ওইদিন পৃথিবীর খুব কাছ থেকে দেখা গিয়েছিল সৌরজগতের দুটি বড় গ্রহ বৃহস্পতি ও শনিকে । আবারও 2020 সালের 21 ডিসেম্বর সেই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে চলেছে পৃথিবী । বছর শেষে আজ ফের পৃথিবী থেকে দেখা মিলবে তাদের ।

প্রত্যেক 20 অন্তরই বৃহস্পতি ও শনি অনেকটা কাছাকাছি চলে আসে । এর মানে 2000 সালে শেষবার তাদের দূরত্ব কমেছিল । কিন্তু, সব সময় আমরা তা দেখতে পাই না । আসলে গোটা সৌরজগতে কী ঘটে চলেছে বা গ্রহগুলির গতি আমাদের পক্ষে সব সময় খালি চোখে প্রত্যক্ষ করা সম্ভব হয় না ।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় :

  • নাসার তরফে জানানো হয়েছে, এই মহা-সংযোগ এমন সময় হবে যা সবাই দেখার সুযোগ পাবেন
  • সৌরজগতের এই দুই জ্যেষ্ঠ সদস্য পৃথিবীর এতটাই কাছে চলে আসবে যে হাতের সবচেয়ে ছোটো আঙুল দিয়েও এটিকে আড়াল করতে পারা যাবে
  • টেলিস্কোপের সাহায্যে কেউ যদি মহা-সংযোগ দেখেন তাহলে বৃহস্পতির চারটি সবচেয়ে বৃহৎ উপগ্রহ দেখার সুযোগ পাবেন তাঁরা
  • ভারতে এই মহা-সংযোগ দেখা যাবে সন্ধে সাড়ে 6টা থেকে 7টার মধ্যে

1623 সালে একবার কাছাকাছি এসেছিল বৃহস্পতি ও শনি । কিন্তু, তখন পৃথিবী থেকে তাদের দেখা সম্ভব হয়নি । তাই বিষয়টি কারও চোখেও পড়েনি । এর আগে 1226 সালে বৃহস্পতি ও শনির মহা-সংযোগ হয়েছিল । সেই ঐতিহাসিক দিনের সাক্ষী থেকেছিল গোটা পৃথিবী । আসলে সৌরজগতে থাকা গ্রহদের আমরা অনুধাবন করতে পারি পৃথিবীর অবস্থানের উপর নির্ভর করে । আর সেই অবস্থান অনুযায়ী প্রায় 800 বছর পর আজ ফের এক ঐতিহাসিক দিনের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব ।

dsfsdf
সৌরমণ্ডলের প্রতীকী ছবি

কিন্তু, 20 বছর অন্তরই কেন দেখা যায় তাদের ?

আসলে সৌরমণ্ডলের পঞ্চম স্থানে রয়েছে বৃহস্পতি ও ষষ্ঠ স্থানে শনি । এছাড়া সৌর পরিবারের মধ্যে সবথেকে বড় সদস্য হল বৃহস্পতি । আর ঠিক তার পরেই রয়েছে শনির স্থান । সূর্যের থেকে দূরে থাকার ফলে তাদের কক্ষপথের পরিধিও পৃথিবী বা অন্য গ্রহের তুলনায় অনেকটাই বেশি । তাই শনির সূর্যকে একবার প্রদক্ষিণ করতে লাগে 30 বছর । বৃহস্পতির 12 বছর । আসলে শনি যখন একবার সূর্যকে প্রদক্ষিণ করে ফেরে, ততক্ষণে বৃহস্পতি দু'বার সূর্যকে প্রদক্ষিণ করে ফেলেছে । 20 বছর পর রাস্তার মাঝেই তাদের দেখা হয় একে অপরের সঙ্গে ।

20 বছর ছাড়া কীভাবে কাছাকাছি আসে তারা ?

সূর্যকে প্রদক্ষিণের সময় প্রতি বছর নিজের কক্ষপথের 12 ডিগ্রি পূর্ণ করে শনি । যেখানে বৃহস্পতি পূর্ণ করে 30 ডিগ্রি । ফলে প্রতিবছর নিজের ও শনির মধ্যে 18 ডিগ্রি (30-12= 18 ডিগ্রি) ব্যবধান কমায় । 20 বছর পর বৃহস্পতি 360 ডিগ্রি (18X20=360 ডিগ্রি) ঘুরে শনির উপর অবস্থান করে । তাই তাদের কাছাকাছি দেখা যায় ।

তাদের সেই ব্যবধান 800 বছর পর আজ সবচেয়ে কম । তাই, আজ পৃথিবীবাসী দেখতে পাবে তাদের ।

Last Updated : Dec 21, 2020, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.