ETV Bharat / bharat

JP Nadda Slams Rahul: 'রাহুল গান্ধি চিন-পাকিস্তানের ভাষায় কথা বলছেন', আক্রমণ নাড্ডার

author img

By

Published : Dec 18, 2022, 7:44 AM IST

16 ডিসেম্বর ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) রাহুল গান্ধি জানান, চিন যুদ্ধের তোড়জোড় করছে ৷ কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার সেই তথ্য দেশবাসীকে জানাচ্ছে না ৷ এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে কংগ্রেস-বিজেপি রাজনীতি (Rahul Gandhi over China attack to India) ৷

Rahul Gandhi
ETV Bharat

নয়াদিল্লি, 18 ডিসেম্বর: রাহুল গান্ধিকে কংগ্রেস থেকে বহিষ্কারের দাবি তুললেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷ তিনি চিন আর পাকিস্তানের ভাষায় কথা বলছেন, অভিযোগ তাবড় গেরুয়া নেতার ৷ 16 ডিসেম্বর কংগ্রেস সাংসদ একটি ভিডিয়ো বার্তায় বলেন, "চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ৷ এদিকে মোদি সরকার সে বিষয়টা লুকিয়ে যাচ্ছে ৷ আমি এর আগে 3-4 বার বলেছি ৷ আমাদের সাবধানে থাকা উচিত ৷" এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে (JP Nadda slams Rahul Gandhi) ৷

9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তে তাওয়াংয়ে চিনের পিএলএ বাহিনীর সেনারা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে ৷ কিন্তু ভারতীয় সেনারা তা প্রতিরোধ করে ৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদের দুই কক্ষে জানান, ভারতীয় সেনারা সাহসিকতার সঙ্গে লড়েছেন ৷ বর্তমানে দুই দেশের সীমান্তে স্থিতাবস্থা রয়েছে ৷ কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ এরপরে রাহুলের চিন সংক্রান্ত বার্তা ৷

আরও পড়ুন: চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ভারত সরকার তথ্য গোপন করছে, কেন্দ্রকে তোপ রাহুলের

"রাহুল গান্ধির মন্তব্যে আমাদের সেনাজওয়ানদের আত্মবিশ্বাসকে খাটো করা হচ্ছে", তীব্র নিন্দা করে বলেন নাড্ডা (Nadda says Rahul speaking China's language to lower armed forces' morale) ৷ শীর্ষ বিজেপি নেতা আরও বলেন, "রাহুল গান্ধির দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন উঠছে ৷ তিনি সার্জিক্যাল স্ট্রাইক এবং বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ৷ তিনি মানসিক দিক দিয়ে দেউলিয়া হয়ে গিয়েছেন ৷ এটা তারই প্রতিফলন ৷"

  • उधर चीन युद्ध की तैयारी कर रहा है, इधर भाजपा सरकार ‘इवेंट मैनेजमेंट’ में लगी है।

    देश से सच्चाई छुपाने की कोशिश करने से बेहतर होगा चीन को भारत की शक्ति दिखाइए, प्रधानमंत्री जी। pic.twitter.com/V2bdrRs9rp

    — Rahul Gandhi (@RahulGandhi) December 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জেপি নাড্ডার রাহুলকে বহিষ্কার প্রসঙ্গে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া (Bharatiya Janata Party spokesperson Gaurav Bhatia ) বলেন, "মল্লিকার্জুন খাড়গেকে (Congress president Mallikarjun Kharge) যদি রিমোট কন্ট্রোলে পরিচালনা করা না হয় এবং যদি বিরোধী দল দেশের সঙ্গে থাকে, তাহলে গান্ধিকে তাঁর মন্তব্যের জন্য দল থেকে বের করে দেওয়া উচিত ৷ তিনি দেশকে ছোট করেছেন এবং সেনাবাহিনীর বিশ্বাসে ধাক্কা দিয়েছেন ৷"

তিনি রাহুলের সঙ্গে কনৌজের রাজা জয়চাঁদের তুলনা টানেন ৷ ইতিহাসে কিছু ক্ষেত্রে রাজাকে একজন বিশ্বাসঘাতক হিসেবে দেখানো হয়েছে ৷ ভারতীয় জওয়ানরা পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গিদের আক্রমণ করেছে- এ নিয়েও সোনিয়া-পুত্র প্রমাণ চেয়েছেন ৷ 2020 সালের মে মাসে গালওয়ানে ভারত-চিন সেনার মধ্যে সংঘাতের (Galwan fight) পর তিনি প্রধানমন্ত্রীকে 'সুরিন্দর মোদি' (Surender Modi) বলে অভিহিত করেছেন, অভিযোগ বিজেপি নেতার ৷

কংগ্রেস নেতার তাঁর মন্তব্যের জন্য দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ৷ যদিও এই ক্ষমায় তাঁর পাপ ধুয়ে যাবে না, কিন্তু অন্ততপক্ষে তিনি এটা বুঝবেন যে তিনি ভুল করেছেন, জানান বিজেপি নেতা ৷

আরও পড়ুন: গালওয়ান, তাওয়াংয়ে ভারতীয় সেনা প্রশংসনীয় সাহসিকতা দেখিয়েছে, বললেন রাজনাথ

নয়াদিল্লি, 18 ডিসেম্বর: রাহুল গান্ধিকে কংগ্রেস থেকে বহিষ্কারের দাবি তুললেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷ তিনি চিন আর পাকিস্তানের ভাষায় কথা বলছেন, অভিযোগ তাবড় গেরুয়া নেতার ৷ 16 ডিসেম্বর কংগ্রেস সাংসদ একটি ভিডিয়ো বার্তায় বলেন, "চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ৷ এদিকে মোদি সরকার সে বিষয়টা লুকিয়ে যাচ্ছে ৷ আমি এর আগে 3-4 বার বলেছি ৷ আমাদের সাবধানে থাকা উচিত ৷" এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে (JP Nadda slams Rahul Gandhi) ৷

9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তে তাওয়াংয়ে চিনের পিএলএ বাহিনীর সেনারা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে ৷ কিন্তু ভারতীয় সেনারা তা প্রতিরোধ করে ৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদের দুই কক্ষে জানান, ভারতীয় সেনারা সাহসিকতার সঙ্গে লড়েছেন ৷ বর্তমানে দুই দেশের সীমান্তে স্থিতাবস্থা রয়েছে ৷ কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ এরপরে রাহুলের চিন সংক্রান্ত বার্তা ৷

আরও পড়ুন: চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ভারত সরকার তথ্য গোপন করছে, কেন্দ্রকে তোপ রাহুলের

"রাহুল গান্ধির মন্তব্যে আমাদের সেনাজওয়ানদের আত্মবিশ্বাসকে খাটো করা হচ্ছে", তীব্র নিন্দা করে বলেন নাড্ডা (Nadda says Rahul speaking China's language to lower armed forces' morale) ৷ শীর্ষ বিজেপি নেতা আরও বলেন, "রাহুল গান্ধির দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন উঠছে ৷ তিনি সার্জিক্যাল স্ট্রাইক এবং বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ৷ তিনি মানসিক দিক দিয়ে দেউলিয়া হয়ে গিয়েছেন ৷ এটা তারই প্রতিফলন ৷"

  • उधर चीन युद्ध की तैयारी कर रहा है, इधर भाजपा सरकार ‘इवेंट मैनेजमेंट’ में लगी है।

    देश से सच्चाई छुपाने की कोशिश करने से बेहतर होगा चीन को भारत की शक्ति दिखाइए, प्रधानमंत्री जी। pic.twitter.com/V2bdrRs9rp

    — Rahul Gandhi (@RahulGandhi) December 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জেপি নাড্ডার রাহুলকে বহিষ্কার প্রসঙ্গে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া (Bharatiya Janata Party spokesperson Gaurav Bhatia ) বলেন, "মল্লিকার্জুন খাড়গেকে (Congress president Mallikarjun Kharge) যদি রিমোট কন্ট্রোলে পরিচালনা করা না হয় এবং যদি বিরোধী দল দেশের সঙ্গে থাকে, তাহলে গান্ধিকে তাঁর মন্তব্যের জন্য দল থেকে বের করে দেওয়া উচিত ৷ তিনি দেশকে ছোট করেছেন এবং সেনাবাহিনীর বিশ্বাসে ধাক্কা দিয়েছেন ৷"

তিনি রাহুলের সঙ্গে কনৌজের রাজা জয়চাঁদের তুলনা টানেন ৷ ইতিহাসে কিছু ক্ষেত্রে রাজাকে একজন বিশ্বাসঘাতক হিসেবে দেখানো হয়েছে ৷ ভারতীয় জওয়ানরা পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গিদের আক্রমণ করেছে- এ নিয়েও সোনিয়া-পুত্র প্রমাণ চেয়েছেন ৷ 2020 সালের মে মাসে গালওয়ানে ভারত-চিন সেনার মধ্যে সংঘাতের (Galwan fight) পর তিনি প্রধানমন্ত্রীকে 'সুরিন্দর মোদি' (Surender Modi) বলে অভিহিত করেছেন, অভিযোগ বিজেপি নেতার ৷

কংগ্রেস নেতার তাঁর মন্তব্যের জন্য দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ৷ যদিও এই ক্ষমায় তাঁর পাপ ধুয়ে যাবে না, কিন্তু অন্ততপক্ষে তিনি এটা বুঝবেন যে তিনি ভুল করেছেন, জানান বিজেপি নেতা ৷

আরও পড়ুন: গালওয়ান, তাওয়াংয়ে ভারতীয় সেনা প্রশংসনীয় সাহসিকতা দেখিয়েছে, বললেন রাজনাথ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.